নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
এখন আমার যেকোনো ফুলই ভালো লাগে,
দিন শেষে সবই যে ঝরে যায়।
এখন আমার অস্ত যাওয়া দিনকে ভালো লাগে,
কারণ দিনের অস্তগামীতা আধারকে নিমন্ত্রণ করে।
ঘন কালো ঘোর আধারের অমাবস্যা।
এখন আমার মৃত্যু খুব কাছের মনে হয়,
জীবনের স্পন্দন থেমে যাওয়ার ভয়ে
চমকে উঠি না বা পালিয়ে বেড়াই না।
এখন আমার আমাকে খুব ভালো লাগে,
আমার হারিয়ে যাওয়া অতীতকে না।
এখন আমার তোমায় ভালো লাগে না।
এখন আমার স্বপ্নগুলোকেও আর ডাকতে ইচ্ছে করে না,
কারণ স্বপ্নরাও শেষমেশ ভাঙার দলে নামে লেখায়।
এখন আয়নার সামনে দাঁড়িয়ে শুধু নিজেকেই দেখি,
নিসংগ, একাকী -তবু হারিয়া যাবার ভয় পাই না ।
এখন আমার আকাশও শূন্য মনে হয় না,
কারণ মেঘেরা জানে কখন কোথায় ভেসে যেতে হয়।
এখন আমি কাঁদলে চোখের জল ঝরে না,
কারণ কান্নায়ও ক্লান্তি আসে একদিন।
আমার তোমার কথা ভাবতে একটুকু ভালো লাগে না,
তোমার স্মৃতি বুকে আমার বড্ড ভারী লাগে।
এখন আমার ভালো না লাগার এই একলা সময়টাই ভালো লাগে,
কারণ এর চেয়ে হারানোর আর কিছুই নেই।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫১
রানার ব্লগ বলেছেন: এরা দুইজন আমারো বেশ ভালো লাগার শিল্পী। এরা যে কোথায় হারালো কে যানে?!!
২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১৭
কামাল১৮ বলেছেন: নতুন করে বাঁচার প্রেরণা।অভিজ্ঞতা নাই তাই ভালো বলতে পারি না।আমার অবস্থা না প্রেমিক না বিপ্লবী।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৩
রানার ব্লগ বলেছেন: কামাল১৮ বলেছেন: নতুন করে বাঁচার প্রেরণা।অভিজ্ঞতা নাই তাই ভালো বলতে পারি না।আমার অবস্থা না প্রেমিক না বিপ্লবী।
না প্রেমিক না বিপ্লবী এই অবস্থা টা সব থেকে ভালো অবস্থা ।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫২
মিরোরডডল বলেছেন:
কামাল১৮ বলেছেন: আমার অবস্থা না প্রেমিক না বিপ্লবী।
তার মানে কামাল একের ভেতর দুই, বিপ্লবী প্রেমিক পুরুষ
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪
রানার ব্লগ বলেছেন: কামাল ভাইয়ের প্রেমিকা লাকি । টু ইন ওয়ান পেয়ে যাবে ।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: ভালোবাসার মানুষকে পেয়ে গেলে আর ভালোবাসাটা থাকে না।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৬
রানার ব্লগ বলেছেন: একদম ! পৃথিবীর সকল প্রেমের কবিতা না পাওয়ার বেদনা থেকেই আসে ।
৫| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগাকে নিয়ে ভালো থাকেন
সুন্দর কবিতা
১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !
৬| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৩
শায়মা বলেছেন: ভেরী গুড!!!
তুমি এখন সফল মানুষ!
১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৪
রানার ব্লগ বলেছেন:
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:১১
মিরোরডডল বলেছেন:
এখন আমার আমাকে খুব ভালো লাগে,
আমার হারিয়ে যাওয়া অতীতকে না।
এখন আমার তোমায় ভালো লাগে না।
একদম পারফেক্ট, এমনটাই হওয়া উচিত।
রানার আজকের লেখার সাথে যায় প্রিয় একটি গান।