![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উল্লেখযোগ্য কোন পরিচয় নেই; একজন মানুষ। পছন্দ করি গান, কবিতা ও গল্প লিখতে ও পড়তে-শুনতে।
অবারিত ভালবাসায় প্লাবিত করেই
জীবনে তৃপ্তির ঢেঁকুর তোলে দিবাকর!
আমিও তো বেশ আছি !
অফুরান দান নাকি প্রদান
হিসেব করে দেখিনি কখনো,
নিতে নিতে ক্লান্ত হই তবু
দিতে দিতে ক্লান্তিহীন
প্রদানের পথচলা স্থির অবিচল!
বিষক্রিয়ার মুখোমুখি হতে দেয়নি কখনো
ছাকনির মজবুত প্রহরার রসদে-
প্রদানের ইস্তেহার কেবলি!
অনয়াস লব্ধতা কদর শূন্য
তবু দূরত্বিক এ ভালবাসার প্রতিদানযোগ্যতা
হয়নি বা হবেওনা কখনো।
চিবুক ছুঁয়ে দেখবার বাসনাও জাগেনি কখনো
বুকের আলিঙ্গনে ওষ্ঠের ভালবাসা
চিন্তায় আনিনি কখনো
আত্মহত্যাকে ডেকে আনার ফজিলত!
ভালবাসায় স্পর্শের আদিখ্যেতা নেই
বাতুলতাও কাঁদে গোপন অভিসারে
তবু ঘাপটি মেরে বসে থাকে মরণের সহোদর!
বরগুনা
০১ মে ২০১৫
২| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ৭:০৫
কালের সময় বলেছেন: বাহ! দারুন লেখা । পড়ে ভালো লাগলো ।শুভ সকাল ।
৩| ০৫ ই মে, ২০১৫ ভোর ৪:২০
সুশান্ত পোদ্দার বলেছেন: ধন্যবাদ। @মন ময়ূরী
৪| ০৫ ই মে, ২০১৫ ভোর ৪:২৩
সুশান্ত পোদ্দার বলেছেন: শুভ কামনা। ,,,,,,,,কালের সময়।
৫| ০৯ ই মে, ২০১৫ দুপুর ১:৩৮
মর্তুজা হাসান সৈকত বলেছেন: এভাবে আপনাকে পেয়ে খুব ভালো লাগলো সুশান্ত দা', হ্যাপি ব্লগিং।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৫ ভোর ৬:৫৩
মন ময়ূরী বলেছেন: ভাল লাগলো।