![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.. স্বপ্ন দেখি বিশ্বশান্তির .জাতি ধর্ম নির্বিশেষে অপার ভালোবাসার বন্ধনের---.
হুমায়ুন আহমেদ বর্তমান বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভার নাম, এ নিয়ে কোন বিতর্ক নেই আজ । তাঁর যে কোন বই নিয়ে বসলে তা শেষ না করে উঠতে পারে এমন পাঠক ও বোধ হয় নেই ।।এক অপূর্ব ম্যাজিক যেনো টেনে রাখে অবলীলায়, অথচ খুব উঁচু বা গভীর সাহিত্যিক মানে যে তাঁর লেখা সমৃদ্ধ তাও নয়, কিন্তু বাক্যালাপের গাঁথুনি ও ঘটনার সাবলীলতায় এমনই এক যাদুর টান যে – তাকে উপেক্ষা করতে পারে এমন পাঠক ও হয়তো পাওয়া যাবে না । হিমু আর মিসির আলী হুমায়ুনের এক অনিন্দ্য সৃষ্টি । আর এই হিমু কে নিয়ে তরুন সমাজের অসংখ্য পাগলামোর ও কোন ইয়ত্তা নেই ।
এমনি পাগল কিছু তরুনকে জানি, যারা রুদ্ধশ্বাসে অপেক্ষায় থাকে কখন হুমায়ুনের পরবর্তী বই বেরুবে । হুমায়ুনের সব বই ওদের সংগ্রহে, হিমু ওদের আত্মার আত্মীয় – হুমায়ুন তাদের স্বপ্নরাজ্যের মহান স্রস্টা । হিমু যেমন করে কথা বলে, হিমু যেমন করে ভাবে, হিমু যেমন করে রুপার সাথে কানামাছি খেলে অমনই ওদের ভাবসাব, কথাবার্তা, ওদের আচরণ, ওদের চিন্তার ধরণ !!
সেই হুমায়ুন হঠাৎ করেই আক্রান্ত হলেন ক্যান্সার রোগে, এই সংবাদ তাঁর অগণিত পাঠকের মাথায় বাজ পড়ার মতোই । নিউইর্্যকের বাঙালী অধুষিত জ্যামাইকায় তিনি আছেন আপাততঃ চিকিৎসার জন্যে তাঁর পরিবার নিয়ে – এই বিষয়টি এখন নিউইর্্যকের বাঙালী সমাজে সবচাইতে আলোচিত বিষয় । তাঁর রোগমুক্তির জন্যে অনেকে করছেন বিশেষ প্রার্থনা । তাঁর ৬৩তম জন্মদিনের উদযাপনে মেতেছে নিউইর্্যকের অনেক সংগঠন ।
তাঁর এমন অসুস্থতার সময়েও তাঁর সাহর্চয্য প্রাপ্তির জন্যে বা তাঁর সাথে ছবি তুলে পত্রিকায় দিয়ে নাম অর্জনের পাগলামির ও অন্তহীন মুখরোচক গল্পে বাজার সরগরম । তাঁর জন্যে মানুষের আগ্রহের শেষ নেই । এই প্রবাসেও তার ব্যত্যয় ঘটেনি – এখানেও তিনি সমান জনপ্রিয় ।
স্বয়ং প্রধানমন্ত্রী এসে তাঁকে শুভেচ্ছা জানিয়ে তাঁর রোগমুক্তির আশ্বাস জানিয়ে যান, দেশবিদেশ থেকে অসংখ্য তাঁর গুণগ্রাহী নানাভাবে তাঁর রোগমুক্তির জন্যে শুভকামনার ডালিতে তাঁর অঞ্জলি ভরে দেন । হুমায়ুন এর অসংখ্য উপন্যাসের চরিত্ররা এসে অলক্ষিতে ভিড় জমায় মস্তিস্কের কোটরে কোটরে । ওরা যেন তারস্বরে বলে ওঠে – তুমি কিছুতেই অসুস্থ হতে পারো না – স্রস্টার কি কক্ষনো অসুখ হয় !! না, তেমন ঘটনা ঘটা উচিত নয় ।
হুমায়ুন, আপনি অনেক মানুষের প্রাণের আশ্বাস, আপনাকে পরাজিত করতে পারে এমন কোন কিছুই নেই, এমনকি ক্যান্সারের মতো রোগ ও নয় । আপনার অগণিত ভক্তের প্রবল প্রার্থনার শক্তি আপনার সাথে আছে । খুব শীঘ্রই আপনি সম্পুর্ন সুস্থ হয়ে আবার মেতে উঠবেন নতুন সৃষ্টির আনন্দে, সেই আগ্রহে আকুল হয়ে আপনার নতুন বইয়ের অপেক্ষায় জেগে থাকা তরুণের দল উন্মুখ, অধীর ।
ভালো হয়ে উঠুন তাড়াতাড়ি হুমায়ুন – এই প্রার্থনা পরমস্রস্টার কাছে । আপনার শততম জন্মদিনের উদযাপনের আয়োজন হবে বিশ্বজুড়ে এমন স্বপ্ন দেখায় কোন ভুল নেই – এমনই ভাবনা আপনার ভক্তদের । সবাই জানে যে আপনিও আপনার ভক্তদের ভালোবাসেন, ওদের আপনি হতাশ করবেন না ওরা তাই বিশ্বাস করে – তাই নয় কি হুমায়ুন আহমেদ ?
আপনার ৬৩তম শূভ জন্মদিনে আন্তরিক ফুলেল শুভেচ্ছা আপনাকে - বরেণ্য লেখক হুমায়ুন আহমেদ । আপনি শতজীবি হোন ।।
শতজীবি হোন হুমায়ুন
©somewhere in net ltd.