![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.. স্বপ্ন দেখি বিশ্বশান্তির .জাতি ধর্ম নির্বিশেষে অপার ভালোবাসার বন্ধনের---.
তোমার জন্যেই
গ্রীষ্ম বর্ষা শরত নেমে আসে
তোমার জন্যেই
নীলাকাশে মেঘের তুলো ভাসে
তোমার জন্যেই
ভুমিকম্প, গগনভেদী উথালপাথাল ঝড়
তোমার জন্যেই
আমূল কেঁপে অই শরীরে তুমুল জ্বর !!
তোমার জন্যেই
নিশীথ রাতে শুকসারীরা কেঁদে যায়
তোমার জন্যেই
তমাল সারি আকুল হয়ে প্রতীক্ষায়
তোমার জন্যেই
আহোরাত্রি বাঁশীর সুরে কাঁদছে কানাই
কই গো তুমি
খোলো গো দ্বার অভিমানী নন্দিনী রাই !!
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২
আমি অপদার্থ বলেছেন: ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম।
একসাথে ১৩খান পোষ্ট।