![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.. স্বপ্ন দেখি বিশ্বশান্তির .জাতি ধর্ম নির্বিশেষে অপার ভালোবাসার বন্ধনের---.
স্বগতোক্তি
==================
আমি একবারও বলিনি তোমাকে
কতখানি অন্ধকারের পথ পেরিয়ে
আমি এসেছি এইপারে আজ
তোমার অমিত আলোর নিবাসে;
আমি একবারও বলিনি তোমাকে
কতখানিই আমার উজার করে
নিমেষে - অপলকে - নির্মোহে
তোমায় দিয়েছি নি:শ্বেষে !!
আমি একবারও বলিনি তোমাকে
কতখানি কষ্টের দু:স্বপ্নে
আমি জেগেছি একেলা
নি:র্ঘুম - নি:সঙ্গ রাত !!
আমি একবারও বলিনি তোমাকে
কী কঠিন অবহেলা তোমার
আমি সয়েছি একান্তে -
অলক্ষ্যে করেছি স্বপ্নপাত !!
আমি একবারও বলিনি তোমাকে
কী অন্তহীন প্রতীক্ষায় কেটেছে
আমার নিশিদিন
গভীর দহনে থেকেছি উদগ্রীব !!
আমি একবারও বলিনি তোমাকে
কী গভীর আসঙ্গতায় তোমাতে
সিঞ্চিত - আভূমি নতজানু আমি
তুমি সেই নিষ্পন্দ:, নির্জীব !!
যদি ওঠো জেগে একবার
যদি দেখো কোন পদচিহ্ন;
জানিও, তোমারই অনন্ত: পূজায়
আমার সকল হয়েছে নি:শ্চিহ্ন !!
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২
আমি অপদার্থ বলেছেন: ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম।
একসাথে ১৩খান পোষ্ট।