![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.. স্বপ্ন দেখি বিশ্বশান্তির .জাতি ধর্ম নির্বিশেষে অপার ভালোবাসার বন্ধনের---.
দহন সুখ
************
ঝিরঝির বৃষ্টিমাখা দিনের বুকে বিষাদের জল ছিল
কাকভেজা হয়ে যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়েছিল
অবিন্যস্ত হাতের আড়ালে তুমি লুকিয়েছিলে বিষন্নমুখ
কি যেন ছিল চোখে, চোখেতেই কি রেখেছিলে চোখ
তীব্রগর্জনে ঠিকসময়েই ছেড়ে গেল সেই বিবাগী ট্রেন
তুমি কখনো বোঝনি হৃদয় সে কথা কবিরা জানেন
তুমি শুধু কি তোমাকেই বুঝেছ - আর কিছুই ছিল কি মনে
তুমিতো জেনেছ নক্ষত্ররাত নিবিড় শুদ্ধ মোহন ক্ষণে
তোমার কি সময় হয় আর শোনোকি সতীনাথ, সুমন
এখনো কি তোমার হাতে কবি জীবনানন্দ আনমনা হন !!
এখনো কি তুমি সেতারের তার ছুঁয়ে আমাকেই ভাবো চুপচাপ
এখনো কি তোমার নিশিঘরে ঘুরে ঘুরে কাঁদে বেহুলার সাপ
কখনো তোমাকে প্রশ্ন করিনি কী লাভ অযাচিত কৌতুহলে
তুমিই বলেছ বেদনা তোমার প্রিয় হাস্য কৌতুকচ্ছলে
নীরবে রেখেছি স্মৃতির মোড়কে তোমার অলীক বেদনা বিলাস
শিউলির কাছে মুগ্ধতা চেয়ে তুমিই ভুলেছ শরতের নম্র প্রতিভাস
আজো বসি জলের কাছে জলের আয়নায় দেখি অতীত দিনের ছায়া
এখনো আমাকে অনাবিল ঘিরে থাকে তোমাকে চাওয়ার অসীম মায়া !!
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২
আমি অপদার্থ বলেছেন: ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম।
একসাথে ১৩খান পোষ্ট।