নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নকথকের কলাম --

স্বপনচক

.. স্বপ্ন দেখি বিশ্বশান্তির .জাতি ধর্ম নির্বিশেষে অপার ভালোবাসার বন্ধনের---.

স্বপনচক › বিস্তারিত পোস্টঃ

মা -

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০১





ফাঁসির মঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামী

সময় গুনছে শেষ মুহুর্তের –

আর একটু পরেই ঝুলে পড়বে দেহ মৃত্যুর কোলে

ফাঁসুড়ে প্রস্তুত, আর ক’মুহূর্ত মাত্র বাকী –



এমনই সময় সেইখানে এলেন তিনি ধীর পদক্ষেপে

একটানে খুলে ফেললেন খুনীর মুখের কালো মুখোশ

সজোরে কষিয়ে দিলেন গালে সপাটে এক চড়

অতঃপর ঘোষনা দিলেন –

‘আমি ক্ষমা করে দিলাম আমার পুত্রের এই হত্যাকারীকে

তোমরা ছেড়ে দাও ওকে – ’ !!



তিনি সেই নিহত ছেলেটির মা - সামেরে আলেনিজাদ

ইরানের এক প্রত্যন্ত অঞ্চলে তাঁর বাস

অশ্রুজলে ভাসতে ভাসতেই বললেন –

‘আমার সন্তানহীন ঘরে দিন যে কাটে না আর

এই খুনী ছেলেটির মা’ য়ের কিইবা অপরাধ –

ফাঁসি হলে সেই মা’ও কাটাবেন জীবন্মৃত জীবন

যে জীবন আমি কাটাচ্ছি আজ পুত্রহীন আমার ঘরে –‘!



একমাত্র মায়েদের মনই হয়তো ঈশ্বর গড়েছেন

এমন অতুলনীয় মহত্বের উপাদানে –

মা’ – আজো তাই ধরণীর শ্রেষ্টতম সৃষ্টি –

যুগে যুগে – মহাকালের অদেখা অভিধানে --!!



তোমাকে প্রণতি মাগো – সহস্র প্রণাম

তুমিই সভ্যতার অমৃত মহানাম ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.