![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
এক লোক মরার সময় একটা অসিয়ত পেশ করার জন্য তার আশে পাশের লোকজনকে ডেকে বললো শোন ভাই আমিতো সারাজীবন মানুষকে যন্ত্রনা দিছি এখন আমার সময় শেষ।। তাই আমার ইচ্ছেটা তোমরা পুরণ করবা কিনা বলো। গায়ের লোক খুব সরলমনে তার ইচ্ছে শোনার জন্য তাকে অনুনয় বিনয় করিলো।। লোকটা বললো আমি যদি মারা যাই তবে তোমরা আমাকে কবর না দিয়ে গ্রামের পাশে যে তেরাস্তার মাথা আছে সেখানে বাশ দিয়ে খাড়া করে রেখো।। যাতে আমি মরে প্রাশ্চিত্ত করতে পারি। তার ইচ্ছে মতো গায়ের লোকজন তাকে মরার পর তেরাস্তার মাথায় বাশের আগায় বসিয়ে ঝুলিয়ে দিলো।। এ অবস্হা দেখে গ্রামের একজন মাতব্বর থানায় খবর দিলো। থানা থেকে পুলিশ এসে গ্রামের সব লোকজনকে ধরে নিয়ে গেল।। থানায় ইচ্ছেমতো টর্চার চালানো হলো।। পুলিশ বললো তোমরা গ্রামের মানুষ কি মানুষ নাকি একটা মানুষকে মেরে বাশের মাথায় ঝুলিয়ে তিন রাস্তার মোড়ে খাড়া করাইয়া রাখছো।। কিন্তু পুলিশ কিছুতেই গ্রামের মানুষের কথা বিশ্বাস করলোনা।। থানায় বসে গ্রামের মানুষ কান্দে আর কয় ওরে তুই হারামি জীবিত থাকা অবস্হায়ও আমাদের যন্ত্রনা দিছিস এখন মরেও আমাদেরকে যন্ত্রনা দিচ্ছি।।
পুণশ্চ: আমাদের দেশের রাজনীতিবিদদের আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনি আর তারা বিরোধি দলে গেলেও আমাদেরকে বাশ দেয় আর ক্ষমতায় গেলে আমজনতাকে বাশ দিতে কার্পুন্য করেনা।।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪
কামরুল হাসান ভুঞা বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮
ইসতিয়াক1900 বলেছেন: হা হা হা!!! দারুন ভাবে ভাবিয়ে দালেন আমরা ক্রমাগত কিভাবে বাশ (বাঁশ) খাচ্ছি!!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫
কামরুল হাসান ভুঞা বলেছেন: ধন্যবাদ নিবেন ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩
মুহামমদল হািবব বলেছেন: দারুন ভাবে ভাবিয়ে দালেন আমরা ক্রমাগত কিভাবে বাশ (বাঁশ) খাচ্ছি!! একমত।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫
কামরুল হাসান ভুঞা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
আমি ব্লগার হইছি! বলেছেন: হেব্বি, হেব্বি। কোন কথা হবে না।