![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
এক জামাতিকে কয়দিন আগে জিঙ্গাসা করলাম এই যে আপনারা পুলিশ মারছেন, বোমা মারছেন, সহিংসতা চালাচ্ছেন এটা কি ঠিক।
তিনি উত্তর দিলেন: আরে ভাই আমরাতো আল্লাহর রাস্তায় আছি।
আমি বললাম: সকল রাস্তাইতো আল্লাহর তবে কোন কোন রাস্তায় রোডস এ্যান্ড হাইওয়ের নাম লিখা থাকে।
জামাতি: ইয়ারকি মাইরেননা।
আমি: স্মরি।
জামাতি: যখন আমরা রাজপথে মারা যাবো তখন আমাদের লক্ষ কোটি ভাই আমার নামে দোয়া করবে। আমাকে শহীদি উপাধি দিবে। আমার জন্য দোয়া করবে। পরকালে শান্তি পাবো।
আমি : উহ তাই নাকি। সব ঠিক আছে কিন্তু আল্লাহ’য় যে শান্তি দিবে এটা বিশ্বাস করতে পারছিনা। কারণ আল্লাহ এতো ঠুমকো কোন বিষয় না। আল্লাহ ন্যায় বিচারক।
জামাতি: আমারে ঙ্ঘান দিবেননা। এবলে একটা হাদিসের বই বের করলো।
আমি: আমি ভাবলাম, আন্দোলন সম্পর্কিত কোন রেফারেন্স দিবে হয়তো। কি ভাই কোন রেফারেন্স আছে নাকি?
জামাতি: থামেন ভাই। আপনার লাইগ্যা বের করিনি। বিকেলে মিটিংয়ে হাদিস পড়ে শুনাতে হবে। তাই আন্দোলনের পাশা পাশি সময় পাইলেই হাদিস পড়ি।
আমি : ভালো, শিক্ষাদীক্ষায় থাকা ভালো।
তয় ভাই আপনাগো দাবি কি?
জামাতি: দাবি অনেক। তবে মুল দাবি হাসিনার পতন।
আমি: ওহ তাই নাকি। এতদিন তো শুনলাম আপনাগো নেতাগো ফাসির হাত থেকে বাচানোর জন্য নাকি এ দাবি
জামাতি: কি জানি ভাই জানিনা। বড়ভাই ভালো করে কইতে পারবে।
এ বলে ভদ্রলোক দৌড় দিলেন। আর শ্লোগান শ্লোগান দিতে দিতে দৌড়াইতে থাকলেন।।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২
মিতাহামিদা০০৭ বলেছেন: আপ্নেও দেখি আরেক পাগল ! হে মনে হয় নতুন আমদানি ! আপ্নে যেমন মাথামোটা তেমন একটা মাথামোটার লগে কথা বললেই তো অনেক চিড়িয়া ধরতে পারতেন !