নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

একজন জামা’তের আন্দোলনকারীর সাথে আলাপ

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪

এক জামাতিকে কয়দিন আগে জিঙ্গাসা করলাম এই যে আপনারা পুলিশ মারছেন, বোমা মারছেন, সহিংসতা চালাচ্ছেন এটা কি ঠিক।

তিনি উত্তর দিলেন: আরে ভাই আমরাতো আল্লাহর রাস্তায় আছি।

আমি বললাম: সকল রাস্তাইতো আল্লাহর তবে কোন কোন রাস্তায় রোডস এ্যান্ড হাইওয়ের নাম লিখা থাকে।

জামাতি: ইয়ারকি মাইরেননা।

আমি: স্মরি।

জামাতি: যখন আমরা রাজপথে মারা যাবো তখন আমাদের লক্ষ কোটি ভাই আমার নামে দোয়া করবে। আমাকে শহীদি উপাধি দিবে। আমার জন্য দোয়া করবে। পরকালে শান্তি পাবো।

আমি : উহ তাই নাকি। সব ঠিক আছে কিন্তু আল্লাহ’য় যে শান্তি দিবে এটা বিশ্বাস করতে পারছিনা। কারণ আল্লাহ এতো ঠুমকো কোন বিষয় না। আল্লাহ ন্যায় বিচারক।

জামাতি: আমারে ঙ্ঘান দিবেননা। এবলে একটা হাদিসের বই বের করলো।

আমি: আমি ভাবলাম, আন্দোলন সম্পর্কিত কোন রেফারেন্স দিবে হয়তো। কি ভাই কোন রেফারেন্স আছে নাকি?

জামাতি: থামেন ভাই। আপনার লাইগ্যা বের করিনি। বিকেলে মিটিংয়ে হাদিস পড়ে শুনাতে হবে। তাই আন্দোলনের পাশা পাশি সময় পাইলেই হাদিস পড়ি।

আমি : ভালো, শিক্ষাদীক্ষায় থাকা ভালো।

তয় ভাই আপনাগো দাবি কি?

জামাতি: দাবি অনেক। তবে মুল দাবি হাসিনার পতন।

আমি: ওহ তাই নাকি। এতদিন তো শুনলাম আপনাগো নেতাগো ফাসির হাত থেকে বাচানোর জন্য নাকি এ দাবি

জামাতি: কি জানি ভাই জানিনা। বড়ভাই ভালো করে কইতে পারবে।

এ বলে ভদ্রলোক দৌড় দিলেন। আর শ্লোগান শ্লোগান দিতে দিতে দৌড়াইতে থাকলেন।।

মন্তব্য ১ টি রেটিং +১/-১

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

মিতাহামিদা০০৭ বলেছেন: আপ্নেও দেখি আরেক পাগল ! হে মনে হয় নতুন আমদানি ! আপ্নে যেমন মাথামোটা তেমন একটা মাথামোটার লগে কথা বললেই তো অনেক চিড়িয়া ধরতে পারতেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.