নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

ভাই কিছু কথা কই মাইন্ড কইরেননা

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

মোল্লাদের নিয়ে খুব বেশি কিছু বলতে চাইনা। তবে তারা যে এখনো সেকালের চিন্তাভাবনায় অভ্যস্ত তার কয়েকটি নমুনা দেখুন।

১. তাদের দাবি ব্লাসফেমি আইন প্রনয়নের। আরে বেকুবের দল এটাতো আর পাকিস্তান না, এটা বাংলাদেশ। ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে এদেশের স্বাধিনতা অর্জিত হয়েছে।

২. ব্লগারদের ফাসি চায়। আচ্ছা ভাই বুকে হাত দিয়ে কনতো..ব্লগার শব্দের অর্থ কি? এটা এদেশে ক’জন মোল্লা জানে।।

৩. গণজাগরণ মঞ্চ দখলে নিবে, এটা কি মামার বাড়ির আবদার নাকি। দেশে কয় শতাংশ মোল্লা আছে, এদেশে তরুনের সংখ্যা শতকরা হিসেবে ২০ শতাংশ। ২০ শতাংশ তরুনের সাথে আরো অত্যন্ত ৫০ শতাংশ সাধারন নাগরিকের সমর্থন রয়েছে শাহবাগের আন্দোলনে। ২ শতাংশ কি ৭০ শতাংশের সাথে পেরে উঠবে, নাকি পেরেছে কখনো।

৪. নাস্তিকতার বলছে তো নাস্তিকদের ধরে আইনের আওতায় যে দাবি উনারা করেছেন সরকারতো সেটা শুনেছে নাকি।। এখন আপনি একটা মুখস্ত কথা কইবেন যে নাস্তিক নাস্তিক, সত্যিকারে নাস্তিক কিনা সেটা আপনি বিচার করবেন না এটা কি করে হয়। জামা’তের শিবিরের বাচ্চাগুলান ওয়ার্ডপ্রেসে গিয়ে মিথ্যে ব্লগ বানিয়ে যেভাবে নাস্তিকের লিস্টি বড় করছে তা নিয়ে তো আপনারা কিছু বলছেননা। আর বলবেন ই বা কি করে আপনারাতো আর ইন্টারনেটের ব্যবহার জানেননা। জামাতিরা ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে আপনাগো দেখায় আর আপনারা সেটা নিয়েই লাফান।

৫. যারা মিথ্যে ব্লগ বানিয়ে অন্যদেরকে ফাসানোর ষড়যন্ত্রে লিপ্ত তারাতো কাফের মুনাফেক। তয় কি আপনারা কাফের মুনাফেকের কথা শুনে আরেক মুসলিম ভাইয়ের উপর উদ্ধত হচ্ছেন এটা কি রাসূল(সা:) আমাদের শিক্ষা দিছেন?

অযথা না লাফাইয়া প্লিজ ভেবে দেখুন। আপনার অঙ্ঘতার জন্য অন্যকোন মুসলিমের ক্ষতি হচ্ছে কিনা? যদি হয়ে থাকে তাহলে কিন্তু কাল হাশরের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাড়াতে হবে।। সেখানে কিন্তু কেউ রক্ষা করতে পারবেনা। কারণ আল্লাহ ন্যায় বিচারক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.