নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২

একবার একটা লোক খুব বিপদে পড়ে তার পুরাতন এক বন্ধুর কাছে গেল এবং কিছু সাহায্য চাইলো। পুরাতন বন্ধু সব শুনে তাকে শান্তনা দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এবার লোকটা মনে মনে খুব কষ্ট পেল। আহারে যদি বন্ধুটা একটু সাহায্য করতো তাহলে বিপদটা কোনরকমে কেটে ওঠা যেত। আর ঐ দিকে বন্ধুর বউ বললো “ তোমার জুড়ি নাই, কিভাবে পটাইয়া পটাইয়া তোমার বন্ধুরে খালি হাতে বিদায় করলা”। কিছুদিন পর এবার যার কাছে সাহায্যের জন্য গেছিল সেই বন্ধুটা দুর্ঘটনায় হা হারালে তার চাকুরি বাকরি সুন্দরি বউ তাকে ছেড়ে চলে যায়। সাহায্য চাওয়া লোকটা তার বন্ধুর এমন দু:খের কথা শুনে স্বপরিবারে তার কাছে ছুটে যায়। এবং সব সময় তার কাছাকাছি থাকে, তিন বেলা রান্ধা করে খাবার দেয়া থেকে শুরু করে সঙ্গ দেয়া পর্যন্ত সবকিছুতেই বন্ধুর জন্য লোকটা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে চায়। তার এ ব্যবহারে পক্ষাঘাতগ্রস্ত বন্ধুটি যারপরনাই খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। এবং লোকটি একদিন সত্যি সত্যি অনেক বড়লোক হয়ে গেল এবং বিস্তর টাকা পয়সার মালিক হয়ে প্রথমে সে তার বন্ধুর উন্নত চিকিৎসা ও পা প্রতিস্হাপন করলো। বন্ধুটি পুরো সুস্হ হয়ে দেশে ফিরলে তার পুর্বের চাকরিতে যোগ দান করে। এবং আগের স্ত্রী আবার তার কাছে ফিরে আসে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

মুক্তকণ্ঠ বলেছেন: আইচ্ছা।

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

সখা লিলিরাশ পথিক বলেছেন: কি কইলেন

৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫

কামরুল হাসান ভুঞা বলেছেন: গল্পের সমাপ্তিই তো হলোনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.