| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধুর দুঃস্বপ্ন
I am nothing but an IDIOT :)
আমি ব্যক্তিগতভাবে নাস্তিক নই। কোন না কোনভাবে একজন স্রষ্টার প্রতি আনুগত্য এসেই পড়ে। তবে ধর্ম আমার কাছে আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমার ভেতরে বিশ্বাস না থাকলে কেউ জোর করে বিশ্বাস স্থাপন করাতে পারবেনা। ধর্ম মানুষকে বিপদ্গামী হওয়া থেকে দূরে রাখে। তাই বলে কি ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরা বিপদ্গামী হয়না? পৃথিবীতে অনেক রকম ধর্ম-ই আছে। নাস্তিকতা হতে পারে এক ধরনের ধার্মিকতা। যারা হয়তো এই প্রকৃতিকেই স্রষ্টা মেনে নেয়। তবুও তো একজন সৃষ্টিকর্তার উপস্থিতি থেকেই যায়। হোক সে প্রকৃতি তবু স্রষ্টা-ই তো। যেহেতু পৃথিবীতে ধর্ম অনেক আছে আর ধর্ম যদি সত্যি হয় তবে তাদের মাঝ থেকে যে কোন একটি সত্যি হবে। একসাথে সব কয়টা সত্যি হওয়া সম্ভব নয়। তাহলে সত্য ধর্ম কোনটা? নাস্তিকতা নয়তো? তাহলে নাস্তিকদের আদতে মানসিক বিকারগ্রস্থ বলা কি ঠিক হবে? তাহলে তো যেটা সত্য ধর্ম সেটা ছাড়া বাকিগুলোর অনুসারিরা সবাই নাস্তিক হবে। সকল ধর্মে যেমন কিছুটা নীতি ও আদর্শ আছে তেমনি অনেক জিনিস আছে যার আদতে কোন বৈজ্ঞানিক ব্যাখা নেই। অনেক প্রশ্নের উত্তর যেমন কুরআনে নেই, তেমনি নেই বাইবেল কিংবা বেদে। তবে সকলের এত রাগ আর ক্ষোভ সব নাস্তিকদের প্রতি-ই কেন? আপনার অনুসৃত ধর্মটিই যে সঠিক ধর্ম তার গ্যারান্টি কে দিবে? নাস্তিকদের পেছনে না লাগে নিজেরটা নিজে পালন করাই অধিক যুক্তিযুক্ত।
©somewhere in net ltd.