![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।
একাকিত্ব
সৈয়দ রাকিব
রৌদ্রময় দুপুরে, মন তোমাকে খুঁজে
তোমায় নিয়ে অানমনে স্বপ্ন দেখে
ছায়ামূর্তিতে চোখের আঙ্গিনায় ভাসে তোমার মায়াবী মুখ
একাকিত্ব ভরা জীবনে এটাই মনে হয়,
বেচে থাকার সুখ
মেঘলা দিনে, বৃষ্টির অপেক্ষায়
চাঁদনী রাতে তাঁরার সাথে
ঘুমহীন চোখে তাকিয়ে অপলকে
খুঁজি তোমায়,খুঁজি ভালোবাসায়
বিকেলের নদী আর ডিঙি নৌকা
দূর পশ্চিম আকাশে রক্তিম সূর্য
আছে সবই শুধু অপেক্ষা তোমারি
তুমি নেই,নেই ভালোলাগা
মন ঝুরে কেবলি হতাসা
পাখিদের কলরব, গোলাপের হাসি
মনে পড়ে সেই স্মৃতি
যখন ছিলে আমারি।
©somewhere in net ltd.