![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।
স্বাধীনতা মানে আমার কাছে
সৈয়দ রাকিব
স্বাধীনতা মানে আমার কাছে
মাতৃভাষা বাংলায় কবিতা লিখা
স্বাধীনতা মানে আমার কাছে
বর্ষার বৃষ্টির মাঝে মনের তৃষ্ণা ভরে ভিজা
স্বাধীনতা মানে আমার কাছে
শরৎ-এর বিকেলে নদীর তীরে একটু ঘোরাফেরা করা
স্বাধীনতা মানে আমার কাছে
ভাবনা দিয়ে স্বপ্নবোনা
স্বাধীনতা মানে আমার কাছে
প্রাণভরে নিশ্বাস নেওয়া
স্বাধীনতা মানে আমার কাছে
প্রিয় স্বদেশ আর তার প্রিয় মানুষদের ভালোবাসা পাওয়া
স্বাধীনতা মানে আমার কাছে
নজরুল, রবি ঠাকুরের গান
যা শুনলে ভরে যায় আমার মন প্রাণ
স্বাধীনতা মানে আমার কাছে
ভোরের পাখির কলরব
স্বাধীনতা মানে আমার কাছে
বিজয়ের জয়গান
স্বাধীনতা আমার কাছে
ভালোবাসা নিয়ে স্পর্শহীন অনুভূতি
স্বাধীনতা মানে আমার কাছে
প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুতি
স্বাধীনতা মানে আমার কাছে
জোসনা একটা রাত
স্বাধীনতা মানে আমার কাছে
চাঁদের কিরণ আর মায়াবী প্রভাত
স্বাধীনতা মানে আমার কাছে
গ্রাম বাংলার ঐতিহ্য
স্বাধীনতা মানে আমার কাছে
দেশ গড়ার সংকল্প
স্বাধীনতা মানে আমার কাছে
গ্রীষ্মের দুপুরে শান্ত দিঘীর মাঝে পানকৌড়ির মাছধরা
স্বাধীনতা মানে আমার কাছে
নিজেকে ছোট করে না দেখা
স্বাধীনতা মানে আমার কাছে
নিজের জন্য লড়াই করা
স্বাধীনতা মানে আমার কাছে
অসৎ পথে না চলার প্রতিজ্ঞা করা।
©somewhere in net ltd.