নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কথা। স্বপ্ন নিয়ে যত ভাবনা হৃদয় দিয়ে সবই অনুভব করতে চাই।

এস রাকিব

ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।

এস রাকিব › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু ----সৈয়দ রাকিব

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

মৃত্যু
(উৎসর্গ সেই বড় ভাইটিকে যে আমাকে নামাজ পড়তে আগ্রহী করেছিলো)
Syed Rakib
মৃত্যু আমায় ডাকছে
নিতে মৃত্যুর স্বাদ
জানিনা,বাকী আছে কত সময়
দিন আর রাত?
এসেছিলাম আমি এই ধারায়,
নিতে আনন্দ, বেদনা
বিরহ, যাতনার
খেয়ালী ভালোবাসার টান
মেঘ থেকে বৃষ্টি, সূর্য থেকে রোদ
অভিমানে, অকারণে
হারায় যদি সুখ
পাইনি কভু কষ্ট
প্রার্থনা করার, অনেক সময় করেছি
ভয় হয়,যদি কেউ ব্যাথা পায়
আমারি ভুলে
ক্ষমা করেছে সে কী
নিজ গুণে
অভিপ্রায় ছিলো আমার
যদি কভু পাই সেই মানুষটির দেখা
হাত-পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবো সেথা
আমি নয় কোনো ফেরেশতা, দেবদূত
আমি মনুষ্য সৃষ্টিকর্তার পরম প্রিয়
জ্ঞান করেছেন আমায় দান
শিখেছি আমি অনেক, দেখেছি পৃথিবীর সৌন্দর্য
খুঁজিনি কে করেছেন সৃষ্টি এ জাহান,
এই আপন হৃদয়, মন
পৃথিবীর নেশা আমার চোখে
করে,লুট মানুষের ধন
করি সম্পত্তির পাহাড়
বুঝতে চাইনা কেউ,বিশ্বাস করি সবাই
চলে যাবো একদিন ছেড়ে এই ধারা
কাটিয়ে সবার প্রিয় মায়া
তখন কি হবে আমার?
সঙ্গে যাবে কে তোমার?
যদি,ভালো কাজ নাই করি,সৎ পথে নাই চলি
কি দিবো জবাব
ছিলোনা তো ইবাদাত করার কিছুরই অভাব
তবে, কেনো বদলাইনি চুরির স্বভাব
ও হে মানব, করো আল্লাহকে ভয়,
মরণ তোমায় ডাকছে, ছড়বেনা পালালে দূর সীমানায়
ক্ষমতা, টাকা,জ্ঞানের অহংকার
কিছুই হবেনা মৃত্যুর পরে সাথী তোমার
মনে রেখো মৃত্যু তোমায় ডাকছে,করতে আলিঙ্গন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.