![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।
তোমায় দিলাম আমার ভালোবাসার নীল আকাশের সবটুকু নীল
Syed Rakib
গল্পটা সেদিনও বহমান ছিলো। সাগরিকা বুকে প্রবল জলরাশির মত ভালোবাসার আকাশটা দূর থেকে দূরান্তে চোখের সীমানা পেরিয়ে কল্পনার স্পর্শহীন স্রোতে ভাসছিলো। নীলাম্বর থেকে নীল এনে আমরা সাজিয়ে ছিলাম আমাদের ভালোবাসার নীলাকাশ। তুমি চাইতেনা কখনো বৃৃষ্টির ধারা নীলাকাশের নীল রংটাকে আড়াল করুক। স্বপ্নের অথৈ জগৎ তুমি বুঝতে না। বুঝতে পাবনে ভেসে চলা খেচরের উদাসী মনটাকে। বৃষ্টির বিরামহীন জলের মাঝে নিজেকে ভিজাতে ঠিকই কিন্তু ভালোবাসাকে ভিজতে দিতেনা। আমি অভিমানী কালো ছায়া থেকে ভালোবাসার দুটি মনের একটি প্রাণ বাচিয়ে রাখতে অকপটে পাড়ি দিয়েছি পাহাড়ের বুক থেকে নেমে আসা ঝর্ণার শেষ সীমানা। ঝর্ণার কাছ থেকে এনেছিলাম বিরামহীন ভালোবাসা,যেটা একেবেঁকে চলা দেশ থেকে দেশান্তের নদীর স্রোতকে বহমান রাখে। রাতের নিস্তব্ধতা আমাদের ভালোবাসায় হয়েছিলো আরে বেশি উচ্ছাসিত। আমি আকাশের বুক থেকে চাঁদনী আর তারাদের মিটিমিটি উজ্জল আলো এনে মনের মাঝে একটি ঘর বানিয়ে ছিলাম। জোনাকিপোকার সেখানে উড়ছিলো, হঠাৎ বৃষ্টির শুরু হয়েছিলো তোমার তৃষ্ণার্ত হৃদয়ে। তুমি স্পর্শের পরশে নীলাকাশ থেকে আনা নীল রং ভিজিয়ে ছিলে আমায়। আমি ফুলের সুভাষিত ফুটন্ত একটা গোলাপের স্পর্শে হারিয়ে যাচ্ছিলাম গোলাপের সৌন্দর্যময় রূপের মাঝে। তোমার আলিঙ্গনে আমার হৃদয়ে ভালোবাসা সপ্তপ্রদীপের মত ডানামেলে আলোকিত করছিলো পাহাড়ের বুক থেকে নেমে আসা ঝর্ণার ধারাকে।
হঠাৎ বৃষ্টির হানা শুরু হলো রাতের মিলিতো আঁধারিকার মাঝে। আকাশের নীল হারিয়ে গেলো কালো মেঘের ছায়ায়।চাঁদনী রাতের ভালোবাসায় অভিমান করলো প্রেম পিয়াসী চাঁদ। হঠাৎ সাগরিকার ভালোবাসা থেকে নিজেকে আড়াল করে লুকিয়ে গেলো অভিমানীর লুকায়িত জগৎ -এ। নীলাকাশের কাছ থেকে নিয়ে আসা ভালোবাসার যে নীল রং-এ আমাকে মাখিয়ে ছিলে বৃষ্টির জলধারা তা নিমিষেই দুয়ে ফেলছিলো। বিশ্বাস করো ভালোবাসার নীল রংটাকে কখনো মন থেকে আড়াল করতে চাইনি। বুঝিনি চাঁদের স্পর্শের কামনা ছিলো নেয়াত সময়ের মোহ।
জেসনা ভরা পূর্ণিমা আবার আসবে চাঁদ তখন ঠিকই নিজের জোসনা সাগরিকাকে আলিঙ্গন করাবে। স্পর্শের পরশে সাগরিকা ও উত্তাল হবে মাতাল ভালোবাসার টানে। আমিও সেই শুভক্ষণের জন্য আবারো আকাশের কাছ থেকে নীল এনে জামা বানিয়ে রেখেছি তোমাকে আলিঙ্গন করাবো বলে।
©somewhere in net ltd.