নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কথা। স্বপ্ন নিয়ে যত ভাবনা হৃদয় দিয়ে সবই অনুভব করতে চাই।

এস রাকিব

ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।

এস রাকিব › বিস্তারিত পোস্টঃ

মনের ঠিকানা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

মনের ঠিকানা
সৈয়দ রাকিব

নিরবে একলা, দাড়িয়ে অন্ধকারে
চোখের অদূরে কত সৌন্দর্য পাইনা কভু দেখিতে
প্রকৃতির নিস্তব্ধতা হৃদয়ে জাগে ভাবনা,
সীমাহীন নীলাম্বুর বুকে জেগে থাকা শত কোটি তারা
নদী কলরবে মনের চিলেকোটায় অভিপ্রায়ের বাসনা
একাকিত্বে ভরা প্রহরে যোজন যোজন যান্ত্রণা
অষ্টপ্রহরে নীড়ে আসে আবার ফিরে।
ভেবেছি উদাসীন মনে, বসে আনমনে
প্রিয় ঠিকানায় চিঠি লিখবো রঙিন খামে
বিরহী মনের খেয়ালী অনুভবে,
কথার ফুলঝুড়ি অসময়ে ঝরে
প্রদীপ্ত অনুরাগে, ইচ্ছের অগচরে বৃষ্টি নেমে পড়ে,
অনুভূতির নীলে, নিরবে গভীরে হারিয়েছি নিজেকে যতবার,
সুখের আকাশে মেঘ জমেছে ঠিক ততবার
কোথায় যেন শূণ্যতা, কিভাবে পাব প্রিয় ঠিকানা
খুঁজিতে খুঁজিতে আজ আমি বড় ক্লান্ত
উপন্যাসে,কবিতা, গল্পে রঙিন একটা ভুবন
পড়িতে পড়িতে খুঁজেছি মরীচিকার আবরনী সুপ্ত
অনুরাগী ইচ্ছা প্রবৃত্তির ক্ষণে, লিখেছি ভাবনার নীড়ে কবিতা,গল্প
দিবসে লাগে বড় একাকি একলা,
সবটুকু অর্জন যেন বিসর্জন হয়ে যায়,
থেকে থেকে পিছুটান স্মৃতির গহীনে ভালোলাগা কেড়ে নেয়
তবো খেয়ালী স্রোতে জোয়ার আসে আবার,
সুখের ঠিকানা পেতে হৃদয়ে উঠে উচ্ছাস।
---------------------
২৭-০৯-২০১৮
বরিশাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.