নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কথা। স্বপ্ন নিয়ে যত ভাবনা হৃদয় দিয়ে সবই অনুভব করতে চাই।

এস রাকিব

ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।

এস রাকিব › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

স্বাধীনতা
সৈয়দ রাকিব

শুনি লোকের মুখে মুখে স্বাধীনতা,
আমার নাকি স্বাধীন দেশের বাসিন্দা
মুক্তচিন্তার স্বাধীনতা, মতপ্রকাশের ক্ষমতা
কোথাও খুঁজে পাইনা ৭১এর চেতনা
পরাধীন দেশেও থাকে ভোটের অধিকার,
শান্ত পরিবেশে ভোট দেয় দেশের জনগণ
গিয়াছিলাম এক বার ভোটকেন্দ্রে,
আশা ছিলো ভোট দিবে প্রথম বারের মত করে
স্বাধীনতা শুনেছি, দেখিনি চোখে,
ভোট দিতে গিয়ে শুনি ভোট দেওয়া হয়ে গেছে।

স্বাধীনতা পড়েছি বই-এর পাতায় পাতায়,
পাকিস্তানীদের বর্বরতা থেকে মুক্তি পেতে করেছে মুক্তিযোদ্ধারা লড়াই
ছিনিয়ে এনেছে স্বপ্নময়ী নতুন অভ্যুদয়,
কোটা নিয়ে বৈষম্য, কিছু মানুষ এখনো পরাধীন হয়ে রয়
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বই -এ দেখি,
দেশের আইনের নির্লজ্জতা,
ক্ষমতাশালী ব্যাক্তিদের ইশারায় হয়, কত বড় নির্মমতা
কোথায় বলো স্বাধীনতা, কে দেখাবে আমায়
ব্যাংকে রাখলে স্বর্ণ তামা হয়ে যায়
সত্যিকথা আজ বলতে গেলে ভয়ে কাঁপে শরীর,
শিশুদের দাবী নিরাপদ সড়ক চাই,
শরীর থেকে অনেকের জীবন হয়েছে নাই।

মেধা দিয়ে হয়না চাকুরী, দলে চাকুরী হয়
লাখ লাখ টাকা দিয়ে সার্টিফিকেট হীনরা মর্যাদাবান পদ পায়
কোথায় বলো স্বাধীনতা, দেখতে সে কেমন?
সে কি তবে রং বর্ণহীন।
শিক্ষা দিয়ে জুটেনা ভিক্ষা,
বেকারদের দিয়ে অর্জন করে শত কোটি টাকা
যদি স্বাধীনতা এমনি হয়, কি দরকার ভাই
বাস্তব চিত্র তুলে ধরলে নিউজ পেপার, টিভি চ্যানেলের বৈধতা আর নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.