নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কথা। স্বপ্ন নিয়ে যত ভাবনা হৃদয় দিয়ে সবই অনুভব করতে চাই।

এস রাকিব

ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।

এস রাকিব › বিস্তারিত পোস্টঃ

পেয়ে হারানো একমুঠো সুখ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১২

পেয়ে হারানো একমুঠো সুখ
সৈয়দ রাকি

কিছু হতাসার টান, কিছু আবার ব্যর্থতার নিবারণ
কুঁড়িয়ে পাওয়া সময়ের অস্ফটিত প্রহসন,
যেন পুলকিত হৃদয়ে মাঝে এনেছিল খুশির জোয়ার
পাশাপাশি বসে পলকহীন ভাবে তাকিয়ে,
তৃষ্ণার্ত মনে সুরের ছোঁয়ায়,
খুঁজে পেয়েছিলাম মায়ার চিঠি
নির্ঘুম রাত জুড়ে কত অনুভূতি কড়ানাড়ে ছিলো,
কত অভিপ্রায়ে স্বপ্নে এসে ছিলে
হঠাৎ দেখা হলে বলবো মনেরই কথা,
তবো যতবার দেখা হয়েছে যেনেছি অল্প অল্প করে,
কলমের আলিঙ্গনে সাজনো বর্ণমালায় শত অনুভূতির আলপনায়,
এঁকে মনের লুকানো আবেগ, ভেবে ছিলাম তোমায় ভিজাবো।

আজ আবার হারিয়ে গেছ,এসেছিলে যেমনি করে
হয়তো দেখা আর হবেনা, কভু ভুল করে
সময়ের টানে শূণ্যতা আসে প্রাণে,
মৃত কথার রঙিন ভুবনে খুঁজে নিতে চাই মনে মনে
কফির চুমুকে নির্বাক চোখে রাত্রী নিজুমে,
চাঁদনী পূর্ণিমায় হৃদয় সাজেনা,
অপরূপা সেই তুমি শেষ বেলায় কেন কিছু বললেনা
এক গুচ্ছ ফুলের মাঝে লাল টকটকে গোলাপ,
ডায়েরীর প্রতিটা পাতায় পাতায় ভাবনার স্মৃতিকথা,
ইচ্ছে ছিলো দিবো তোমায়,বলবো ভালোবাসি
কিছুই হলোনা, সবই এলোমেলো
শুধু শুধুই পিছুটান বেড়ে চললো
সত্যি বলছি ভুলে যাবনা, হয়তো চাইলেও পারবনা,
খেয়ালী অনুভূতির সুখের মাঝে আসবে ফিরে তুমি
তোমার পথ চেয়ে চেয়ে প্রহরগুণবো সারাটি জীবন ধরে আমি।
-------------------------------------------
২২-০৯-২০১৮
লেক ভিউ,
বরিশাল।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.