নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কথা। স্বপ্ন নিয়ে যত ভাবনা হৃদয় দিয়ে সবই অনুভব করতে চাই।

এস রাকিব

ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।

এস রাকিব › বিস্তারিত পোস্টঃ

দুকাপ কফির আড্ডা /সৈয়দ রাকিব

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৮

দুকাপ কফির আড্ডা
সৈয়দ রাকিব


ঘনীভূত আঁধারে দুজন দুধারে
নিঃসঙ্গ দুজনার দুটি মনে আঁধার কালো স্বপ্নরা খেলা করে,
মেঘে ঢাকা কল্পনায় আসেনা ভালো লাগার প্রহর
নিরবতা গান করে নিস্তব্ধতার আয়োজনে
সীমাহীন স্রোতের টানে স্মৃতির হারানো অতিতে
দুচোখ জুড়ে অশ্রুকণা ঝরে পরে
শান্ত স্নিগ্ধ তারায় ভরা আকাশে,
জোসনার রঙে রঙিন হয়না দুটি অবুজ মন
দুকাপ কফি নিয়ে ছেলেটা আজও বসে থাকে,
একসময় ফুটন্ত জলে উড়েনা আর ধোঁয়া
জোনাকিপোকার বিচরণে মনের নীড়ে বাড়ে যন্ত্রণা
ছেলেটি চাইলেও মুখ দিতে পারেনা কফির কাপে
বিষন্নতা ঘীরে ধরা প্রবাহে অধরাই পরে রয়
তবুও ছেলেটি রোজই কফি নিয়ে বসে থাকে,
একাকি আকাশ দেখে,দুচোখ দিয়ে অশ্রু ঝরায়
তৃষ্ণা বাড়িয়ে স্মৃতির ঠিকানায় নিজেকে লিখে
আর একাকি রাত জাগে।
চাইলেও ঘুম নামেনা তার পাড়ায়,
শতদল স্বপ্নের আহমিকা খুঁজে ফিরে অতিতকেই
মনের ক্যানভাসে অংকিত জীবনের টান
যেন থেকে যায় বার বার
অনেক কথার সমারোহে ভাবুক কথামালা,
ডায়েরীর পাতায় প্রতিদিনই লিখে যায় নিজের যন্ত্রণা
প্রার্থনা শরীরের প্রতিটা অঙ্গে অঙ্গে,
সে যেন আসে আর একটি বার ফিরে।
দুকাপ কফির আড্ডায়,দুজনার ভাবনায়
আবারো আকাশ দেখবো, একসাথে তারা গুনবো
নতুন একটা সকাল আনবো
যদি পারো নতুন করে ভেবে দেখো
ছেলেটির চাওয়া থেকে যায় অধরা
রাত বাড়ে, বাড়ে কিছু স্পর্শহীন শূণ্যতা
তবু থেকে যায় কিছু আশা,
অপেক্ষা মনেই হয়তো ভালোবাসা।
-------------------♥♥♥♥----------
০৪-১০-২০১৮
নিজ ড্রইং রুম
নলছিটি, ঝালকাঠি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

এস রাকিব বলেছেন: hmm

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.