![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।
আবার আসিও ফিরে
সৈয়দ রাকিব
গ্রীষ্মের প্রচণ্ড তাপদহনে বিরক্তি যেন শরীর জুড়ে,
শান্ত রুম,লোকারণ্য প্রান্তরে ঝরে পরে অগ্নিশিখা
শীতাতপনিয়ন্ত্রিত বদ্ধ কুটিরে ছুঁয়ে যায় একটু ভালোলাগা
প্রশান্তির আবেশ প্রতিটা দেহ জুড়ে খুঁজে সজীবতা,
নদী পটে প্রবহমান বাতাসের সুরে সুখটুকু আসে যেন ফিরে।
মাঠঘাট ফোঁটে চৌচির, খালবিল, নদীনালা যায় শুকিয়ে
সবুজে ঘেরা গাছের সাড়ি হলুদে হয় রয়,
কোথাও আবার পাতা বিহীন গাছগুলো নির্জীব দাড়িয়ে রয়
মাথার উপরে সূর্যের রক্তিম রশ্মি, অগ্নিদাহ ঝরে
উড়ে চলা পাখিগুলো আসেনা নীড়ে
উদাসীন মনে কবি তাকিয়ে অপলকে,
ভাবে সীমাহীন ভাবনা, কে দিবে এনে শরীরে শান্তনা
পশ্চিশ গগনে ছিন্নবিচ্ছিন্ন মেঘ,করে ছুটাছুটি
প্রকৃতির আয়োজনে জীব দেহে আসে স্বপ্নীল বার্তা
আম,জাম,কাঠাল কত ফলের সমারোহ,
তীব্র তাপদহনে পেঁকে ঘ্রাণ নাকে আসে
বিষণ্ণ মনে ভালোলাগা খুঁজে।
প্রার্থনা বর্ষার ঝর্ণাধারার পানে
সূর্যের তাপদৃষ্টি কমিয়ে জলধর জল দেয় ছেড়ে
ঝরে বিরামহীন টুপটাপ অভিরাম
কবি আবার কবিতা লিখে, মনের খেয়ালী আবেগে
প্রকৃতির সৌন্দর্যে মনোমুগ্ধকর নিশিত,
শুকনো মাঠঘাট, খালবিল, নদীনালা
ওঠে আবার জলে ভরপুর হয়ে
ছড়ানো ছিটানো গাছগুলো সবুজে সবুজ হয়ে যায়,
বর্ষার ফুল কদম,বকুলে মন রঙিন হয়
চিঠি লিখে বিরহী মনে, আবার আসিও ফিরে
তোমায় ঘীরে সাজাবো নববধূকে।
নব নব বাসনা, ইচ্ছের আলপনায় সজ্জিত প্রহর
ভালোবাসার মিলনে নিস্তব্ধ নীলা
হাসিটুকু অম্লান শরীরের যন্ত্রণার অবসানে
কোথাও স্মৃতির নিমজ্জিত সুদীপ্ত আবারণে,
ভালোলাগায় বর্ষা হৃদয় জুড়ে মিশে থাকে।
--------------------------------
২৮-০৯-২০১৮
নলছিটি
©somewhere in net ltd.