![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।
বর্ষার চিঠি
সৈয়দ রাকিব
প্রিয়,আগের মত চিঠি লিখা হয়না। মনের রাজ্যে জামানো কথাগুলো লিখার মাঝে বন্দি করা হয়না। সেইতো চলে গেলে জীবনের কতগুলো বছর। ভার্চুয়াল যুগের নতুনত্বে মিশে আমরা একে অপরের প্রতি ভালোবাসার টান অনেকটাই অনুভব করিনা। আজ অনেক দিন পরে (এক বছর) তোমায় কিছু লিখতে বসলাম। জানিনা মনের কথাগুলো পাণ্ডুলিপির শব্দে শব্দে তোমার মনে ছবি অংকন করবে কিনা। তবে হ্যা! চেষ্টা তো করতে পারি।
বহুদিন হয়ে গেছে, একসাথে রাত দেখিনা। একসাথে নদী তটে বিকেলগুলো অতিক্রম করিনা। পুরনো দিনের স্মৃতিগুলো আজও অম্লান মন পাড়ায়। পাখিদের কলরবে মুখরিত লোকারণ্যহীন প্রান্তরে সবুজ অরণ্যে খুঁজে পাওয়া সুখের লীলাভূমি এখনো তোমায় স্মরণ করি।
দেখতে দেখতে অনেকগুলো বর্ষা চলে গেলো। বর্ষা ছিলো তোমার প্রিয় একটা ঋতু। কত খেয়ালী পাগলামি ছিলো এই বর্ষাকে ঘীরে।
তোমার সর্বশেষ চিঠিতে বলেছিলে হারানো একটা বর্ষার কথা। বেশ অনেক বার পড়েছি। ভালোবাসায় জড়ানো শব্দমালা আমাকে নিয়ে গেছিলো সোনালী অতিতে।
মনে আছে সেই দ্বিপ্রহরে হঠাৎ বৃষ্টির আগমনের কথা। তুমি ছিলে চঞ্চলা। বৃষ্টিকে পেয়ে নিজেকে সপে দিয়েছিলে সুখের নীড়ে। আমি নির্বাক চোখে তাকিয়ে দেখছিলাম তোমার ইচ্ছেপনা। কত সজীবতার সেই অম্লান হাসি। এখনো মনে পড়ে।
কলেজ থেকে ফেরার পথে যানবাহনহীন সড়কে শুধুই নিরবতা। শুধুই টুপটাপ শব্দে মুখরিত চারিপাশ। কোথাও কোন মানুষ নেই। একান্ত নিরবতা। তুমি বাহানা করেছিলে, চলেনা ভিজি আজ দুজন এক সাথে।
না করতে পারিনি। তোমার মনের আলপনায় নিজেকে রাঙিয়ে ছিলাম। ভেজা ভেজা তোমার শরীরে যেন সুখের পরশে আমাকে টানছিলো। হঠাৎ তোমার বুকে আমাকে জড়িয়ে আমার অভিপ্রায়টুকু করেছিলে পূর্ণ। কত কবিতা লিখতে পরিমার্জিত ভাষায় কতগুলো শব্দের সংমিশ্রণে। পড়তে পড়তে আমি বিভোর হয়ে তোমাকেই মিশে যেতাম।
একবার তুমি খুব ছেলেমানুষি করেছিলে রাত কাটাবে আমার সাথে, করে দিবে আমার স্বপ্নগুলো পুরণ। আমি প্রশ্রয় দেয়নি। বর্ষার রাতে সত্যিই সেদিন আমার মনও তোমাকে খুব চেয়েছিলো। একসাথে রাতভর গল্প করবো, তোমায় ছুঁয়ে রঙিন করে দিবো স্বপ্নের ঠিকানা। ছন্নছাড়া জীবনে তোমার এবং আমার ভালোবাসা ছিল পরম পবিত্র।
এইতো কিছুদিন পূর্বে চলে গেলো বর্ষা। আগামন করলো শীত।
ভীষণ মনে পড়েছে তোমায়। তোমার লিখা বর্ষার উচ্ছালতায় কবিতার চরণে চরণে তোমায় পাশে পেয়েছি। অনুভবে কিছু কথামালা খেলা করছিলো আমার আকাশে। কিছু কথা রেখেছি বন্দি করে ডায়েরীর শূণ্য পাতায়।
তোমায় কি এখন আর বর্ষার মায়া স্পর্শ করেনা?
নাকি ভুলে গেছ অতিতের খেয়ালীপনা।
হয়তোবা এখনো মনপাড়ায় অমলিন শুধুই ভাবনা হয়না। ভাবনা দিয়ে শ্রাবণ দিনে লিখনা কোন কবিতা। তবে জীবন সুখের পাতায় পাতায় তোমার মায়ায় কবিতার চরণে চরণে এখনো খুঁজি সুসিদ্ধ ভালোবাসা।
বেশ অনেকদিন ড্রইং রুমে বসে নির্বাক ভাবে তাকিয়ে দেখেছি ফোটা ফোটা জলরাশি। টুপটাপ শব্দে মাটিতে পরে জলের স্রোত তৈরি করে। তোমার প্রিয় ফুল কদমের অগুনিত সমারোহ ছিলো চোখের আঙিনায়। সত্যিই তোমার মতই সুন্দর কদমের বৃষ্টি ভেজা হাসি।
তবে হ্যা! প্লিজ আবার বর্ষা এলে তোমার শহরে ভিজো। লিখো কিছু কথামালা আমাকে ঘীরে। পাঠিয়ে দিয়ো চেনা ঠিকানায়।
ইতি
বর্ষা প্রিয় তোমার মনের আলপনা
©somewhere in net ltd.