![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।
ভাবনার পৃথিবী
সৈয়দ রাকিব
আসেনা যখন মনে ভাবনার পৃথিবী,
নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকি
বিষন্ন মনে, একাকি ক্ষণে
অশ্রু ঝরে নির্বোধ দুচোখে
স্মৃতির পটে আঁকা মেঘমালা,
অনির্বাণ শুধুই কল্পনার নিমজ্জিতা
ভালোবাসা সেতো তোমার মায়া,
রাতভর ভাবনায় হারিয়ে খোঁজা
সেই বৃষ্টি ভেজা ক্ষণে চায়ের চুমুকে,
তৃষ্ণার্ত আবেগে প্রলয় শিখা
নদী প্রবাহে মৃদু আলিঙ্গনে কিছু কথা হয়েছিলো জমা।
রাত্রী নিরবতা,কত খেয়ালী শূণ্যতা
তুমি বলেছিলে এনে দিবে পূর্ণতা
সময় সেতো আসেনা ফিরে,
স্মৃতির আবেশে খেলা করে
তুমি সেই কখনো ভালোবাসোনি
করেছ মিথ্যে প্রতারণা,
দিয়েছ একবুক যান্ত্রণা।
পুরানো চিঠিগুলোর বর্ণমালা,ভালোবাসার শত কথামালায়
পাখির ডানায় উড়িয়েছিলে স্বপ্নের ঠিকানা
নিজুম দুপুরে, পরন্ত বিকেলে
দুজনার কত আলাপন জানেনা তো কেউ
সেই উদাসীন মনে, সন্ধার ক্ষণে
কবিতার চরণে লিখা ভালোবাসা
হারিয়ে গেছে কোথায় যেনো দূর সুদূরে
হয়তো আসবেনা ফিরে আর কখনো।
ভোরের পাখি যায় উড়ে,সন্ধা হলে আসে নীড়ে ফিরে
কত চিঠি লিখেছি, কত প্রার্থনা করেছি
তুমি সেই আসোনি ফিরে
দিনগুলো চলে যাবে এমনি,
পড়বেনা মনে অতিতের স্মৃতি
কখনো যদি মনে হয় ভুল ছিলো আমার,
মৃত শরীরে করো যতখুশি আঘাত।
©somewhere in net ltd.