![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।
সুখের নির্জীব মেঘমালা
সৈয়দ রাকিব
গভীর রাত নিস্তব্ধ প্রকৃতি,
ঝিরিঝিরি নির্মল বাতসে উদাসীন চিঠি
কোথাও দেয়ালে অংকিত পলকের স্পর্শে ছুঁয়ে যায় মনের অধরা
নির্বাক স্বপ্নের খেয়ালী স্রোতে ভাবনায় বিভোর কিছু নিরবতা,
চিলেকোটার মায়ামী চাঁদনী পূর্ণিমায় গহীনের মৃদু মৃদু আশা
অপলকে চেয়ে সীমাহীন প্রান্তরে ঝরে পড়ছে কিছু আলপনা
শব্দহীন তেপান্তর জুড়ে ডানাভাঙা পাখির উচ্ছলাতা
নিশ্চুপ আধাঁরে বেড়ে চলে কিছু খেয়ালী তৃষ্ণা
মায়াবী স্বপ্নলোকে জীবনের ছন্দে চলে হাহাকার
সুখের অভিপ্রায়টুকু ভরসা এনে দেয়,
কিছু হারানোর যান্ত্রণা তবো কুঁড়েকুঁড়ে খায়
সাজানো দুনয়নে কত ভালোলাগার ছবি,
দিবসে যেন রাঙিয়েছিল মনের পরিপাটি
মেঘলা আকাশে আচমকা বৃষ্টি নেমে আসে,
বিরহী ভাঙ্গনে ক্ষতবিক্ষত হয় হিমালয়
তবো কোন এক হারানো স্মৃতির পানে বিষন্নতা ছুঁয়ে যায়,
বালিশ ভিজে ক্লান্ত হয় নির্বাত ব্যাথা
এ আমার জীবনের অধ্যায়ের কোন এক স্মৃতির কল্পনা,
সবটুকু সুখের নির্জীব মেঘমালা।
----------------------------
৩০-০৯-২০১৮
আলেকান্দা,
বরিশাল।
©somewhere in net ltd.