![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।
সন্ধার শেষ সন্ধিক্ষণে
সৈয়দ রাকিব
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
নীলাম্বুর নীলে ডানামেলে উড়ে ফিরে আসে ভোরের পাখি,
কলরবে মুখরিত দিনের শেষ প্রহর
নদী তটে মিলিয়ে শেষ বিকেলের নীলিমা,
প্রকৃতির রূপমায়ায় পড়ে কবিতা লিখে বিরহী মনে
শান্ত শান্ত হাওয়ার স্পর্শে শরীরে কোমলতা,
যেন শরৎ এর কাঁশফুলের একটু ছোঁয়া
নিভু নিভু সূর্যের শেষ লগ্নের আভা মিশে যায় প্রকৃতির পানে,
গাছে গাছে সবুজে বর্ণিল রং ধরে।
সন্ধার শেষ সন্ধিক্ষণে,
যখন রাত নামবে একটু পড়ে
সন্ধা তারারা অশ্রু জমিয়ে মিটিমিটি করে জ্বলে
প্রন্তজুড়ে ছড়িয়ে পড়ে নিশ্চুপ নিরবতা,
আমি নির্বাকে পলকহীনভাবে তাকিয়ে,
খুঁজি সাদা-কালো মেঘেরা ছন্নছাড়া পটভূমি
সেথায় আবার চাঁদনী জোসনায় রূপনেয়
হৃদয়ে লিখে ভালোলাগার চিঠি।
চেয়ে দেখি অদূরে মাঠের সবুজ ঘাসে জোনাকিপোকারা উজ্জল আলো জ্বালে,
সন্ধার শেষ সন্ধিক্ষণে।
এই বাংলার মায়ায় পড়ে ঘরে ফিরেনা মন
নদী গর্ভে মাছ ধরার মাঝে জেলে গায় গান
রূপালী ইলিশ, সুর্মা আরো কত মাছ।
বিভোর নয়নে থাকেনা কোন শূন্যতা,
গ্রামবাংলার সজীবতায় প্রফুল্লিত হয়ে উঠে ভালোলাগার চিলেকোটা।
-⊱⊰-⊱⊰-⊱⊰-⊱⊰-⊱⊰-⊱⊰-⊱⊰-⊱⊰-⊱⊰-⊱
৩১শে নভেম্বর ২০১৮
©somewhere in net ltd.