নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কথা। স্বপ্ন নিয়ে যত ভাবনা হৃদয় দিয়ে সবই অনুভব করতে চাই।

এস রাকিব

ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।

এস রাকিব › বিস্তারিত পোস্টঃ

অভিমানের ছোঁয়া

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

অভিমানের ছোঁয়া
-সৈয়দ রাকিব

নিষ্ফলা মনের জমিনে অনুভূতির চাষাবাদ,
রংধনুর সাত রঙে হৃদয় সাজে অপরূপ,
মেঘের ঘনঘটায় অশ্রু ঝরে চোখে
অভিমানে পাথর চাপে ধরে বুকে।
অল্প অল্প করে জীবনে স্রোত আসে,
ভালোলাগায় ছুঁয়ে যায় নীলাকাশ
হৃদয়ের অনুকাব্য জুড়ে স্মৃতির সমুদ্রর
উদাসীন কত চিঠি লিখে অধরা,
তাহার নামে করে বন্দনা
ভুলের পরিণামে কষ্ট পেতে হয়,
নির্ভুল কাজে তবো কেনো হৃদয় ক্ষতবিক্ষত হয়
অভিমানে স্বপ্ন ধূলায় উড়ে যায়,
অনির্বাণ একাকিত্ব পাগল করে দেয়।
মৃত্যু হরিণী চোখে অশ্রু আসেনা,
শেষ বিকেলের আবেগটুকু পিছু ছাড়েনা
অবেলার মায়ায় কবিতা লিখে যায়
নির্বাসিত তাঁর অনুরাধা সুভাষিত মায়াজালে।
অবহেলিত জীবনের ইতিবৃত্তের ঘটেনা মরণ,
ক্ষণে ক্ষণে মনে পড়ে ভালোলাগার ছন্দপতন
ফুলগুলো ফুটে ঐ অরণ্যে, গভীর মিলনে
কিছু ফুলের যন্ত্রণা তবু থেকে যায় কলি
অপরিপূর্ণ দেহে গন্ধ ছড়ায় দিবানিশি।
আমি অবহেলিত পুষ্পবৃষ্টি,
মরুময় বালুচরে
খুঁজেনা কেউ ভালোবাসার নজরে,
অভিমান আসে, আসে বিরহ
নির্মেঘ প্রবাহে জ্বলে পুরে মরে নিজেরই সুভাষে।


https://www.bangla-kobita.com/syedrakib/ovimaner-sowa/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.