![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারণ একজন মানুষ ,তবে অসাধারণ কিছু করার বিশ্বাস আছে আমার ঃ
আমি কামলা ছেড়ি দেইখ্যা কী আমার খিদা লাগে না
আমারে দুই দিন ধইরা খাওন দেয় না মালিহে।ঘর ঝাড়ু দিওনের সমঅও হেতের একখানা ফুলদানি ভাঙাইলছি দেইখ্যা কি মাইরডাইনা আমারে দিলো। আমি গরীব ছোট মাইয়া কইয়া আমারে এইবা মারবো, আফনেই কন ভাই? আফনে তো পড়ালেহা জানুন, আফনেই কন।
হেতের বউয়ে কইছিন তিনদিন খাওন দিতো না, আন্নের মায়ের বুগূলো আই তাই কিছু খাওনের লেইগা। যদি জাইন্না যায় আফনের মায়ে আমারে খাওন দিছে তাইলে আরো চেতবো! তাই লুহাইয়া আইছি।
(চোখ মুছতে মুছতে ) আজকা সকালে হেতেগর তিনহান ইস্টি আইছিলো, হেতেরা সবকিছু খাইবার পাইছেনা সকালে, কেল্লেইগা এতো খাওন আনলো। না পাইরা শেষে খাওন গুলা আমারে দিয়া ময়লাত ফালাইলো, আমারে খাইবার দিলো না। আমি কামলা ছেড়ি দেইখ্যা কী আমার খিদা লাগে না? ও ভাই? খিদা আন্নের ও লাগে, আমারো লাগে, হেতেগর ও লাগে! তাইলে আমি কেল্লিগা না খাইয়া থাকবাম। আমি গরীব এল্লেইগা?
(চার -পাঁচ মাস আগে এভাবেই পাশের বাসার এক পিচ্চি কাজের মেয়ে কেঁদেকেঁদে কথা গুলো আমাকে বলেছিলো, আমি শুধু শুনেছি। নির্বাক হয়ে শুনেছি, কাদতেঁ পারিনি, কিছু করতেও পারিনি)
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩২
ফেরদৌসা রুহী বলেছেন: কাজের লোকের সাথে ভাল ব্যবহার করতে হয়, নিজেরা যা খায় তাই দিতে হয়। এসবও বুঝেনা কিছু অমানুষ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫
শেখ হাসনাত জামান শুভ্র বলেছেন: দেখে যাই কিন্তু কিছু করতে পারিনা ,মনে হয় নিজেকে আরো বড় অসহায়
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন:
এদের পড়ালেখা করায়ে, পুতুল, আমাডের স্পীকার, বা ড: কামাল হোসেনের মেয়ের মতো করুন; এরা জাতিকে উপরে নিয়ে যাবে; এদের ক্রীতদাসী বানায়ে সরকার ও অনেক পরিবার অপরাধ করছে।
এদের পড়ানোর মত সম্পদ জাতির আছে।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮
পিচ্চি হুজুর বলেছেন: কাজের লোকের সাথে ভাল ব্যবহার করতে হয়, নিজেরা যা খায় তাই দিতে হয়। এসবও বুঝেনা কিছু অমানুষ
কিছু না এইরকম অধিকাংশ। মাঝে মাঝে যখন নিজেরই ক্ষিদা লাগে মাথা ঘুরাইয়া উঠে খাইতে একটু দেরী হলে আর এইটুকু ছোট ছোট বাচ্চাদের সাথে এরা জানোয়ার এর মত আচরণ করে।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১০
রক্তিম দিগন্ত বলেছেন: আমি কামলা ছেড়ি দেইখ্যা কী আমার খিদা লাগে না?
এই শিরোনাম আর ছবি দেখেই তো বুকে মোচড় দিল।
সমাজে এই ধরণের পাষাণ মনের মানুষ কিভাবে বাস করে আমি বুঝতে পারি না। এতটা খারাপ হওয়া যায় নাকি?
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
নিশাকর বলেছেন: সকাল সকাল মনটাই নস্ট কইরা দিলেন
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৬
শেখ হাসনাত জামান শুভ্র বলেছেন: বাস্তবতা এমনি!
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৬
শেখ হাসনাত জামান শুভ্র বলেছেন: সত্য ছিলো ঘটনাটি |হয়তো আপনার আশেপাশেও এমন আছে !!!