নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার ভুবনে স্বাগতম

শেখ হাসনাত জামান শুভ্র

আমি সাধারণ একজন মানুষ ,তবে অসাধারণ কিছু করার বিশ্বাস আছে আমার ঃ

শেখ হাসনাত জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

শীত কী শুধু আমাদেরই অনুভব হয়?

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩২

শীত কী খুব বেশি লাগছে ইদানিং?
অনেকেই বলবে বিরাট শীত পড়েছে! শীতের কাপড় ২টা করে লাগছে একসাথে। ইত্যাদি কথা।
আমার ধারনা এমনই ছিলো। কিন্তু কিছুদিন আগে তিস্তা এক্সপ্রেস এ করে ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে, ট্রেন তখন এয়ারপোর্ট স্টেশন এ ঢুকছে। আমি একটি বিষয় দেখে বিচলিত হয়ে গেলাম। প্লাটফর্ম থেকে সামান্য দূরে ঘুমোচ্ছে দুই মধ্যবয়স্ক যুবক। হাতটা ঢেকে রেখেছে মাথা দিয়ে, মূলত হাতই তার বালিশের কাজ করছে। যতটুকু বুঝলাম ডজনখানেক তালি দেয়া একটা ছেড়া ফুটো পাতলা চাদর ছাড়া তাদের একজনের গায়ে আর কিছুই ছিলো না! কোমড়ের নিচ থেকে একটা পাজামা শুধু আছে। কনকনে শীত ছিলো সেই দিনটি। আমি নিজের পড়নের স্যুট টার দিকে তাকালাম, পাশে বসে থাকা এক আংকেলের দিকে তাকালাম জ্যাকেট পড়া। আবার সেই ঘুমন্ত ব্যক্তির দিকে তাকালাম, ট্রেন টি আস্তে আস্তে চলতে শুরু করলো।ঠান্ডা বাতাস লাগতে থাকলো, কিছুক্ষণ ভাবলাম কিন্তু কোনো উপায় পেলাম না। এভাবেই সবকিছু হারিয়ে যায়, ধীরে ধীরে ট্রেনের মতো ছেড়ে চলে যায়, নজরের অতীত হয়ে যায়।

ফেসবুক পেজ এ দেখুন !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.