![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারণ একজন মানুষ ,তবে অসাধারণ কিছু করার বিশ্বাস আছে আমার ঃ
আমি জানি সব সত্য
সব না বলা কথা ,লুকানো
আছে সব নিভৃত কোণে
আমি পারি খেপে গিয়ে, দিতে
এক জোড়ে হুংকার।
কিন্তু আমি নিরবতা ভালোবাসি
সব জেনে শুনে আছি বসে তাই
দেবো না কোনো অংশ, নেবো না
আশা তাই যতোটুকু পাই।
আড়াল হোক, হোক প্রতিচ্ছবি
জানি স্পন্দন নাড়ির কোথায়
কোন পথে পড়ছে কদম
দমের গরম ধাক্কা পড়ছে সেথায়।
আমি জানি করতে অভিনয়, আনতে প্রলয়
আমি পারি হতে অবুঝ, সত্যের সদয়।
শোষণ করার ক্ষমতা তবুও শোষিত হতে মজা
কারন খেলায় জয় জেনেও, পাচ্ছে নিজেই সাজা
নাটকীয়তার অবসান হবে কোথায়? আছে জানা
করতে শুরু সেখান থেকে নতুন ভাষ্য রচনা।
পারি দিতে নতুন জন্ম,পারি দিতে বলি
এলে নতুন ঝড়, সুসময়ে হনন করে দেবো হাততালি
https://www.facebook.com/tRinolata.official
©somewhere in net ltd.