নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কী বলা যেতে পারে? এ তো বড় চিন্তার বিষয়।

দ্য ইলিউশনিস্ট

তা্হসিন কামাল। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/tahsin4444

দ্য ইলিউশনিস্ট › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুভয়

১২ ই জুন, ২০১৭ ভোর ৬:৪৯


মৃত্যুভয়টা মানুষের জীবনে ঠিক কোন সময়ে আসে? ব্যাপারটা তো এমন না যে হুট করেই একটা মানুষের এমন হলো; সে ঘুমাতেই ভয় পাচ্ছে, যদি ঘুম থেকে উঠে তার আর পৃথিবীটা দেখা সুযোগ না হয়! নিশ্চয় এরকম হবে না। ব্যাপারটা আস্তে ধীরে আসে বটে তবে গ্রাস করে হুট করে। হঠাৎ মনে হবে; কেন করছি এত কিছু, কিসের এত মোহ, আমি তো সবকিছু ছেড়ে চলে যাবো।

সাংঘাতিক একটা ব্যাপার গভীর ভাবে ভেবে দেখলে। মানুষ কেন যা কিছু ভয় পায় তার গভীরে যেতে চায় না? পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটাও কি মৃত্যুকে ভয় পায়? কখন আসে এই মৃত্যু ভয়? কোন বয়সে? ১৯ বছর? নাকি ৬০? কেন আসে? দীর্ঘস্থায়ী হয় এইসব চিন্তাভাবনা? চলে গেলেও কত সময় পর যায়?

আমি কি এখন এই মৃত্যু ভয় নামক রোগে আক্রান্ত? মৃত্যু খুব স্বাভাবিক একটা প্রোসেস। আমরা এসেছি, চলেও যাবো। কাছের মানুষ গুলো হয়তো একটু কষ্ট পাবে, একটা সময় ঠিক হয়ে যাবে। কিন্তু এই কঠিন সত্য নাহয় নাই বা মানতে পারলাম, তবে ভয় কেন? ব্যাপারটা কি এই ভীষণ সুন্দর মানব জীবনের মায়ায় কিংবা পৃথিবীর মোহে হয়? নাকি পরকালে যে জীবনের মুখোমুখি হবো তা ঠিক কেমন হবে এই অনিশ্চয়তায়? কেন মৃত্যু এতটা ভয়ংকর?

যা আমার মূল কর্তব্য, যার জন্য পৃথিবীতে আসা, তাই করতে ব্যর্থ হচ্ছি প্রতিনিয়ত এবং যা করা উচিৎ নয় তাই করে যাচ্ছি, এজন্যই কী ভয়টা কাজ করে? আমি বোধহয় স্পষ্ট করে কিছু না বললেও হালকা ধরতে পেরেছি ব্যাপারটা।

মানুষের আফসোস করার মতো অনেক গুলো ব্যাপারের একটি হলো, সে কখনো জানতে পারে না মৃত্যুর পর কে তার জন্য ঠিক কত ফোটা চোখের জল ফেলেছে। আমার মৃত্যুর পর মানুষজন কী করবে জানতে ইচ্ছে করে মাঝেমাঝে। যারা কখনো আমার একটু খোঁজ খবর নেই নি, আমি কেমন আছি তাও জিজ্ঞেস করার সময় হয়নি যাদের তাদের অনেকেই হয়তো আমাকে ট্যাগ করে স্ট্যাটাস দিবে ফেসবুকে, তাদের সাথে কোন এককালে হওয়া কোন চ্যাট ইনবক্স থেকে স্ক্রীণশট নিয়ে আবেগী একটা ক্যাপশন নিয়ে পোস্টও করবে হয়তো।
....


আফজাল সাহেব পরের পৃষ্ঠায় না যেয়ে ডায়েরী বন্ধ করে দিলেন। ডায়েরীটা আফজাল সাহেব রেখে দিলেন আসাদের বুক শেল্ফে। শেল্ফ ভর্তি বই। রবীন্দ্রনাথ থেকে শুরু করে হুমায়ূন, সবগুলো বই বেশ সুন্দর ভাবে সাজানো শেল্ফে। আসাদ বেশ গুছানো ছিল। আফজাল সাহেব জানালা দিয়ে আকাশের দিকে তাকালেন। মেঘ গুলো কেমন কালো কালো হয়ে বসে আছে। তিনি চশমাটা খুলে রাখলেন আসাদের টেবিলে। জীবনে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। যেই ছেলে কিছু দিন আগে মৃত্যু নিয়ে ভাবছিলো, সে আজ নেই। তার ভাবনাটাও আছে ডায়েরীর পাতায়, সে নেই।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৭ সকাল ৭:৪৬

প্রতিভাবান অলস বলেছেন: একদম খুব কাছ থেকে ফিরে এসেছি। লেখাটি মন ছুয়ে গেলো ++++

১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনেক অনেক দিন পর ব্লগে পোস্ট দিলাম। কারো মন ছুঁয়ে গেলো জেনে ভালো লাগছে।

২| ১২ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৯

সুমন কর বলেছেন: আমার খুব ইচ্ছে হয়, ঘুমের মধ্যে মরে যেতে। কাউকে না জানিয়ে কিংবা কোন ঝামেলা না করে (হাসপাতাল খুব ভয় লাগে)।

লেখা ভালো লাগল।

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই।

৩| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৩

স্বতু সাঁই বলেছেন: "যা আমার মূল কর্তব্য, যার জন্য পৃথিবীতে আসা, তাই করতে ব্যর্থ হচ্ছি প্রতিনিয়ত"

আমরা কি জানি কেন আমরা এসেছি এই ধরার বুকে, কি আমাদের কর্তব্য?!

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: জ্বি, অবশ্যই আছে। মুসলিমদেরটা বলতে পারবো আমি। ৫ ওয়াক্ত নামাজ পড়া আর আল্লাহ যেই পথে যেভাবে চলতে বলসে সেভাবে চলা। এই জীবনটা ক্ষণস্থায়ী কিন্তু পরের জীবনটা...

৪| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ফেরদৌসা রুহী বলেছেন: আমিও তো প্রতিদিনই একবার ভাবি যেকোন মুহূর্তে টুপ করে ঝরে যাবো।

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

দ্য ইলিউশনিস্ট বলেছেন: এটা বোধহয় প্রায় অনেকেরই হয়।

৫| ১৩ ই জুন, ২০১৭ রাত ১:৫৩

momotazmita বলেছেন: মানুষ মরণশীল। আর এই ভয়টা যতক্ষণ থাকবে মানুষের মনে হয়ত সে দুই একটা ভাল কাজ করবে। লিখাটি পড়ে অনেক ভাল লাগলো।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:২২

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অনেক ধন্যবাদ...

৬| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:১২

জেন রসি বলেছেন: মৃত্যুভয় প্রতিটি মানুষের মাঝেই কমবেশি সক্রিয় থাকে। এড়িয়ে যাওয়ার চেয়ে ভয়ের মুখোমুখি হওয়াটাই বেটার অপশন।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:২৩

দ্য ইলিউশনিস্ট বলেছেন: জ্বি ভাই, সেটাই বেটার।

৭| ১৪ ই জুন, ২০১৭ রাত ৩:৪৯

Imtiaz Arnab বলেছেন: বিদায়! দেখা হবে ওপাড়ে। অনন্ত মৃত্যুপুরীতে। যেখানে হেঁটে যাওয়া যায় শেষ না হওয়ার পথে। ইনফিনিটির শুরু যেখানে।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৮

দ্য ইলিউশনিস্ট বলেছেন: :(

৮| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:১৬

হাসান মাহবুব বলেছেন: ১৩ বছর বয়স থেকে আমার শুরু।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ভাই এত কম বয়সে আমি এত কিছু বুঝতাম না। যত বড় হচ্ছি, জীবন তত জটিল হচ্ছে।

৯| ০৬ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:১৭

রাতজাগাপাখি বলেছেন: তুমি এই ব্লগে লেখো এখনও!!! ভালো লাগল দেখে। আমিও আবার লেখা শুরু করব ভাবছি। ভালো থেকো ভাইয়া

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২১

দ্য ইলিউশনিস্ট বলেছেন: আমি খুব কম লিখি আজকাল। আমারও আবার শুরু করার ইচ্ছে আছে। আপনিও শুরু করেন আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.