নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এম ব্যাটম্যান

দ্যা ডার্ক নাইট

Sometimes people deserve to have their faith..Rewarded

দ্যা ডার্ক নাইট › বিস্তারিত পোস্টঃ

প্রেম-ভালোবাসা নিয়ে ৭ টি ক্লাসিক ইংলিশ গান B-) B-) B-) :#> :#> :#>

১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫৪

১। My Heart Will Go On (Celine Dion)









এই গান নিয়ে নতুন করে বলার কিছু নেই। জীবনে যে একটা মাত্র ইংলিশ মুভি দেখসে সেও টাইটানিক দেখসে। আর যে ইংলিশ গানের ভক্ত না সেও এই গান শুনছে বা এই মিউজিক এর সাথে পরিচিত। অনেকের মোবাইল এর রিংটোন হিসেবে দেখা যায়। যদিও গানটা তারা কোনোদিন শুনছেন নাকি সন্দেহ !! B-) B-)



২। Please Forgive Me (Bryan Adams)









আমার সব চাইতে প্রিয় গান !!! কঠিন আবেগ নিয়ে গাওয়া একটি গান। যাদের জীবনে প্রেম অসফল তাদের জন্য যেন মিলে যাওয়া গান। আগেও এই গান একটি পোস্টে দিসিলাম, তাতেও সবার পছন্দের তালিকাতেই ছিল গানটি। :) :) :)





৩। You Fill Up My Senses (John Denver)









John Denver এর গাওয়া অনেক পুরানো অসাধারন ক্লাসিক একটি গান। সফট মিউজিক গানটিকে অন্য মাত্রা দান করেছে। এই গানের বাংলা ভার্সন ও বের হয়েছে। সুমন এর গাওয়া 'তুমি ভরেছ এ মন এক নিঝুম অরন্নে'।





৪। Everything I Do (Bryan Adams)









সুরের জাদুকরের আরও একটি কালজয়ী গান। এই গান শুনে ভালো লাগেনি এমন লোক হয়ত পাওয়া যাবেনা। ''Waking Up The Neighbours'' অ্যালবাম এর গান এটি।





৫। As Long As You Love Me (Backstreet Boys)









যারা আগে থেকেই ব্যান্ডের গান শুনেন, তাদের কাছে এই গানটি অনেক পরিচিত। তবে গানটার অর্থ করলে বোঝা যায়, যতক্ষণ তুমি আছো, ততক্ষণ পুরোপুরি ভাবে আমিও আছি। ;) ;) ;) :D B-)





৬। Cradled In Love (Poets Of Fall)







গানটার বয়স খুব বেশিদিন হয়নি । :P মাত্রই ২মাস। তবে শুনে দেখতে পারেন। দারুন একটি গান। :#> :#>





৭। Bailamos (Enrique Iglesias)









যদিও পোস্টের হেডিং দিসি ক্লাসিক গান। কিন্তু এইডা ঠিক ক্লাসিক গানের মধ্যে পরে না। একটু রক টাইপ বেশি। তাতে কি !! গান টা আমার খুবই প্রিয় :P :P :-0 । Bailamos এর কোনো সঠিক অর্থ না থাকলেও গান এ ব্যবহৃত Te quiero,amor lio এর অর্থ হচ্ছে i want you my love . ;) ;) :D







--------------------------------------------------------------------------

সবাইকে পরার জন্য ধন্যবাদ। অন্য অনেক ভালো গান থাকতে পারে এই গুলার চেয়ে যা হয়ত আমি শুনিনি। তবে আমি যেইগুলা শুনছি তার মধ্যে থেকেই সেরা গুলো দেয়ার চেস্তা করছি। সবাই ভালো থাকবেন। :) :) :)

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৮

সাকিব। বলেছেন: পারলে Cradled In Love (Poets Of Fall) এর এম.পি.থ্রি. ডাউনলোড লিন্ক টা দিয়েন।

১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩২

দ্যা ডার্ক নাইট বলেছেন: নিচে কমেন্ট এ দেখুন।

২| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩২

দ্যা ডার্ক নাইট বলেছেন: cradled in love

৩| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩৯

সাকিব। বলেছেন: কাজ হ্য় না । :(

৪| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৭

সাকিব। বলেছেন: হইছে ।থ্যাংকস ।

১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫৫

দ্যা ডার্ক নাইট বলেছেন: ডাবলু চি । :P :P :P :P =p~ =p~

৫| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৯

মাইক্রনিায়া বলেছেন: ভালো দেখেন

৬| ১৪ ই এপ্রিল, ২০১২ ভোর ৬:০৯

নীল বরফ বলেছেন: ভালো লাগলো। চালিয়ে যান++++

নিচে নিজের ভীষন পছন্দের একটা গান শেয়ার করলাম। অদম্য এক ভালোবাসার গান :#> :#> :#>

১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০০

দ্যা ডার্ক নাইট বলেছেন: পিলাচ এর জন্নি ধইন্নবাদ। B-) B-) B-)
কি লিঙ্কু দিলেন, চলে নাতো :| :| :|

৭| ১৪ ই এপ্রিল, ২০১২ ভোর ৬:১০

নীল বরফ বলেছেন:

১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০১

দ্যা ডার্ক নাইট বলেছেন: শুনলাম। সুন্দর। ভিডিও টা অবশ্য আরও বেশি সুন্দর !!!!!!! ;) ;) ;) ;) ;) :D :D :D =p~ =p~ =p~ =p~ :#> :#>

৮| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ২:০৩

রোবান মাহমুদ বলেছেন: ভাই আপনার প্রেম অসফল হওয়ার কাহিনী শুনতে মন চায় :D

১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০২

দ্যা ডার্ক নাইট বলেছেন: উহু। কমু না। ;) ;) ;) ;) ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১০

বেঈমান আমি বলেছেন: Bailamos মানে হৈলো lets dance my love পোস্টে +++

রিচার্ড মারক্স শুনেন না?

১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৬

দ্যা ডার্ক নাইট বলেছেন: থ্যাংক ইয়ু bailamos এর মানে কউওনের জন্ন। B-)) B-)) B-)) =p~ =p~ =p~ =p~ :P :P

না। :( :( :( :( :(

১০| ৩০ শে এপ্রিল, ২০১২ রাত ২:২০

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: সবগুলাই চরম সুন্দর গান

৩০ শে এপ্রিল, ২০১২ রাত ২:৩২

দ্যা ডার্ক নাইট বলেছেন: অনেক ধইন্নবাদ :) :) :) :)

১১| ২২ শে জুন, ২০১২ রাত ১১:৫৮

রাহি বলেছেন: মাত্র তিনটা গান আগে শুনছি। :|

২৩ শে জুন, ২০১২ রাত ১:৪৯

দ্যা ডার্ক নাইট বলেছেন: পেরেম- বালুবাসা কি আগে আপনার জীবনে আসে নাই??? :| :| :| :#> :#> :#> :#> :#>

১২| ২৩ শে জুন, ২০১২ রাত ১:৫৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
বেশিরভাগই শোনা !! :)

প্রেম -ভালবাসার গানের দিক দিয়া এখন Enriqueরে ব্যাপক ভালা পাই :D :D

২৩ শে জুন, ২০১২ রাত ২:৫৩

দ্যা ডার্ক নাইট বলেছেন: বলেছেন: enrique এর গানের ভিডিও গুলাও ভালা পান তো??? ;) ;) ;) ;) ;) ;) :P :P :P :P B-) B-) B-)

১৩| ২৩ শে জুন, ২০১২ রাত ৩:১২

লিন্‌কিন পার্ক বলেছেন:
এক্ষেত্রে বলতে হয় শালা একটা লুচ্চা :P :P ওর এমন কোন গানের ভিডিও নাই যেটা সবাইকে নিয়ে দেখা সম্ভব !

তবে ভিডিওগুলাও কিন্তু জোশ হয় B-)) B-)) ;)


২৩ শে জুন, ২০১২ সকাল ১১:৫৮

দ্যা ডার্ক নাইট বলেছেন: ;) ;) ;) আমিও হের লাইগা অর ভিডিও গুলা ভালা পাই !! :P :P :P B-) B-) B-)

১৪| ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ৯:০০

সাইদুল হক পাবেল বলেছেন: Poets Of Fall এর carnival of rust এবং Bryan Adams এর summer of 69 টাও দারুণ।

২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১১:০৪

দ্যা ডার্ক নাইট বলেছেন: দুইটাই হুনছি !! দুইটাই বস। B-) B-)

১৫| ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ৯:০১

সাইদুল হক পাবেল বলেছেন: আমি শেষেরটা ছাড়া বাকি সবগুলো শুনছি।

২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১১:০৫

দ্যা ডার্ক নাইট বলেছেন: এনরিকের আসল গান টাই সুনেন নাই? :P সুইনা ফেলান দেরি না কইরা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.