নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

কোম্পানির নাম নিবন্ধনের ধাপ সমূহ

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৯

বাংলাদেশে কোম্পানি নিবন্ধন দেওয়া হয় জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস অফিস থেকে ।

কোম্পানি নিবন্ধন করতে চাইলে প্রথমে দেখে নিতে হবে , আপনার পছন্দের নাম আগে থেকেই অন্য কারো দ্বারা নিবন্ধিত কি না? এ জন্য আপনি http://www.roc.gov.bd:7781/ এই ওয়েবসাইট থেকে নাম চেক করে নিতে পারেন ।



আপনি চাইলে অনলাইনে ও আবেদন করতে পারেন http://www.roc.gov.bd/ এর মাধ্যমে । অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে , আবেদন ফর্ম প্রিন্ট দিয়ে ১০০ টাকা সহ জয়েন্ট স্টক কম্পানিজ অ্যান্ড ফার্মসের অফিসের ব্যাংক অ্যাকাউন্ট বরাবর পাঠাতে হয়। নামের ছাড়পত্র পেতে সাধারণত এক সপ্তাহ লাগতে পারে । কোন কারণে ছাড়পত্র না পেলে নতুন নাম দিয়ে আবার নিবন্ধন করতে পারেন ।

ছাড়পত্র পেলে পুনরায় (জয়েন্ট স্টক কোম্পনিজ এন্ড ফার্মসে ) কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী প্রয়োজনীয় ফী-কাগজপত্র ও দলিল সাবমিট করতে হবে । ( Click This Link) ( অষ্টম খন্ড)



কর কমিশন নিবন্ধন --- নিবন্ধনের জন্য এনবিয়ারের কার্যালয়ে আবেদন করতে হবে, এর জন্য অবশ্য কোন কোন ফী নেই ।

আপনি, চাইলে এনবিয়আরের সাইট থেকে ফর্ম নামিয়ে, পূরণ করে এনবিয়ার কার্যালয়ে(সেগুন বাগিচা) জমা দিতে পারেন । http://www.nbr-bd.org/



ট্রেড লাইসেন্স--- ট্রেড লাইসেন্স সিটি করপোরেশন থেকে সংগ্রহ করতে হয় , এজন্য খরচ হতে পারে ৫০০০ থেকে ১০০০০ টাকা । আবেদনের আপনার নিকটস্থ সিটি করপোরেশন অফিসে যোগাযোগ করতে পারেন ।



লগো নির্বাচন ও নিবন্ধন---লগো কোম্পানির প্রচার-প্রসার এবং ব্র্যান্ডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভাল কোন ডিজাইনার দ্বারা পছন্দ মত লগো ডিজাইন করে এর কপি রাইট এন্ড ট্রেড মার্কের জন্য http://www.dpdt.gov.bd/ -এর রেজিস্ট্রেশন বিভাগে- এ আবেদন করতে পারেন , এজন্য খরচ পড়তে পারে ২০০০ থেকে ১৫০০০ পর্যন্ত । এ সম্পর্কে আরো জানতে যোগাযোগ করুন http://www.dpdt.gov.bd/contact.html





অনান্য লাইসেন্স/সার্টিফিকেট ----

ব্যবসার প্রকৃতি অনুযায়ী আরো অনেক ধরণের লাইন্সের প্রয়োজন হয় , যেমন ভোগ পণ্য, রাসায়নিক পণ্য/ মেটাল এর জন্বিযএসটিআইয়ের লাইসেন্স । এর লাইসেন্স/সার্টিফিকেটর ফী নির্ভর করে প্রডাক্টের উপর http://www.bsti.gov.bd/citizen.html (বিস্তারিত )



এছাড়া, হোটেল/প্রেস/ ট্যুর ইত্যাদিতে ব্যবসাতে জেলা প্রশাসকের অনুমোদন প্রয়োজন ।

মন্তব্য ১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮

দৈববানী বলেছেন: Thanks a lot.................+++++++++++

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

২| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩১

হাসান রাজু বলেছেন: এবার এই সরকারি দপ্তরগুলোর কচ্ছপদের গতি আনতে কেমন সেলামী লাগবে একটু জানাবেন ? পোস্টের জন্য অনেক ধন্যবাদ ।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভাই এই ব্যাপারে তেমন ভাল কিছু জানিনা, তবে ভাল একজন আইনজীবি আপনাকে এই বিষয় গুলি হেল্প করতে পারে।

অনেক কিছু অনলাইন হওয়াই তেমন সেলামী নেওয়ার সুজোগ থাকে না, তবু সরকারি অফিস বলে কথা।

৩| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯

শাহেদ চট্রগ্রাম বলেছেন: জেয়ন্ট স্টক থেকে একটি লিমিটেড কোম্পানী করতে চাইলে কত খরচ হতে পারে। ১ কোটি টাকা ওফারাইজড কেপিটালে।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমি কিছুদিন পূর্বে একটা কন্সাল্টেনসির সাথে কথা বলেছিলাম ১ কোটি টাকা পস্থাবিত মুলধনে ৩০ থেকে ৩৩ হাজার টাকা লাগবে বলেছিল।

শভ কামনা আপনার জন্য

৪| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

ভুং ভাং বলেছেন: কাজের পোস্ট । প্রিয়তে নিলাম ।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ

৫| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

দি সুফি বলেছেন: দরকারি পোষ্ট। প্রিয়তে।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

এস এইচ খান বলেছেন: ++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনাকেও প্লাস

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

হাচিবুর রহমান মোল্যা বলেছেন: অনেক উপকৃত হলাম।শুভ কামনা রইলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনার জন্যও

৮| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৮

জিহর রােসল বলেছেন: কোম্পানির নাম খোঁজার জন্য বর্তমানে এই লিংকটি ব্যাবহার করা হচ্ছে http://123.49.32.37:7781/

১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৬:১১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.