নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।
জানি এই লিখাটা হইত এই ব্লগে সাথে যায়না তার পরও লিখছি কেননা অনেক হেল্প পেয়েছি এখান থেকে। যদি এডমিন অনুমতি দেই তাখলে হইত একটু সহযোগিতা পাব আশা করি।
আমি সিঙ্গাপুর থাকি, আনুমানিক প্রায় ১ লক্ষ সরাসরি বাংলাদেশি শ্রমিক কাজ করি এই ছবির মত দেশটিতে। অনেক চিন্তা ভাবনার পর আমরা কয়েকজন মিলে একটা ''সিঙ্গাপুর প্রবাসী'' নামে একটা সংগঠন করেছি। শুরুতে অনেক সমস্যা থাকলেও বর্তমানে মাথা তুলে দাড়িয়ে গেছে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটি।
এখানে প্রায় নিয়মিত ১০০ সদস্যা এবং অনিয়মিত প্রায় ১০০০ এর বেশি সদস্যা আছে।
সব মিলিয়ে আমরা রবিবারে শুধু একটু আড্ডা দিয়েই কাজ শেষ করি, কিন্তু কিছুদিন যাবত সবাই চিন্তা করছি একটা বানিজ্যিক কিছু করা যায় কিনা?
এই কয়েক মাসে আমাদের হাতে ন গত কিছু টাকা আছে যা কেবল শখের বসে সবাই জমা দিয়েছি। ১ থেকে ১০ ডলার করে দিয়ে এখন বেশ ভালই একটা এমাউন্ট হয়ে গেছে।
গত রবিবারে সবাই মিলে একটা চিন্তা করেছিলাম এই সংগঠনটি একটা সমবায় সমিতি রেজিষ্ট্রেশন করার জন্য। কিন্তু কারো নিকটেই এই ব্যাপারে তেমন কোন ধারনা নেই।
এই বিষয়টি নিয়ে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম উনারা বল্ল এটা উনাদের কাজ না তাই এই ব্যাপারে কোন সহযোগিতা করতে পারবে না।
এই ব্লগে অনেকই আছেন এই সম্পর্কে ভাল ধারনা আছে, অনুগ্রহ করে কেও কি একটু সহযোগিতা করবেন, কি করে এটা সমবায় সমিতি হিসাবে রেজিষ্ট্রেশন করতে পারি। এবং সমবায় সমিতি করার পর সুবিধা অসুবিধা গুলি একটু হাইলাইট করলে আমাদের জন্য অনেক উপকার হত।
বিস্তারিত আপনাদের নিকট আশ করছি।
ভাল থাকবেন সবাই অনেক ভাল।
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪
দুঃখ হীন পৃথিবী বলেছেন: যদিও সমিতিটা পরিচালিত হবে সিঙ্গাপুর থেকে কিন্তু সমস্ত কাগজ পত্র বাংলাদেশের নামে তৈরী করা হবে।
শুধু বেশির ভাগ সদস্য বিদেশে থাকবে, হিসাব পত্র কাগজ সব কিছু দেশের একাউন্ট হবে।
যদি পারেন একটু হেল্প করলে অনেক খুশি হতাম
২| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০১
সালমা শারমিন বলেছেন: আমি নিজে একবার গিয়েছিলাম সমবায় সমীতি খুলতে। সেভাবেই আমি কিছুটা জানি। তা হল
আপনাকে প্রথমে একটা নাম ঠিক করতে হবে, যে নামে আর কোন সমীতি নেই।তারপর রেজিস্ট্রেশনের জন্য ওরা আপনাকে কিছু ফর্ম দিবে। সেগুলো পূরণ করে একটা ফাইল বানাতে হবে। কিন্তু সমস্যা হল, আপনি নিজে ফাইল বানালে অনেক ঝামেলা করে, নিতে চায় না।খুত বের করে।বুঝেনতো, বাংলাদেশ বলে কথা। আমার সাথে টোটাল কাজের জন্য ৩০০০০ টাকা ফিক্সড হয়েছিল। তারপর তারা ইনকোয়ারিতে পাঠাবে। সেখানে তাদের ঘুস দিতে হয়। আপনি লিগাল হন আর ইলিগাল যাই হন। তারপর নিয়ম হল, প্রতি বছর অডিট হবে। তাদেরকে খুশি করতে হবে। আপনার লোনের সিস্টেম থাকতে হবে। সমবায় বাজারে ব্যবসা থাকতে হবে।আপনার কার্যক্রম সম্পর্কে ওদের অবহিত করতে হবে।সে এক বিশাল ইতিহাস। অন্য কোন পন্থা আমার জানা নাই।
২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২২
দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪
সালমা শারমিন বলেছেন: বাংলাদেশ হলে কিছুটা সাহায্য করতে পারতাম, কিন্তু সিঙ্গাপুরে বলে আমি পারছি না।দুঃখিত