নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।
ফেইসবুক এ Akm Ibrahim নামের এক জন চাকরি খুঁজব না চাকরি দেব নামক একটা গ্রুপে লিখেছেন
Pharmacy business kaw koran? capital ki rokom laga? Profit kamon thaka? janla share korun
এর উত্তরে অনেকই লিখেছেন হুব হু নিচে তুলে দরলাম
Omar Shehab :- We would appreciate if someone follows up this discussion.
Sajjat Hossain :- প্রতিষ্ঠিত ও সম্মানজনক ব্যবসার মধ্যে ফার্মেসি ব্যবসা অন্যতম। এখানে পুঁজি বিনিয়োগ করে সহজেই লাভবান হওয়ার সুযোগ রয়েছে। ফার্মেসি ব্যবসা করে সফল হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু ইচ্ছা করলেই যে কেউ ফার্মেসি ব্যবসা শুরু করতে পারবে না। একটা দোকানে কিছু ওষুধ নিয়ে বসে পড়া বেশ সহজ, কিন্তু প্রক্রিয়াটা অবৈধ। এ জন্য আপনাকে অবশ্যই ব্যবসার অন্যান্য আনুসাঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্রের সাথে আরো অতিরিক্ত করতে হবে ফার্মাসিস্টের ট্রেনিং এবং ড্রাগ লাইসেন্স। ওষুধ তিনিই বিক্রি করতে পারবে যার ফার্মাসিস্ট ট্রেনিং আছে এবং যিনি ড্রাগ লাইসেন্স পেয়েছেন। ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধের ব্যবসা সম্পূর্ণ অবৈধ এবং আইনগতভাবে এটি একটি দন্ডনীয় অপরাধ।
আর ওষুধ ব্যবসার জন্যে অতি প্রয়োজনীয় এই ড্রাগ লাইসেন্সটি ইস্যু করে বাংলাদেশ সরকারের 'ওষুধ প্রশাসন অধিদফতর'।
এবং উক্ত ড্রাগ লাইসেন্সটি অর্জন করতে হলে 'বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল' থেকে আপনাকে ছয় মাসের একটি ফার্মাসিষ্ট ট্রেনিং কোর্স সম্পন্ন করতে হবে।
ড্রাগ লাইসেন্সের জন্যে আবেদন করতে যা প্রয়োজনঃ
১। ট্রেড লাইসেন্স
২। টি.আই.এন সনদপত্রের ফটোকপি
৩। পাসপোর্ট সাইজের ছবি
৪। ব্যাংক একাউন্ট এবং ব্যাংক সচ্ছলতার সনদপত্র
৫। দোকান ভাড়ার রসিদ/চুক্তিপত্র
(নিজস্ব দোকানের ক্ষেত্রে দলিলের সত্যায়িত ফটোকপি)
৬। ফার্মাসিস্ট ট্রেনিয়ের সনদপত্রের ফটোকপি
৭। নাগরিকত্বের সনদপত্র/ভোটার আই.ডি কার্ডের ফটোকপি
৮। ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র [ফরম নম্বর-৭] (যথাযথ ভাবে পূরণকৃত)
যোগাযোগের ঠিকানাঃ
বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতর
১০৫-১০৬ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
http://www.dgda.gov.bd
Anick Chowdhury :- ঔষধের ব্যবসাটা নির্ভর করে প্লেইসমেন্টের উপর। আপনি যদি খুচরা বিক্রয়ের জন্য ফার্মেসি খুলতে চান তাইলে সবচেয়ে লাভজনক হল যেকোন মেডিক্যালের আশেপাশে দোকান নিয়ে বসা।(দোকান খুলতে যা যা প্রয়োজন সব Sajjat ভাই আপনাকে বলেছেন) তবে এক্ষেত্রে আশেপাশের ব্যবসায়ীদের সাথে পাল্লা দিতে হলে খুব উঁচু মানের ক্যাপিট্যাল লাগবে। শুধুমাত্র মেডিসিনের জন্য আপনার হয়তঃ লাখ পনেরোর মত লাগতে পারে।(যদি সাচ্ছ্যন্দে টিকে থাকতে চান)। আর যদি মেডিক্যালগুলোর আশেপাশে না হয়ে আপনার সুবিধামত স্থানে ফার্মেসি নিয়ে বসতে চান তাহলে আপনার হয়তঃ পুঁজি খুব বেশি লাগবে না। তবে ঔষধের ফার্মেসিতে কাস্টোমার তার চাহিদামত ঔষধ না পেলে আপনার ব্যবসা লাটে উঠতে পারে। ধরেন কেউ চাইল নাপা। আপনি বললেন নাপা নেই। তবে এইচ স্কয়ারের। এইচ নিয়ে যেতে পারেন। এইসব করে কাস্টোমার ধরে রাখা যাবে না।
Akm Sayeed :- আমি ইদানিং একটা ব্যাপার লক্ষ্য করেছি এখনকার ফার্মাসিগুলো তথ্য প্রযুক্তি নির্ভর হচ্ছে । অনেক ফার্মাসিতে দেখছি POS মেশিন এবং বারকোড সিস্টেম চলছে । দিনশেষে হিসাব নিকাশ সফটওয়্যারেই করা হয়ে থাকে । আমার মতে এটি খুবই ভাল দিক উভয়ের জন্য ফার্মাসি ব্যবসায়ী এবং তথ্যপ্রযুক্তিবিদ । তবে একটি ব্যাপার এখনও হয়ে উঠেনি যা হল সুপারশপগুলো সেভাবে ঔষধের জন্য কোন বিশেষ সেকশান এখন করতে পারেনি । আর যারা পেরেছে তারা ডেটল স্যাভলন ফিনাইল বিক্রিতেই সীমাবদ্ধ ।
Anick Chowdhury Akm Sayeed:- আপনাকে ১টা ধারণা দেই। পাইকারী ব্যবসার ধারণা। আমাদের ফার্মাসিতে যখন ১জন কাস্টোমার আসেন তখন তিনি প্রথমে তার প্রয়োজনীয় ঔষধগুলো লিখিয়ে নেন। এই কাজটা আমার বাবা খুব সহজে করতে পারতেন যদি সফটওয়্যারে কোন ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে দিতে পারতেন। কিন্তু যে ঔষধটা তিনি সিলেক্ট করবেন তা অবশ্যই ডেটাবেইজে থাকতে হবে এবং তার জন্য অবশ্যই একজন ডেটা এন্ট্রি অপারেটর দরকার। ব্যবসায়ীরা এটাকে "অযথা" বলে আখ্যায়িত করবেন। তাছাড়া ঔষধের কোম্প্যানিগুলো এখনো তাদের ওয়েবসাইটে ইনফরম্যাশান দেয়ার মত ম্যাচ্যুরিটি লাভ করে নাই। তাই ঔষধের ইনফোর জন্য এম আরের উপর ডিপেন্ড করতে হয়। আমার মনে হয় না ব্যবসায়ীরা এতটা ঝামেলা পোহাতে চান। কারণ কাস্টোমারেরা শুধু ঔষধ চায়। তারপরেও অনেকে দিনশেষের হিসাব-নিকাশ হয়তো সফটওয়্যারেই করছেন। তবে সেটা খুব নগণ্য। এখানে এঞ্জিনিয়ারিং খাটাতে হলে অনেক ভিতর পর্যন্ত যেতে হবে।
Anick Chowdhury :- আর পাইকারি দোকান দিতে চাইলে আপনাকে অবশ্যই ১টা নির্দিষ্ট স্থানে(যেখানে ঔষধের পাইকারি মার্কেট) দোকান দিতে হবে। পাইকারি ব্যবসাটা চালানোর জন্য অভিজ্ঞ লোকেরও দরকার। আমার বাবা ৩০ বছর ধরে পাইকারি ব্যবসার সাথে জড়িত। কক্সবাজারে আমাদের যত কাস্টোমার আছেন তাদের অনেকেরই দোকানের ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কাগজপত্রের ব্যবস্থা, তাদের ট্রেইনিং এর ব্যবস্থা করে দেন। ঢাকা হলে এক্ষেত্রে আমি নিজেই আপনাকে সাহায্য করতে পারতাম হয়তঃ। কিন্তু শুধু পুঁজি দিয়ে যেহেতু এই ব্যবসা ধরে রাখা যাবে না তাই আপনাকে অভিজ্ঞ লোকের সাহায্য নিতেই হবে।
Sajjat Hossain :- জায়গার অবস্থান, দোকানের আকার, ডেকোরেশনের খরচ ইত্যাদির উপর নির্ভর করে এই ব্যবসায় বিনিয়োগের পরিমাণ। এলাকার মধ্যে দোকান করতে গেলে প্রাথমিক ভাবে ৫-৭ লক্ষ টাকা নিয়ে শুরু করতে পারেন এবং আরো ৩ লক্ষ টাকা রিজার্ভ ফান্ডে রেখে দিবেন। চাহিদা এবং পরিস্থতি অনুয়ায়ী ধীরে ধীরে এই ৩ লক্ষ টাকা বিনিয়োগ করবেন। আর বড় রাস্তার ধারে বা কোনো হাসপাতালের আশেপাশে দোকান করতে চাইলে ১৫-৩০ লক্ষ এমনকি ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ লাগতে পারে।
নির্দিষ্ট কোনো এলাকায় ফার্মেসি দিলে শুরুতে সেই এলাকায় বসবাসরত লোকজন যখন আপনার কাছে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ নিতে আসবে তখন আপনার কাছে যে সব ওষুধ নাই সেগুলো একটি খাতায় নোট করে রাখুন এবং কাষ্টোমারকে অত্যন্ত বিনয়ের সাথে জানিয়ে দিন যে, ওষুধটি বর্তমানে আপনার কাছে নাই কিন্তু আপনি নোট করে রেখেছেন এবং খুব শীঘ্রই ওষুধটি আপনি তাঁর জন্যে এনে রাখবেন।
কাষ্টোমারকে আপনার দোকানের উপর নির্ভরশীল করে ফেলুন যেন তিনি আপনাকে বা আপনার দোকান ছাড়া অন্য কিছু না বুঝেন। কিভাবে করবেন তার কিছু পলিসিঃ
১। কাষ্টোমারকে সালাম দিন এবং হাসিমুখে কুশল জিজ্ঞেস করুন। তারপর প্রেসক্রিপশনটি নিয়ে তাঁর কি কি ওষুধ লাগবে জেনে নিন। প্রয়োজনীয় ওষুধগুলো বের করে তার সামনে রাখুন এবং তাঁকে ওষুধগুলো খাওয়ার নিয়ম ও সময় সম্পর্কে ভালোমত বুঝিয়ে দিন। এরপর ওষুধগুলো যথাযথ ভাবে প্যাকেট করে তাঁর হাতে তুলে দিন। এবং বলে দিন যে, কোনো সমস্যা হলে তিনি যেনো কষ্ট করে আবার আসেন।
২। বয়স্ক কাষ্টোমারদের জন্যে বসার ব্যবস্থা রাখুন। তবে খেয়াল রাখবেন দোকানে যেন আড্ডা না জমে যায় !
৩। আপনি, দোকানে অবস্থান করা অবস্থায় কোনো কাষ্টোমারের সাথে রাজনীতি, ধর্ম বা দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কোনো কথা বলবেন না। কাষ্টোমার এ সকল বিষয়ে কথা তুললেও আপনি হাসিমুখে তাকে সমর্থন করে যাবেন মাত্র।
৪। সকালে এবং সন্ধ্যায় এলাকার বয়স্ক এবং একটু অসচ্ছল রোগীদের বিনামূল্যে ব্লাড সুগার, ব্লাড প্রেসার ইত্যাদি পরীক্ষা করে দেওয়ার ব্যবস্থা করতে পারেন।
৫। প্রতি মাসে একদিন বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করতে পারেন।
৬। প্রতি ২ মাসে একবার বিনা মূল্যে ২০/২৫ জনের রক্তের গ্রুপ পরীক্ষা করে দিতে পারেন।
৭। এলাকায় ব্যবসা করতে গেলে কিছু কিছু জায়গায় হয়তো বাকিতে বিক্রি করতে হবে। এক্ষেত্রে যিনি বাকিতে ক্রয় করবেন তিনি যদি পরপর তিন বার পাওনা পরিশোধে তার
কমিটমেন্ট ঠিক না রাখে তবে তাকে প্রথমে আপনার অপারগতা বুঝিয়ে বলবেন এবং তাতে কাজ না হলে তার কাছে বিক্রি বন্ধ করে দিবেন। মেইন রোডে বা কোনো হাসপাতালের সাথে দোকান হলে অবশ্য বাকি বিক্রির ঝামেলা নাই।
৮। যত মুনাফাই থাকুক না কেন; কোনো অবস্থাতেই মেয়াদবিহীন এবং আজে বাজে কোম্পানির ওষুধ বিক্রি করবেন না।
৪, ৫ এবং ৬ নং কাজগুলো করতে গেলে আপনার অতিরিক্ত কিছু অর্থ এবং সময় হয়তো ব্যায় হবে কিন্তু এর বিনিময়ে আপনি একটি নিয়মিত কাষ্টোমার সার্কেল পাবেন। দ্রুত আপনার ব্যবসার প্রচার, প্রসার এবং সুনামও বাড়বে বলে আমি মনে করি। সর্বোপরি একজন ব্যবসায়ীর হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গায়ও আপনি পাবেন পরিপূর্ণ মানসিক প্রশান্তি !
[আমার একসময় ফার্মেসি ব্যবসা করার ইচ্ছা হয়েছিল। তখন এই পরিকল্পনাগুলো করেছিলাম । আমি ফার্মেসি ব্যবসা শুরু করলে এই পয়েন্টগুলো আমার ব্যবসায় ইমপ্লিমেন্ট করতাম। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম]
Anick Chowdhury :- আমি যখন বাসায় গিয়ে মাঝে মাঝে বাবার ফার্মেসিতে বসি তখন কিছু জিনিস খেয়াল করি-
১। যারা প্রত্যন্ত অঞ্চল বা মফস্বলে ফার্মেসি খুলে বসেন তারা হয় কোন ডাক্তারের চেম্বার বানিয়ে নেন নতুবা তারা নিজেরাই ছোট-খাট ট্রেইনিং এর মাধ্যমে হাতুড়ে ডাক্তারি শিখে নেন(যদিও আমি এই ব্যাপার সাপোর্ট করিনা।)
২।এইসব খুচরা দোকানদার(আমি ফার্মেসি বলিনি) অধিকাংশ সময়ে তাদের নিজেদের পছন্দমত ঔষধ কিনে থাকেন। ব্যাপারটা উদাহরণ দিয়ে বলি।
আমরা প্রায় সবাই জানি নাপা, এইচ, প্যারাপাইরল এইগুলো সব প্যারাসিটামল। এখন কোন ছোটখাট কোম্প্যানি যদি অল্প দামে তাদের প্যারাসিটামল বাজারে ছাড়ে তাইলে এইসব দোকানদার সেই প্যারাসিটামলগুলো খুঁজে খুঁজে বের করেন। কারণ যেখানে তার দোকান সেখানে তিনি নিজেই ডাক্তার অথবা তার ডাক্তার এমনভাবে প্রেসক্রাইভ করেন যাতে করে সমস্ত ঔষধ ওই দোকানেই পাওয়া যায়। এসব ছোট-খাট কাস্টোমারদের জন্য হলেও আপনাকে অনামী, অল্পদামী কিছু প্রোডাক্ট রাখতে হবে।
৩। একবার কাস্টোমার ধরে ফেললে কিছুতেই হাতছাড়া করা যাবে না।
ধরেন আপনার কাস্টোমারের যে ঔষধটা এখন দরকার সেটা আপনার নেই। কিন্তু তার অন্যান্য অনেক ঔষধ আপনি তাকে দিতে পারবেন।সেক্ষেত্রে যেসব ঔষধ আপনার নেই সেগুলো আপনি আপনার কর্মচারীকে দিয়ে পাশের দোকান থেকে এনে দিতে পারেন। এ ব্যাপারে সৎ থাকা খুবই জরুরী। কারণ কাস্টোমার বাইরে যাচাই করে দেখলেন পার বক্স ঔষধ আপনি তার কাছ থেকে বেশ ভালরকমই বেশি নিয়েছেন। সেক্ষেত্রে আপনি বিশ্বাস হারিয়ে ফেলবেন।
৪।আরেকটা কথা না বললেই নয়। ঔষধ আপনার নিজের বানানো নয়। তাই আপনি যাচ্ছেতাই দাম নিতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়ত ঔষধের গায়ে যে দাম আছে ওই দামেই বিক্রি করছেন। কিন্তু আপনার পাশের দোকানে ওই ঔষধ আরো ২টাকা/বক্স কমে বিক্রি করা হচ্ছে। আপনি কিন্তু হেরে গেলেন। আপনি যদি আপনার ক্রয়মূল্যেও বিক্রি করতে না পারেন সেক্ষত্রে ঔষধটা তখন বিক্রি করবেন না। প্রতিযোগিতায় টিকতে হলে বুদ্ধি খাটাতে হয়।
৫। পাইকারি ব্যবসায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কোম্প্যানি যে দামে ঔষধ বিক্রি করে তার চেয়ে বাজারে অনেক কম দামে ওই ঔষধ পাওয়া যায়। আপনার উচিত তখন কোম্প্যানির কাছ থেকে না কিনে বাজার থেকে ওই ঔষধ কিনে মজুদ করে রাখা। তাতে দুটা লাভ। আপনার কাস্টোমারকে কম দামে বিক্রি করতে পারবেন। যেহেতু কোম্প্যানিতে ঔষধটার দাম বেশি, কিছুদিনের মধ্যেই বাজারেও দাম বাড়বে। সেক্ষত্রে আপনার লাভও বেড়ে যাবে।
(আমার ইউনি লাইফ শুরু করার আগে ৬ মাসের ১টা জটে পড়েছিলাম।প্রায় ৬ বছর আগে। তখন বাবার ফার্মেসিতে গিয়ে বসতাম। তাই আমার অধিকাংশ ধারণা-ই পাইকারি ফার্মেসি ভিত্তিক।)
অনেক দিন পূর্বে এই লিখাটা শেয়ার করে ছিলাম, হঠাৎ করে আবার ঔষধ ব্যাবসার প্রতি একটা ভালবাসা সৃষ্টি হয়েছে তাই সকলের সাথে লেখাটা শেয়ার করলাম।
যারা ঔষধ ব্যাবসা করতে চান তাদের জন্য এই লিখাটা অনেক কাজে দিবে, আমার বিশ্বাস।
১০ ই মে, ২০১৪ সকাল ৯:৫৯
দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ, এই ব্যাপারে আমারও অনেক আগ্রহ আছে।
২| ১০ ই মে, ২০১৪ সকাল ১০:৫১
ঈশান হাওয়া বলেছেন: অনেক কিছু জানলাম. ধণ্যবাদ
১০ ই মে, ২০১৪ সকাল ১১:৪১
দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:২২
দাদুচাচা বলেছেন:
তথ্যপূর্ণ লিখাটি পড়ে বেশ ভাল লাগল।
অনেক কিছুই জানতে পারলাম।
আমি ফার্মেসী কাউন্সিল কর্তৃক ফার্মাসিষ্ট পরীক্ষা ১৯৯৭সনে দিয়ে পাশ করেছিলাম।
কিন্তু আজ অবদি সার্টিফিকেট পাইনি !
অফিসে গেলে বলে সার্টিফিকেট একনো লিখাই হয়নি। আমি ১১তম ব্যাচের পরীক্ষার্থী।
কবে সার্টিফিকেট পাবো তার ব্যাপারে কর্মকর্তাগন অপারগতা প্রকাশ করেন।
ভদ্রভাবে খরচপাতি দেয়ার প্রস্তাব করলেও কোন লাভ হয়নি।
এখন কী করবো, পরামর্শ দিলে খুশি হব।
১১ ই মে, ২০১৪ দুপুর ১:২৮
দুঃখ হীন পৃথিবী বলেছেন: আসলে কাউন্সিলের ব্যাপারে আমার তেমন ধারনা নাই, তবে যারা ইতি পূর্বে সার্টিফিকেট পেয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করে দেখতে পারেন।
আপনি কি ডিপ্লোমা না বিএসসি করেছেন?
আমি একটা শর্ট কোর্স করেছিলাম এক মাসের মধ্যেই সার্টিফিকেট পেয়ে গেছি।
৪| ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:১৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +
১১ ই মে, ২০১৪ দুপুর ১:৩০
দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনাকেও প্লাস সহ ধন্যবাদ
৫| ১১ ই মে, ২০১৪ দুপুর ১২:৩১
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয়তে রইল
১১ ই মে, ২০১৪ দুপুর ১:৪৪
দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ, আমার ইচ্ছা আছে একটা ভাল মানের ফার্মেসী করার। দেখি আল্লাহ পাক কতটুকু সফলতা দেন।
৬| ৩০ শে মে, ২০১৪ সকাল ১০:৪৮
ভুপতি বলেছেন: ধন্যবাদ প্রিয়তে রাখলাম । একটা কথা জানার ছিলো , আপনি যে এক মাস শর্ট কোর্স করছেন এইটা কোথা থেকে করছেন আর কত খরচ পরছে? আর এই শর্ট কোর্স করলে কি আবার ছয় মাসের কোর্স করার দরকার আছে?
৩০ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৯
দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমার জানা মতে সকল জেলাতেই ফার্মেসি কাওন্সীলের অধিনে এই শর্ট কোর্স করা যায়, আমি বি-বাড়িয়াতে করেছিলাম। আমাদের সময় ২মাস মেয়াদের ছিল এই কোর্সটা এখন কত দিন করেছে জানা নাই।
আমাদের সময়ের কোর্স যদি বর্তমানে ৬মাস করেথাকে তাখলে আমার ভাল জানা নেই, কিন্তু ২মাসের সেই কোর্সটা যদি থাকে তাখলে আপনাকে অতিরিক্ত ৬মাসে কোর্স করার প্রয়োজন পরবেনা।
যে কোন একটা কোর্স করলেই আপনি একজন ফার্মাসীষ্ট হিসাবে লাইসেন্স পাবেন
দুঃখিত অনেক দেরিকরে উত্তর দেবার জন্য
৭| ২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
অন্য স্পর্শ বলেছেন: ধন্যবাদ , অনেক ভাল উপদেশ পেলাম ।
দোকানে ঔষধ উঠানোর ক্ষেত্রে কোম্পানির অফার গুলো কেমন হতে পারে যদি একটু ধারণা দিতেন ।
অপেক্ষাই রইলাম ।
৩০ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫০
দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমি ২০০৪ থেকে ২০০৭ এর জুন পর্যন্ত এই ব্যাবসার সাথে জড়িত ছিলাম তাই সেই সময়কার কিছু আপনাকে বলতে পারব।
১) যে কোন কোম্পানির ঔষদ এর ক্ষেত্রেই আপনি ১৫% প্রফিট পাবেন, আবার কিছু কিছু কোম্পানির ঔষধ ৫০% পর্যন্ত প্রফিট দিয়ে থাকে তবে বেশি লাভ করার জন্য নিম্ন মানের ঔষধ বিক্রী না করাই উত্তম।
২) যদি সরাসরি কোম্পানির এমআর এর নিকট থেকে ঔষধ রাখেন প্রায় আপনি কোননা কোন অফার পাবেন। যেমন :- ১০ বক্স রাখলে ৩ বক্স ফ্রী (এটা বড় বড় কোম্পানির ক্ষেত্রে বেশি হয় স্কয়ার, নভর্টিজ, নাভানা, বেক্সিমকু ইত্যাদি)
৩) কখনো একটা ফ্ল্যাট রেটে চলে আসে। যেমন - আগামী ১০দিনের জন্য এই ঔষধের দাম এত টাকা বক্স, গায়ের মূল্য ২০০টাকা কিন্তু বিশেষ একটা সময়ের জন্য তার ৭০/৮০ টাকা বক্স বিক্রী করে।
৪) যদি কখনো ঔষধ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় কোম্পানির এমআর আপনাকে ফ্রিতেই ঔষধ বদল করে দেবে।
সবচেয়ে বড় সুবিধা হল কোম্পানির সাথে ভাল রিলেশন করতে পারলে ২/৩ মাসের বাকীতে ঔষধ রাখাযাবে যা বিক্রী করে কোম্পানির টাকা দিবেন।
আরো অনেক অনেক সুভিধা আছে যদি শুরু করেন তাখলে বুঝতে পারবেন।
৮| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১:১২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভাল লিখেছেন ধন্যবাদ । কিন্তু কোথা থেকে ওষুধগুলো কিনে এনে দোকানে তুলে বিক্রি করতে হবে সে ব্যাপারে কোন কিছু বলেন নাই । অথাত কোথায় থেকে পাইকারি দরে ওষুধগুলো কিনে আনতে হবে ।
৯| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৪১
মোঃ সাইফুল হাসান বলেছেন: বেসরকারী ভাবে অনেক জায়গায় ফার্মেসী কোর্স করায় (সরকায় অনুমোদিত) এবং সার্টিফিকেট দেয় ঐ জায়গা থেকে ৬ মাস মেয়াদী ফার্মেসী কোর্স করলে
এই সার্টিফিকেটে কি কাজ হবে।
১০| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
মামুন অর রশিদ দিপক বলেছেন: ওষুধের দোকানের লাইসেন্সের মেয়াদ কতদিন থাকে?
১১| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
মামুন অর রশিদ দিপক বলেছেন: ওষুধের দোকানের লাইসেন্সের মেয়াদ কতদিন থাকে?
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৪ সকাল ৯:৩৪
হাসান বিন নজরুল বলেছেন: ধন্যবাদ প্রিয়তে রইল পরে পড়ে নেব কারণ আমার আগ্রহ আছে