নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমি বাঙালি। বাংলা আমার ভাষা। বাংলা আমার দেশ।\'

ব্রহ্মপুত্র .

আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায় ..

ব্রহ্মপুত্র . › বিস্তারিত পোস্টঃ

করোনা .. তোর পরোয়া করি না

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪১

পৃথিবী নামের পুরো গ্রহ টাই আজ অচল। ইউরোপ, আমেরিকার মতো সবচাইতে উন্নত স্বাস্থ্যসেবা দেয়া দেশগুলো যখন রীতিমতো অসহায় হয়ে প্রতিদিন লাশের উপর লাশ ফেলছে। কোনভাবেই কোনকিছুরই কূলকিনারা করতে পারছেনা কেউ।

তখন.. আমরা?
করোনা, তোর পরোয়া করি না।

বীরের জাত। করোনা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা এতকিছুর পরও তাই করি এবং করছি যা আমাদের মন চায়। আমরা সামাজিক দূরত্বে বিশ্বাসী করি না। কিসের দূরত্ব? আয় বন্ধু বুকে আয়। 'কতদিন দেখিনি তোমায়'।

চীন, ইতালিতে যখন হাজারে হাজারে মানুষ মরছিল, যখন আমাদের হাতে প্রায় ২ মাস সময় ছিল করোনা ঠেকানোর সরঞ্জামাদি প্রস্তুত করবার, তখন আমরা করোনার সাথে রীতিমতো 'মশকরা' করেছি। আমাদের বিজ্ঞানীরা তখনই আবিষ্কার করে ফেলেছিলেন যে বাঙালি জাতিকে করোনার মতো এত 'সাধারন কোন ভাইরাস' কিচ্ছু করতে পারবেনা। শুধু তাই না। তখনই ঘোষণা দিয়ে ছিলাম যে 'আমরা করোনার চাইতে বেশী শক্তিশালী'।

তবুও জনসমাগম এড়ানো ও সামাজিক দূরত্ব রক্ষার স্বার্থে [অনেকটা, সবাই করছে, আমরা না করলে কেমন দেখায়] সরকার সাধারণ ছুটি ঘোষণা করলো। সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার জোড়ালো আবেদন জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীর 'শাওয়াল এর চাঁদ উঠেছে' এই ঘোষণার সাথে সাথেই লাখে লাখে কোটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নাড়ীর টানে ঢাকা ছাড়লাম। বহুদিন পর বিদেশ থেকে এসে শশুর বাড়ি গিয়ে জম্পেশ খানাদানা শেষে শালীকে মোটরসাইকেল এর পেছনে বসিয়ে পুরনো লোকজনের সাথে কোলাকুলি করলাম। ছুটি শেষ। ১০/১৫ দিন আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব দের সাথে কাটিয়ে আবার দলে বলে জীবিকার তাগিদে ঢাকায় এখন ফিরছি সবাই।

যারা ঢাকায় ছিলাম, তারাও কম যাইনি। 'ফাঁকা ঢাকা'র ফটো তো আমরাও কম তুলিনি! পাড়ায় পাড়ায়, অলি গলিতে, বন্ধুরা জটলা পাকিয়ে বেনসনের ধোঁয়ার সাথে 'গেন্ডা ফুল' এর টিকটকের মজা কেউ আটকাতে পারেনি। প্রতি ওয়াক্তের নামাজে মসজিদে মসজিদে মুসল্লীর সংখ্যা মাশাল্লাহ্ আল্লাহর রহমতে এই করোনার উসিলায় অনেক বেড়েছে। ইস্ত্রি করা পাঞ্জাবিতে হালাল সুগন্ধি মেখে শুক্রবার জুম্মার নামাজ শেষ করে জাম্বুরা ওয়ালার দোকানে সে কি ভিড়! দুপা এগিয়ে গুড়া মাছের ফেরিওয়ালার সাথে দাম কষাকষি। প্রধান সড়কগুলোতে গাড়িঘোড়া অস্বাভাবিক রকম কম। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত আর শপিংমলগুলো সব বন্ধ এ ছাড়া বাদবাকি সবকিছুই 'মোটামুটি নরমাল'।

কিসের করোনা? কি করোনা? কোথাকার করোনা? নিরাপদ সামাজিক দূরত্ব আবার কি জিনিস? ফাইজলামি করেন? এইসব 'হুদাই', 'আজগুবি' গুজব চারিদিকে। করোনা আমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ্।

কেন পারবে না? তারও নানান ঝলমলে রঙীন বিশ্লেষণ আমাদের করা শেষ। বাংলাদেশের আবহাওয়ায় করোনা টিকতে পারবেনা। গরমে গলে যাবে। চীন থেকে মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ভ্রমণ করতে করতে বাংলাদেশে আসার পর করোনা ক্লান্ত হয়ে যাবে। শিশুকালে যক্ষার টিকা দিয়েছি,এখনও দাগ আছে। তাই আর চিম্তা নাই। রাখে আল্লাহ মারে কে? আল্লাহর হুকুম হলে একলা ঘরে একমাস বন্দী থাকলেও করোনায় ধরবে। আর হুকুম না হলে জনসমাগমে থাকলেও হবে না। সবই ঠিক কথা। না মানার কোন উপায়ই নাই। একবিংশ শতকের বাতাস খাই ঠিকই, কিন্তু উনিশশতকের গোড়ায় আটকে আছে এখনও আমাদের চিন্তাভাবনার দৌড়।

২০/২২ দিনে যেহেতু করোনা বাংলাদেশে তেমন 'সুবিধা করতে পারে নাই, তাই নিশ্চিত থাকেন আর কিছু হবে না'। এরইমধ্যে তো অনেকে উপসংহারের গানও গেয়ে ফেলেছেন, 'বলিষ্ঠ পদক্ষেপ নেয়ায় বাংলাদেশ করোনাকে যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে'।

আমরা আসলে কি?
উত্তর খুঁজে লাভ নাই। পাবেন না। নেই কোথাও।

যা হবার হয়েছে। যা বলার বলেছি। সময় খুব কম।
চলুন বিলুপ্তির হাত থেকে এই বিরল প্রজাতিকে বাঁচাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.