নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ রক্ষার সৈনিক

মারুফ মুনজির

আমাকে যে ভালবাসে তাকে আমার খুব ভাল লাগে

মারুফ মুনজির › বিস্তারিত পোস্টঃ

সঞ্চিতার স্মরনে

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

সঞ্চিতা কর

৩৩ তম ব্যাচ, সরকার ও রাজনীতি বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজ সঞ্চিতার মৃতু্বার্ষিকী



সঞ্চিতা

আজ তোমায় কেনো জানি খুব মনে পড়ছে,

কত কথা এসে ভিড় করে মনের কাছে,

বড় দিদি বলে ডেকেছি

কতো কথা বলেছি তোমার মুখস্তে থাকা একটেল নাম্বারে

কতো সহজভাবে আনমনে সেই নাম্বারটা ভুলে গেছি

হা হা হা দেখেছো কতো দারুন অভিনেতা আমি

চোখের সামনে থাকলে ভুলে যেতে কি পারতাম?

আচ্ছা তোমার কি মনে পড়ে সমাজবিজ্ঞান চত্তর,

ক্যাফেটেরিয়ার সামনের বেঞ্চের

সেকি তুমুল আড্ডার কথা

তোমার কি মনে আছে আমাদের, ফরিদের কথা

তুমিতো পরে আর তার খোজ নিলে না

কতো পরিবর্তন এসেছে তার মাঝে,

কি করো এতো দূরে থেকে?

কিসের এতো অভিমান?

তোমার কি মনে পড়ে সোনার গা ট্যুরে কি পড়ে গিয়েছিলে

আমি বলে দিচ্ছি খয়েরি কালারের সেলেয়ার

মাথায় খয়েরি টিপ,

তোমার কি মনে পড়ে রাত জেগে

কতো কথা বলতে ...

বাবার অপারেশনের রাতে সেকি সান্তনা দিলে আমায়

আচ্ছা দেখ কি স্বার্থপর আমি

পাচ বছর ব্যবধানে কি নির্লজ্জ স্বাভাবিকতায় বেমালুম ভুলে গেছি তোমাকে

সময়ের আয়নায় দেখা এই অদৃশ্য অপরাধবোধ

অনবরত মগজের কপাট খুলে খুঁটে খুঁটে খায়

তাহলে তোমার প্রস্থানের দিন হতে চিতায় দেহত্যাগের আগ পর্যন্ত

সবকিছু অভিনয় ছিল,

তাহলে বলতে হবে আমি বড় পাকা অভিনেতা।

আহ সেকি অব্যক্ত দৃশ্য

একপাশে শোকাহত পরিবার, বন্ধু,

একপাশে তোমার চির প্রস্থানের আয়োজন

চারিদিকে ফুলের মালায় সাজানো তোমার শেষ শয্যা

নতুন সোনালি পাড়ের শাড়িতে সেকি সুন্দর করে সাজালো তোমাকে

খোপায় ফুল, কপালে টিপ, ঠোটে লিপিস্টিক, দৃষ্টি-শূন্য আশাহীন চোখ

আদিম বিষণ্ণ প্রহরে সদ্যস্নাত নিরাবরণ তোমার চুল,

শ্মশানযাত্রীর শূন্যতার দুখ চুষে মৃত্যুবিলাস

ক্রমশ জীবন থেকে মুক্তির পথে তুমি।

তোমার বাবা অগ্নিমুখ করতেই বেহুশ হয়ে গেলেন

তোমার আমেরিকা ফেরত ভাইয়ের মাঝে

কি তিব্র অনাকাঙ্খা এই সামাজিক প্রথার বিরুদ্ধে

কতশত স্মৃতি নিয়ে শুয়ে আছো কফিন বদ্ধ তুমি,চিতায় সাতটি পাক, মন্ত্রপাঠ,

বিশ্বাস করো সারাক্ষন তোমার পাশে পাশে থাকার চেষ্টা করেছি

কিন্তু থাকতে কি পেরেছি

চারিদিকে হরি হরি হরি

ধোয়ায় আচ্ছন্ন চারিধার, বিবর্ন গন্ধ বয়ে উত্তপ্ত বাতাস

অগ্নি শিখা বাড়ছে,

তোমার চুল হয়ে চেনা চেহারায়...

আমি আর থাকতে পারিনি

বিশ্বাস করো আমি আর থাকতে পারিনি

এক বিষন্ন বিকেলে তোমার চির অচেনা নগরে প্রস্থানের খবর পাই,

বিশ্বাস অবিশ্বাস নিয়ে বন্ধুদের বারবার জিজ্ঞাসাবাদ

আমার যে বিশ্বাস হতে চায় না

পরদিন শোকসভা, শোক বই, কবিতা পাঠ, আলোচনা

দেয়ালে দেয়ালে দীর্ঘশ্বাস

অচেনা শুষ্ক ভারি কণ্ঠ, নির্বাক ব্যথিত আচ্ছাদনে শোকাহত ছলছল চোখ

মৃতচিহ্নে ভিতরে না বলা কথা মোচরে উঠে।

আহা অচিরেই কি নিদারুন চিরস্থায়ী বিচ্ছিন্নতা তোমার সাথে আমাদের।

বারডেমের হিম ঘরে একাকী রাত্রীযাপন শেষে

সামাজিক প্রথার আঘাতে

মিশে গেলে ধোয়া হয়ে চির অধরা আকাশের সাথে।

খুব জানতে ইচ্ছে করে

গ্রামের বাড়ির পুকুরের পাশে অস্তিত্বহীন নির্জনতায় তুমি কেমন আছো।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

আমি ময়ূরাক্ষী বলেছেন: কিছুই বলার নেই।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

মারুফ মুনজির বলেছেন: ঠিক বলেছেন..........শুধু অপেক্ষা

২| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আরজু পনি বলেছেন:

সঞ্চিতার আত্না শান্তি পাক :(

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০

মারুফ মুনজির বলেছেন: সঞ্চিতার আত্না শান্তি পাক

৩| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

নেক্সাস বলেছেন: সঞ্চিতার আত্না শান্তি পাক

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০

মারুফ মুনজির বলেছেন: সঞ্চিতার আত্না শান্তি পাক

৪| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সঞ্চিতার আত্না শান্তি পাক..মৃত্যু আমাকে ভাবিয়ে তুলে.মন বেদনার্ত করে যখন ভাবি মরতে হবে ....অজনা এক রাজ্যে সর্ম্পূর্ন একাকি....

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১

মারুফ মুনজির বলেছেন: বুঝতে পারি না কি যে করি

৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: :( :( :( :( :(

৬| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

বাংলাদেশের আইডল বলেছেন: সঞ্চিতার আত্না শান্তি পাক

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১

মারুফ মুনজির বলেছেন: আত্না শান্তি পাক

৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

সায়েম মুন বলেছেন: মন খারাপ করা লেখা। তার আত্মার শান্তি কামনা করছি।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

মারুফ মুনজির বলেছেন: ঠিক..........কিন্তু..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.