নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

তালহা তিতুমির

Intelligent Fool

তালহা তিতুমির › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ( সেনা, নৌ, বিমান ) র‌্যাংক সমূহ

২৮ শে মার্চ, ২০১০ সকাল ১০:২৭

সেনাবাহিনী---------------------নৌ বাহিনী---------------বিমান বাহিনী

জেনারেল------------------------এডমিরাল--------------এয়ার চিফ মার্শাল

লেফট্যানেন্ট জেনারেল-------ভাইস এডমিরাল---------এয়ার মার্শাল

মেজর জেনারেল--------------রিয়াল এডমিরাল---------এয়ার ভাইস মার্শাল

ব্রিগেডিয়ার জেনারেল-----------কমোডর----------------এয়ার কমোডর

কর্ণেল----------------------------ক্যাপ্টেন----------------গ্রুপ ক্যাপ্টেন

লেফট্যানেন্ট কর্ণেল-------------কমান্ডার----------------উইং কমান্ডার

মেজর---------------------------লে: কমান্ডার------------স্কোয়াড্রন লীডার

ক্যাপ্টেন-------------------------লেফট্যানেন্ট------------ফ্লাইট লেফট্যানেন্ট

লেফট্যানেন্ট------------------সাব লেফট্যানেন্ট---------ফ্লায়িং অফিসার

সেকেন্ড লেফট্যানেন্ট-----------মিডশিপম্যান-----------পাইলট অফিসার



তথ্যসূত্র: উইকি

মন্তব্য ৩৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১০ সকাল ১০:৩২

ফেরারী পাখি বলেছেন: এ ব্লগে অনেকেই হয়তো জানেন, কিন্তু আমি এত ধারাবাহিকভাবে আমি জানতাম না। কোন কিছু শিখে রাখতে দোষ নেই। কখন কোন কাজে লাগে। ভালো করে মনে রাখারর জন্য আপাততঃ প্রিয়তে নিলাম।

আর এসবের জন্য আপনাকে তো একটা ধন্যবাদ দিতেই হয়।

২৮ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৮

তালহা তিতুমির বলেছেন: জেনে রাখলে সুবিধাই বেশী। ধন্যবাদ।

২| ২৮ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৭

হামানিদস্তা বলেছেন: ঝানতামনা তো !

২৮ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৮

তালহা তিতুমির বলেছেন: কাজে লাগলেও লাগতে পারে

৩| ২৮ শে মার্চ, ২০১০ সকাল ১১:১৮

রাজীব বলেছেন: লং কোর্স কমিশন ও শর্ট কোর্স কমিশন কি জানেন কি?

২৮ শে মার্চ, ২০১০ সকাল ১১:২৩

তালহা তিতুমির বলেছেন: লংকোর্স মেইনলি যারা মেইনস্ট্রিম আর্মি অফিসার হবে তাদের জন্য। লংকোর্সের মেয়াদ ২ বছর। অন্যদিকে শর্টকোর্স মেডিকেল কোর বা এডুকেশন কোরের অফিসারদের জন্য-যার মেয়াদ ৬ মাস (খুব সম্ভবত)।

৪| ২৮ শে মার্চ, ২০১০ সকাল ১১:২০

অক্টোপাস বলেছেন: ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্য না জানলেই বরং ক্ষতির সম্ভবনা!! ++++++

২৮ শে মার্চ, ২০১০ সকাল ১১:২৪

তালহা তিতুমির বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে মার্চ, ২০১০ সকাল ১১:২৬

অনিকেত বলেছেন: এটাতো অফিসারদের ক্রম । সৈনিকদের টাও দেন ।

২৮ শে মার্চ, ২০১০ বিকাল ৩:০৩

তালহা তিতুমির বলেছেন: বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের র‌্যাংক

Junior Commissioned Officers
Master Warrant Officer (Previously - Subedar Major)
Senior Warrant Officer (Previously - Subedar)
Warrant Officer (Previously - Naib Subedar)
Non Commissioned Officers
Sergeant Major (Previously - Havildar Major)
Master Sergeant (Previously - Regimental Quarter Master Havildar)
Company Sergeant (Previously - Company Quarter Master Havildar)
Staff Sergeant (Previously - Company Havildar Major)
Sergeant (Previously - Havilder)
Corporal (Previously - Naik)
Lance Corporal (Previously - Lance Naik)
Private (Previously - Sainik)

বাংলাদেশ নৌবাহিনীর সৈনিকদের র‌্যাংক
Junior & non Commission Rank
01 DE.UC
02 Rank-Second Class.UT
03 Rank-Second Class (e.g.: REN II)(See D&R)
04 Rank-First Class (e.g.: REN I) (See D&R)
05 Leading
06 Petty Officer
07 Chief Petty Officer
08 Senior Chief Petty Officer
09 Master Chief Petty Officer

৬| ২৮ শে মার্চ, ২০১০ সকাল ১১:৩৬

সুবিদ্ বলেছেন: মিস গেল একটাঃ

ফিল্ড মার্শাল------এডমিরাল অব দ্য ফ্লিট------মার্শাল অব দ্য এয়ারফোর্স

২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩০

তালহা তিতুমির বলেছেন: বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে এসব র‌্যাংক এখনো সংযুক্ত হয়নি।

৭| ২৮ শে মার্চ, ২০১০ সকাল ১১:৪০

অর্থহীণ বলেছেন: এসবের জন্য আপনাকে তো একটা ধন্যবাদ দিতেই হয়।

২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩০

তালহা তিতুমির বলেছেন: হা হা

৮| ২৮ শে মার্চ, ২০১০ সকাল ১১:৫৬

চোখাচোখি বলেছেন:
এদের কার কী কাম?

২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩১

তালহা তিতুমির বলেছেন: বাংলার মাটি, পানি ও আকাশ রাখিব মুক্ত

৯| ২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১২:০০

অক্টোপাশ বলেছেন: এ ব্লগে অনেকেই হয়তো জানেন, কিন্তু আমি এত ধারাবাহিকভাবে আমি জানতাম না। কোন কিছু শিখে রাখতে দোষ নেই। কখন কোন কাজে লাগে। ভালো করে মনে রাখারর জন্য আপাততঃ প্রিয়তে নিলাম।

২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩২

তালহা তিতুমির বলেছেন: ধন্যবাদ

১০| ২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১২:০৫

সাইফূল ইসলাম বলেছেন: গুরুত্বপূর্ণ কিছু তথ্য। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩২

তালহা তিতুমির বলেছেন: আপনাকেও

১১| ২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১২:১৬

হায়রে দুনিয়া বলেছেন: সুবিদ্ বলেছেন: মিস গেল একটাঃ

ফিল্ড মার্শাল------এডমিরাল অব দ্য ফ্লিট------মার্শাল অব দ্য এয়ারফোর্স
-------------------------------------------
বাংলাদেশে নাই, নিকট ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশের আর্মি অত বড় সাইজের না। ফিল্ড মার্শাল ত অনেক বড় ব্যাপার, এমনকি বাংলাদেশে জেনারেল ও নাই। ওসমানী ছিলেন অনারারী জেনারেল, তারপর অনেক বছর পরে শেখ হাসিনা তার খালুকে ছ্যাচরামী করে জেনারেল বানায় দিছিল।

২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩৮

তালহা তিতুমির বলেছেন: কেন মইন উদ্দীন আহমেদ, বর্তমান সেনাপ্রধান এরা তো জেনারেল।

বাংলাদেশের আর্মি অত বড় সাইজের না। তবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ অত্যন্ত উঁচু মানের। আমেরিকার মতো অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র পেলে আমাদের সেনাবাহিনীও উপরের দিকেই থাকতো। বর্তমানেও পজিশান খারাপ না।

১২| ২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৫৭

হায়রে দুনিয়া বলেছেন: লেখক বলেছেন: কেন মইন উদ্দীন আহমেদ, বর্তমান সেনাপ্রধান এরা তো জেনারেল।

বাংলাদেশের আর্মি অত বড় সাইজের না। তবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ অত্যন্ত উঁচু মানের। আমেরিকার মতো অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র পেলে আমাদের সেনাবাহিনীও উপরের দিকেই থাকতো। বর্তমানেও পজিশান খারাপ না।
--------------------------------------------------------
হাসিনাই গত টার্মে তার ফুপ্পাকে জেনারেল বানায় এই ট্রেন্ড চালু করছে। তার আগ পর্যন্ত বাংলাদেশে শুধু ওসমানীই জেনারেল (অনারারী) ছিলেন। জিয়া/এরশাদ এরা কেউই জেনারেল না। এই দুইজন দেশ দখল করে ফেললেও এই একটা জিনিস কখনোই ধরে নাই। এই পদটা ছিল শুধুই দ্য বিগ গাই ওসমানীর জন্য।

হাসিনার ত সব কিছু গ্যাঞ্জাম করে খাওয়ার অভ্যাস। সে ক্ষমতায় এসেই তার রিটায়ার্ড ফুপাকে আর্মিতে ফেরত এনে জেনারেল বানায় দিল। বাংলাদেশের আর্মির যে সাইজ, তাতে জেনারেল থাকতে পারে না। কিন্তু হাসিনাকে এই কথা কে বুঝাবে? বলদি ত।

যেহেতু একবার চালু হয়ে গেছে, তাই মইন, মুবিন এরাও জেনারেল পদ নিয়ে নিছে।

আপনার মন্তব্যের দ্বিতীয় প্যারার সাথে আমি একমত। কিন্তু ওই যে বললাম, এটা সাইজের ব্যাপার, কোয়ালিটি না।

১৩| ২৮ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৩

লুকার বলেছেন:

পে-স্কেল, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধেগুলোও দেন।

৩০ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩৫

তালহা তিতুমির বলেছেন: সুযোগ সুবিধা ভালোই

১৪| ২৯ শে মার্চ, ২০১০ সকাল ১০:৫২

রাষ্ট্রপ্রধান বলেছেন: ফিল্ড মার্শাল মানে যখন একজন জেনারেল যুদ্ধ জয় করে , মার্শাল অব দা ব্যাটল ফীল্ড



এডমিরাল অব দ্য ফ্লিট মানে যখন কোনো ফ্লিটের এডমিরাল নৌ যুদ্ধ জয় করে


মার্শাল অব দ্য এয়ারফোর্স মানে এয়ার চিফ মার্শাল যখন কোনো এয়ার রেইড, ফীল্ড রেইড , ম্যাসিব ডগ ফাইট ওযুদ্ধ জয় করে

৩০ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩১

তালহা তিতুমির বলেছেন: জানলাম

১৫| ৩০ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৫৯

রাজীব বলেছেন: ইদানিং দেখলাম এইস, এস,সি পাসদেরকেও সর্ট কোর্স কমিশনে নেয়া হচ্ছে। তারা কি জেনারেল পর্যন্ত প্রমোশন পেতে পারবে?

৩০ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩০

তালহা তিতুমির বলেছেন: শিওরলি বলতে পারছি না, তবে উত্তর 'না' হওয়ার সম্ভাবনা বেশী।

১৬| ৩০ শে মার্চ, ২০১০ রাত ৯:৩৩

রাষ্ট্রপ্রধান বলেছেন: রাজীব বলেছেন: ইদানিং দেখলাম এইস, এস,সি পাসদেরকেও সর্ট কোর্স কমিশনে নেয়া হচ্ছে। তারা কি জেনারেল পর্যন্ত প্রমোশন পেতে পারবে?


এইস, এস,সি পাশের পর ট্রেনিং ও বিস্তর লেখাপড়ার এদেরকে গ্রাজুয়েট বলা হয় ।



জেনারেল হওয়াটা জৈষ্ঠতা, যোগ্যতা ও রাজ-অনৈতিক মামা খালু হওয়া লাগে ।

১৭| ১৬ ই মে, ২০১০ রাত ১:০৮

সৌম্য বলেছেন: উপরের কিছু কমেন্টের জবাবে,
বাংলাদেশ মিলিটারী একাডেমীতে ২বছর (এখন আড়াই সম্ভবত, আমরা ২ পাইছিলাম) ট্রেনিং শেষে ক্যাডেটরা সেকেন্ড লেফটেন্যান্ট হয় (এক বল্টু, মানে একটা পিপ, ঘারে প্রতীক)। এরা লং কোর্সের। ফাইটিং আর্মস যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে থাকে (ইনফ্যান্ট্রি-ইস্টবেঙ্গল আর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তথা বীর এবং আর্মার্ড বা সাঁজোয়া বা ট্যাঙ্ক বাহিনী) সাপোর্টিং আর্মস, যারা যুদ্ধ ক্ষেত্রে থাকে কিন্তু যুদ্ধ করেনা, কিংবা যুদ্ধ ক্ষেত্র থেকে দূরে থাকে কিন্তু সাহয্য করে যেমন, ইঞ্জিনিয়ারিং, আর্টিলারী, সিগন্যালস কোর, এবং সার্ভিস আর্মস (যেমন, ইএমই বা মেক্যানিক্যাল, সাপ্লাই কোর, এয়ার কোর-আমাদের দেশে নাই এখনো ইত্যাদি)। আর শর্ট কোর্সের ক্যাডেটরা আমাদের দেশে বিএমটিসি বা ব্যাসিক মিলিটারি ট্রেনিং কোর্স বিএমএ তে ৬ মাসের। এদের মাঝে থাকে ডাক্তার (আর্মি মেডিক্যাল কোর এবং ডেন্টাল কোর), এডুকেশান কোর, এবং আরভিএফসি (রিমাউন্ট ভেটেরনারী এন্ড ফার্মিং কোর) এগুলো। মেডিক্যাল কোর সরাসরি ক্যাপ্টেন (৩ বল্টু বা ৩ পিপস) হিসাবে কমিশান পায়। কিন্তু অন্যরা লেফটেন্যান্ট (দুই বল্টু তথা ২ পিপস) হয়।
সেকেন্ড লেফটেন্যান্টরা মুলত সামরিক কাজ শিখতেই ব্যাস্ত। কয়েকটা পরীক্ষা এবং কোর্স শেষে তারা লেফটেন্যান্ট (২বল্টু) হয়। আরো কিছু পরীক্ষা আর কোর্সের পরে ক্যাপ্টেন। এই কোর্স গুলোর মাঝে থাকে, বেসিক কোর্স (যেমন বেঙ্গল হলে সিলেটের এসআইএন্ডটিতে, আর্টিলারী হলে চিটাগাং এ), ওডাব্লুটি (উইপন ট্রেনিং) জেসিএসসি(কমান্ড এন্ড স্টাফ কোর্স), বেসিক কমান্ডো (যারা সরাসরি এডভান্স কমান্ডো করে তারা বুকে লাল-সোনালী কমান্ডো উইং বা স্কাই ডাইভিং এর উইং লাগায়া, এদের বেসিক করা লাগে না)। এর পরে নিজেদের স্ব স্ব কোর অনুযায়ী স্পেশাল কোর্স গুলো, মাস্টার্স ডিগ্রি (গ্রাজুয়েশান বিএমএতেই শেষ করতে হয়) ইত্যাদি করে (ইঞ্জিনিয়ার্সের ছেলেরা ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি নিতে হয়) মেজর হয়।
মেজর থেকে অল্প কজনই পিএসসি কোর্সে চান্স পায়। যারা পিএসসি (স্টাফ কলেজ) শেষ করে তারা লেফট্যানেন্ট কর্নেল হয় (ব্যাটালিয়ানের সিও)। এর পরে সুযোগ, অভিজ্ঞতা, এভেলিবিলিটি এবং ক্ষেত্র বিশেষে রাজনৈতিক পরিচয়। কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল (১স্টার), মেজর জেনারেল (২স্টার)-মুলত ডিভিশান জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং)। কিংবা প্রতিষ্ঠান গুলোর প্রধান। লেফট্যানেন্ট জেনারেল (বর্তমান কাঠামোতে সিজিএস বা চিফ অফ জেনারেল স্টাফ) এবং জেনারেল (বর্তমান কাঠামোতে একজন মাত্র ৪স্টার জেনারেল থাকেন যিনি হন সিএএস বা চিফ অফ আর্মি স্টাফ)। ফিল্ড মার্শাল শুধু মাত্র যুদ্ধকালীন সময়ে সরাসরি যুদ্ধরত জেনারেল হতে পারে। পৃথিবীর সব আর্মিতেই জেনারেল সর্বশেষ র‌্যাঙ্ক। ফিল্ড মার্শাল একটা উপাধি যা শুধু যুদ্ধ করা অবস্থায় ফোর স্টার জেনারেল রা নিতে পারেন। যেমন ৬৫র যুদ্ধের জল্লাদ ফিল্ড মার্শাল আয়ুব খান, ৭১ সালের যুদ্ধে ফিল্ডমার্শাল মানেক শ, ট্যাঙ্ক যুদ্ধের কিংবদন্তি মরু শৃগাল (ফিল্ড মার্শাল রোমেল-জার্মান এই সমরবীদ ট্যাঙ্ক যুদ্ধের পুরো বিজ্ঞানকেই উল্টে দিছিলেন-তাই বুদ্ধিমত্তার জন্যে ডেজার্ট ফক্স বলা হতো)

১৮| ১৬ ই মে, ২০১০ রাত ২:৫০

অস্থির পোলাপাইন বলেছেন: সৌম্য : সবই তো কইয়া দিলেন, ডিজিএফআই ধইরা নিয়া যাইব :) :) :)
আমার দোস্ত গো বিএমএ আর বাফার কাহিনী শুনতাম ভালোই লাগতো..।
এখন তো ট্রেনিং এ বিডি-০৮ রাইফেল ব্যাবহার করে

১৯| ১৬ ই মে, ২০১০ রাত ২:৫৮

ডলুপূত্র বলেছেন: আমার এক আত্মীয় আছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার। তার নামের শেষে আবার এনডিসি লাগানো। বুঝলাম না। জুনিয়র কমিশনড অফিসাররা কি এনডিসি কোর্সে সুযোগ পায়। তবে তিনি সম্প্রতি মিশন থেকে এসেছেন।

২০| ১৬ ই জুন, ২০১০ দুপুর ১২:১৩

ভাবসাধক বলেছেন: এসবের জন্য আপনাকে তো একটা ধন্যবাদ দিতেই হয়।

২১| ২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৫২

সাগর ঝিনেদা বলেছেন: thanks alot . i also search such this link to know details rank of our air,defence and police force?????????/do help me send all the rank with details ???????????????

২২| ২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৫২

সাগর ঝিনেদা বলেছেন: thanks alot . i also search such this link to know details rank of our air,defence and police force?????????
do you help me send all the rank with details ???????????????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.