নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপতির মৃত্যু নিয়ে ১৮ - ১৯ খেলা: ভূল? নাকি ইতিহাস বিকৃতির চেষ্টা? [প্রতিবাদে সুধরানো হলো]

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭



টিভি, রেডিও, পত্রিকা মারফত সবাই জানে, জানেনা শুধু লেখক ও সামুর মডুরা। তারা বলে, দেশের ১৮তম রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান

মোঃ জিল্লুর রহমান ১৮ তম নন, উনি ছিলেন দেশের ১৯তম রাষ্ট্রপতি এবং এই পদে ষোড়শ ব্যক্তি। আবদুস সাত্তার এবং সাহাবুদ্দিন আহাম্মদ দুইবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের পর তিনি ৩য় ব্যক্তি যিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব যারা পালন কালীন অবস্থায় মারা যান।

১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২।

২। সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত)- ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ৯ জানুয়ারি ১৯৭২।

৩। আবু সাইদ চৌধুরী- ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৩ ডিসেম্বর ১৯৭৩।

৪। মোহাম্মদ উল্লাহ- ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫।

৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৪ অগাস্ট ১৯৭৫।

৬। খন্দকার মোশতাক আহমেদ- ১৫ অগাস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫।

৭। এস এম সায়েম- ৭ নভেম্বর ১৯৭৫ থেকে ২০ এপ্রিল ১৯৭৬।

৮। জিয়াউর রহমান- ২১ এপ্রিল ১৯৭৬ থেকে ২৯ মে ১৯৮১।

৯। আবদুস সাত্তার (ভারপ্রাপ্ত)- ৩০ মে ১৯৮১ থেকে ১৯ নভেম্বর ১৯৮১।*

১০। আবদুস সাত্তার- ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৩ মার্চ ১৯৮২।*

১১। এ এফ এম আহসান উদ্দিন চৌধুরী- ২৭ মার্চ ১৯৮২ থেকে ১০ ডিসেম্বর ১৯৮৩।

১২। হুসেইন মুহম্মদ এরশাদ- ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০।

১৩। সাহাবুদ্দিন আহাম্মদ (অস্থায়ী)- ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ৯ অক্টোবর ১৯৯১।*

১৪। আবদুর রহমান বিশ্বাস- ৯ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬।

১৫। সাহাবুদ্দিন আহাম্মদ- ৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১।*

১৬। এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী- ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২।

১৭। মুহাম্মদ জমিরউদ্দিন সরকার (দায়িত্বপ্রাপ্ত)- ২১ জুন ২০০২ থেকে ৫ সেপ্টেম্বর ২০০২।

১৮। অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ- ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্রুয়ারি ২০০৯।

১৯। মো. জিল্লুর রহমান ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩।

সুত্র:

রাষ্ট্রপতির মৃত্যু নিয়ে কেন সামুর পোস্টে এই মিথ্যা তথ্যের প্রচারনা? তাও আবার স্টিকী করে হাজার হাজার লোককে পরানো হলো। এডমিনদের সহায়তা ছাড়া পোস্ট স্টিকী করা যায় না। এবার কোন অজুহাতে সামু তার দ্বা্যিত্ব এড়িয়ে যাবে? তাহলে কেন?

জবাব পাব না ব্যান হব?




আপডেট-১

আমাদের প্রতিবাদে সুধরানো হলো

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০১

নিশ্চুপ শরিফ বলেছেন: ব্যান।

২| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১০

তালপাতারসেপাই বলেছেন: এই ভুল তথ্য নিয়ে পোস্টটি স্টিকি হয় কি করে?

৩| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১২

আশফাক সুমন বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনাকে সালাম জানাই।

৪| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬

তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

কাজী মামুনহোসেন বলেছেন: //রাষ্ট্রপতির মৃত্যু নিয়ে কেন সামুর পোস্টে এই মিথ্যা তথ্যের প্রচারনা? তাও আবার স্টিকী করে হাজার হাজার লোককে পরানো হলো। এডমিনদের সহায়তা ছাড়া পোস্ট স্টিকী করা যায় না। এবার কোন অজুহাতে সামু তার দ্বা্যিত্ব এড়িয়ে যাবে? তাহলে কেন?//


ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, সামুর মডুরা জ্বীন অথবা পরী না !!!




২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

তালপাতারসেপাই বলেছেন: রাষ্ট্রপতির মৃত্যু নিয়ে ১৮ - ১৯ খেলা: ভূল? নাকি ইতিহাস বিকৃতির চেষ্টা?
ভূল সুধরানো হচ্ছেনা কেন?

৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮

আমরা তোমাদের ভুলব না বলেছেন: রাষ্ট্রপতির মৃত্যু নিয়ে কেন সামুর পোস্টে এই মিথ্যা তথ্যের প্রচারনা? তাও আবার স্টিকী করে হাজার হাজার লোককে পরানো হলো। এডমিনদের সহায়তা ছাড়া পোস্ট স্টিকী করা যায় না। এবার কোন অজুহাতে সামু তার দ্বা্যিত্ব এড়িয়ে যাবে? তাহলে কেন?
জবাব পাব না ব্যান হব?

৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪১

কোবিদ বলেছেন: কথায় আছে হুজুকে বাঙ্গালী,
আসল কাজের খবর নাই
নফল নিয়ে টানাটানি!!

১৮তম হোক কিংবা ১৯তম
তাতে কিই বা এমন আসে যায়?

সদ্য প্রায়াত রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা না করে
সাধারণ একটি বিষয় নিয়ে মাঠ গরম করার পায়তারাকে
কোন ভাবেই সমর্থন করা যায় না।
তা ছাড়া উইকিপিডিয়াতে তাঁকে বাংলাদেশের ১৮তম রাষ্ট্রপতি
বলা হয়েছে।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮

তালপাতারসেপাই বলেছেন: আপনার বাবার নামে স্থানে প্রতিবেশীর নাম আপনাকে খুশী করে?

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

তালপাতারসেপাই বলেছেন: উইকিপিডিয়াতে ? ওটা ছাগু নির্ভর

৮| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: হ ভাই বহুদিন পরে ত্যানা প্যাচানোর একটা সোযোগ আইছে, প্যাচাইতে থাকেন.....

সামু ভুল করছে, তার মানে এটা পাকিস্তান, ভারত অথবা বাংলাদেশ বিরোধী কোন পক্ষের চক্রান্ত, কি কন ?

আমি নিশ্চিত সামু টাকা খাইয়াই এই ইছ্যাকৃত মিথ্যা প্রচার করছে।

আমরা হুজুগে বাঙালী....



ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, সামুর মডুরা জ্বীন অথবা পরী না !!!

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

তালপাতারসেপাই বলেছেন: চক্রান্তে বাংলাদেশ এখন স্বাবলম্বী ছাগু বাহিনী একাই ২০০০% চক্রান্ত করতে পারে।

৯| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

কাজী মামুনহোসেন বলেছেন: অই মিয়া ইতিহাস বিকৃতি মানে আপনে কি কইতে চান ? X(( X(( X((

চোখ থিক্কা সন্দেহের চশমা খুলেন, শুধারানো হয়ে গেছে


বিষয়টা সামনে আনার জন্য ধন্যবাদ । 8-| 8-|

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১২

তালপাতারসেপাই বলেছেন: "কার নাম মুছতে চাইছেন ১৮ জন বলে?"

১০| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

ফার্ুক পারভেজ বলেছেন: এটা নিশ্চয়ই জামাত-শিবিরের চক্রান্ত।

এরকম বর্নিল-স্বনামধন্য রাজনৈতিক জীবনের অধিকারী ব্যাক্তির রাজনৈতিক ইতিহাসকে কলংকিত-বিকৃত করার উদ্দেশ্যে জামাত-শিবিরের মত স্বাধীনতা বিরোধীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে।

১১| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮

কোবিদ বলেছেন: লেখক বলেছেন: আপনার বাবার নামে স্থানে প্রতিবেশীর নাম আপনাকে খুশী করে?

আপনিকী প্রয়াত রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ?

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১

তালপাতারসেপাই বলেছেন: আর আপনি যে নেত্ত করছেন তা দেখতে পাচ্ছি

১২| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১

কোবিদ বলেছেন:

খুব খুশি হইছেন, এইবার অন্তত প্রয়াত রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করুন।

১৩| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




এক জন রাষ্ট্রপতির মেয়াত ৫ বছর ধরলে ১৯৭১ সাল থেকে ২০১৩ পর্যন্ত সর্বোচ্চ ৮/৯ জন রাষ্ট্রপতি হতে পারে। সেখানে ১৮/১৯ জন!

আমাদের এতো বেশী রাষ্ট্রপতির দরকার ছিল না। আমাদের দরকার বেশী বেশী রাষ্ট্র সেবক।

১৪| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

কোবিদ বলেছেন:
সেপাই হলেও তা তাল পাতার !!
তাল পাতার সেপাই দিয়ে ত্যানা প্যাচানো ছাড়া
অন্য কিছুই যে করা সম্ভব নয় তার উজ্জল প্রমান
তার এই ত্যানা পেচানো পোস্ট।
তিনি বহুবার ত্যানা প্যাচালেও এখন পর্যন্ত
রাষ্ট্রপতির মৃত্যুতে শোক বা তার আত্মার শান্তির
জন্য কোন প্রার্থনা করতে পারেন নি। পারবেন কি করে
তাল পাতার সেপাই খাতায় শোভা পায় যুদ্ধের মাঠে নয়।

ধন্যবাদ নন্দলাল, বেঁচে থাকো ত্যানা প্যাচানোর জন্য চিরকাল!!

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

তালপাতারসেপাই বলেছেন: আপনার এতো জ্বলে কেন? ভূল তথ্য দিতে পারেননি বলে?

যেখানে দেখিব হাদারাম, সে খানেই গদাম!

১৫| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯

কোবিদ বলেছেন:
রাজাকারের প্রমান এখানে যথার্থভাবে দিতে সক্ষম হয়েছো।
রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ না করে তার নাম্বার নিয়ে
বিতর্কের ত্যানা প্যাচাও!!
রাজাকার ঘোলা পনিতে সৎস্য শিকারে ওস্তাত,
গদামের জন্য প্রস্তত হও রাজাকার

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

রাখালছেলে বলেছেন: ব্যাপারটা সামুর বানানো নাকি সরকার স্বীকৃত ব্যাপারটা ভেবে দেখা দরকার । সরকারীভাবে অনেকসময় অনেক কিছুই এড়িয়ে যাওয়া হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.