নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার আগে আরও একবার তাঁকে হত্যার চেষ্টা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার কয়েক মাস আগে তাঁকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু সে সময় সরকারের কঠোর বিধিনিষেধের কারণে এ নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কোন রিপোর্ট প্রকাশ করা সম্ভব হয়নি। বিশ্বের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের সম্প্রতি ফাঁস করা এক নথিতে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। খবর অনলাইন দ্য হিন্দুর।
তখন ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তায় বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। ওই তারবার্তার তথ্যানুযায়ী, হত্যা প্রচেষ্টার প্রতিবেদনটি না ছাপার ব্যাপারে বাংলাদেশের সংবাদপত্রের ওপর সরকারী নির্দেশ ছিল। ১৯৭৫ সালের ২৩ মে পাঠানো ওই তারাবার্তায় বলা হয়, ২১ মে সন্ধ্যায় প্রেসিডেন্ট মুজিবুর রহমান হত্যা প্রচেষ্টার টার্গেট ছিলেন বলে দুটি রিপোর্ট আমাদের হাতে এসেছে। ঢাকার অদূরে একটি টিভি স্টেশন পরিদর্শন শেষে বাসায় ফেরার পথে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এ তথ্যের মূল উৎস ছিল ঢাকার মার্কিন দূতাবাসের এক বাঙালী রাজনৈতিক সহযোগী।
তিনি বলেছেন, রাষ্ট্রপতির নিরাপত্তা ইউনিটে দায়িত্বরত ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) তাঁকে এ তথ্য দিয়েছেন।
আরেকজন হচ্ছেন সাংবাদিক, যিনি তথ্য অফিসার এ্যালপার্নকে এ খবর দিয়েছেন। দুটি বিবরণেই হামলায় গ্রেনেড ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। ওই সাংবাদিকের দেয়া রিপোর্ট অনুযায়ী, হত্যা প্রচেষ্টায় মুজিব অক্ষত থাকলেও অজ্ঞাত দুই ব্যক্তি আহত হয়েছেন।
ওই সাংবাদিক আরও বলেছেন, প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট সংবাদ মাধ্যমকে ঘটনাটি চেপে যাওয়ার জন্য কড়া নির্দেশ দেয়া হয়েছিল। নিক্সন প্রশাসনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র ও মুজিবের সম্পর্কে টানাপোড়েন চলছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যখন পূর্ব পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশের অভ্যুদয় ঘটে তখনও দ্বিপক্ষীয় সম্পর্কের এ টানাপোড়েন অব্যাহত ছিল। শেখ মুজিবুর রহমানকে হত্যা ও সেনা অভ্যুত্থানের পর যে তারবার্তাগুলো পাঠানো হয়েছিল তাতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি প্রতিফলিত হয়।
মুল প্রতিবেদন:
Before his assassination, there was an attempt on Mujib’s life
An attempt was made to kill Bangladesh President Sheikh Mujibur Rahman a few months before he was assassinated on August 15, 1975.
The bid on Mujib’s life has come to light in a U.S Embassy cable from Dhaka to Washington, part of the Kissinger cables obtained and recently published by WikiLeaks.
According to the cable, the Bangladeshi press was under government orders not to report it.
“We have received two reports that President Mujibur Rahman was target of assassination attempt on evening of May 21,” the cable, sent on May 23, 1975, (1975dacca02535_b, confidential ) noted.
“Attempt occurred as Mujib was returning to his residence after visiting new tv station on outskirts of Dacca.”
The “primary source” of the information was the embassy’s “Bangalee political assistant who says he was told by deputy superintendent of police assigned to President’s security unit. Other is journalist who told information officer Alpern. Both accounts say grenade used. According [to] pressman’s report, Mujib escaped uninjured but two unidentified persons were injured. He adds press given strict instructions by press information department to suppress story.”
Relations between the U.S and Mujib were strained because of the Nixon administration’s close ties to Pakistan generally, and during the 1971 War in which East Pakistan broke away to form Bangladesh. Cables sent after the assassination and military coup reflect American concerns about the direction in which Bangladesh was headed.
In one cable (1975dacca03964_b, confidential ), the U.S Embassy reported that there was a “calm acceptance, and perhaps some sense of relief” at his death, though “no particular jubilation.”
The cable went on to say: “The relative ease with which power has been transferred suggests above all the degree to which Mujib and the Bangalees had become alienated from one another, the Bangalees from Mujib because of his failure to meet their aspirations and his apparent desire to hold power largely for personal agrandizement and dynastic reasons. And Mujib from the Banglaees as he grew more isolated from objective counsels and began to suffer the classic paranoia of the despot.”
The new government was “still a collection of overly familiar figures identified with the poor administration of post-liberation Bangladesh,” the cable observed, but seemed to think it would offer more “moderation,” and would have more “balance” in its relations with the Cold War powers.
“The quickening tempo of Sheikh Mujib’s efforts since early June to insure his stranglehold on power, together with the growing influence of his nephew Sheikh Moni, doubtless made the coup plotters conclude that no further delays in taking action was possible. That India’s Independence Day was chosen may have been merely incidental, but we note the coincidence,” the cable said.
The U.S. was concerned if India would interfere in Bangladesh again. Its embassy in New Delhi reported back (1975newde11059_b, confidential ) comments of Indian Army officers: “We have not seen or heard anything that would indicate that the Indian army eastern command has taken any special measures in connection with the Bangladesh coup, although our ability to monitor such developments is of course limited. For what it may be worth, both General Jacobs [Eastern Army Commander] and his immediate deputy, Major General Hari Shengel, were at [West Bengal] Governor [A.L] Dias’ Independence Day reception yesterday, along with what appeared to be all the rest of the senior officers of the eastern command. I spoke to both Jacobs and Shengel and they seemed relaxed and unconcerned. Neither mentioned the events in Bangladesh.”
India, of course, had reservations over the coup. This is made clear in a conversation (1975dacca11063_b, confidential) [লিন্কটি খুজছি কেউ জানালে ভাল হ্য়], between a U.S. Embassy official and a Ministry of External Affairs functionary, who expressed concern over the new Bangladesh government’s foreign policy.
The same cable says that “at an August 15 dinner for Ambassador, Foreign Secretary Kewal Singh and [principal secretary to Prime Minister, P.N] Dhar seemed relaxed about Bangladesh developments. They limited their comments to joking about how “all the old crowd” was coming back into office.”
Just as Bangladesh told its media to keep mum on the assassination bid, India also asked its media to be silent after the coup. “A press source told us August 15 that GoI censors have prohibited editorial comment on Bangladesh developments.”
আরো জানতে
Mujib’s killers case: A chronology of events
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪০
জাহাঙ্গীর জান বলেছেন: মাহামুদুর মিথ্যা বাদী হলে এর বিপরীত অংশটা লেখালিখি করতেন ঐ লোকটি আটক করে সরকার অনেক ভালো কাজ করেছে ।