নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

এমন নিউজ চাইনা : আন্তর্জাতিক গণমাধ্যমে সাভারের ভবন ধসের খবর।

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২



বুধবার সাভারে ভবন ধসে খবর বিশ্বের খ্যাতনামা সব গণমাধ্যম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেছে। বিবিসি, সিএনএন, আলজাজিরা, গার্ডিয়ান, ওয়ালস্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস, ডেইলি মেইল, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এএফপি, রয়টার্স, এপি, সিনহুয়াসহ প্রভাবশালী গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে এ খবর প্রকাশ করে। অনেক গণমাধ্যমে এটি ছিল শীর্ষ খবর।



এসব খবরে বলা হয়, বিধি না মেনে বাংলাদেশে গড়ে তোলা ভবনধস সাধারণ ঘটনা। এর আগে সাভারে তাজরীন গার্মেন্টে অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়টিও তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে সাভারের ভবন ধস



বিবিসি :



ভবনধস নিয়ে বিবিসির খবরের শিরোনাম ছিল ‘অ্যাট লিস্ট এইটটি ডেড ইন ঢাকা কলাপস’। এতে বলা হয়, ঢাকার কাছে আটতলা ভবনধসে অন্তত ৮০ জন নিহত ও ২০০ লোক আহত হয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। বিধি না মেনেই বাংলাদেশে বহুতল ভবন গড়ে তোলা হয়। দেশটিতে ভবনধস সাধারণ ঘটনা। এর আগে ২০১০ সালে ঢাকায় একটি ভবনধসে ২৫ জন নিহত হয়।



সিএনএন :



মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, বাংলাদেশে রফতানি আয়ের সিংহভাগ আসে গার্মেন্ট খাত থেকে। এর আগে সাভারের তাজরীন গার্মেন্টে ভয়াবহ আগুনের প্রসঙ্গ টেনে বলা হয়, বাংলাদেশের ৪ হাজার ৫০০টি গার্মেন্ট থেকে বিশ্বের নামকরা পোশাক ব্র্যান্ড টেসকো, ওয়ালমার্ট, জেসি পেনির মতো অনেক কোম্পনি পোশাক কিনে নেয়। তবে শ্রমিকের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিতই থেকে যাচ্ছে। CNN money



আলজাজিরা :

কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশনের অনলাইনে কমপক্ষে ৮২ জনের মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়, কয়েকশ’ মানুষ ধসেপড়া ভবনের নিচে আটকে আছে।



ডেইলি মেইল :

ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইলের খবরে বলা হয়, ঢাকা বিশ্বের অন্যতম জনাকীর্ণ শহর। এখানে ভবন নির্মাণের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি বা আইনকে তোয়াক্কা করা হয় না। আট বছর আগে একই এলাকায় আরেকটি গার্মেন্ট ফ্যাক্টরি ধসে ৭০ জন নিহত হয়। তাছাড়া গত বছর তাজরীন গার্মেন্টে আগুনে ১১২ জনের মৃত্যুর বিষয়টি তুলে ধরে খবরে বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।



দ্য হিন্দু :

ভারতের প্রভাবশালী পত্রিকা ‘দ্য হিন্দু’ অনলাইন সংস্করণে সাভারে ভবনধসে মৃতের সংখ্যা ৭০ বলে উল্লেখ করে।



জিনিউজ :

ভারতের সংবাদমাধ্যম জিনিউজ কয়েকজন শ্রমিকের উদ্বৃতি দিয়ে জানায়, মঙ্গলবার শ্রমিকরা ভবনটিতে ফাটলের বিষয়টি কর্তৃপক্ষে জানালেও তাদের কাজে যোগ দিতে বাধ্য করা হয়। অবৈধ বহুতল ভবনের জন্য ঢাকার কুখ্যাতি আছে বলেও উল্লেখ করা হয়।



এএফপি :

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ওই ভবনটিতে আগেই ফাটল দেখা দিলেও কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি। একজন শ্রমিকের উদ্বৃতি দিয়ে বলা হয়, গার্মেন্ট কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেছে। এর আগেও বাংলাদেশে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

সুত্র



আরো

নিউ ইয়র্ক টাইমস

টরেন্ট সান

VOA

bloomberg

ABC News

NBC

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.