নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত বছর বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনা ঘটেছে ৩০টি। তার আগের বছর এর চেয়ে অনেক বেশি বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়। সে তুলনায় পরিস্থিতি আগের তুলনায় উন্নতি হয়েছে। অথচ সংস্থাটি তাদের প্রতিবেদনে তা উল্লেখ করেনি। রামুর নৃশংসতার কথা উল্লেখ করলেও সরকারে পুনর্বাসন এবং অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এছাড়া পুলিশের বিভিন্ন নির্যাতনের কথা প্রতিবেদনে রয়েছে। কিন্তু রিপোর্টে পুলিশ হত্যার কথা বা জামায়াত-হেফাজতের নৈরাজ্যের কথা তুলে ধরা হয়নি। প্রতিবেদনে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের হামলার বিষয়ের চিত্র পুরোপুরি পরিষ্কার হয়নি। শ্রমিক নেতা আমিনুল ইসলামের মৃত্যুর ঘটনাটি বার বার ফিরিয়ে আনার মাধ্যমে এ্যামনেস্টি অন্য কোন বার্তা দিচ্ছে কি না সে বিষয়ে প্রশ্ন উঠেছে।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট প্রকাশের পর জাতীয় মানবাধিকার কশিনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম প্রতিক্রিয়ায় এসব বিষয় তুলে ধরেন।
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, গুম, নারী ও সংখ্যালঘু এবং পাহাড়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বুধবার লন্ডনে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জানুয়ারিতে বলেছিলেন দেশে মানবাধিকার লঙ্ঘনের কোন ঘটনা ঘটেনি। ‘তবে গত ডিসেম্বর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং সহিংসতার ঘটনা ঘটছে। বিরোধী দলের হরতালের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।’
এর প্রতিক্রিয়ায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১২ সালের সার্বিক প্রতিবেদন তেমন গুরুত্ব বহন করে না। তিনি বলেন, আগের চেয়ে বিচারবহির্ভূত হত্যাকা- অনেক কমেছে। যা এ্যামেনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তিনি বলেন, এ্যামেনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত বছর ৩০ জন বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়। তার আগের বছর এর চেয়েও অনেক বেশি বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়েছে। যা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ২০১১ ও ১২ সালের বিচারবহির্ভূত হত্যাকা-ের তুলনা করে প্রকাশ করা হলে প্রতিবেদনটি পূর্ণাঙ্গ হতো বলে মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
বিচারবহির্ভূত হত্যা, গুম ও খুন সম্পর্কে সংগঠনটির প্রতিবেদন সম্পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এসব বিষয়ে সরকারের কাছে সুপারিশ করা ছাড়া কিই বা করার আছে। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের হামলার বিষয়ে এ্যামনেস্টি যেসব তথ্য প্রকাশ করেছে তাতে এ হামলার বিষয়গুলো পুরোপুরি পরিষ্কার হয়নি। রিপোর্ট দেখে অনেক ক্ষেত্রে মনে হতে পারে সরকারের পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে এসব ঘটনায়। আর এটা কোনভাবেই কাম্য নয়। এটা সরকারের ইমেজে নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ড. মিজান বলেন, এসব ঘটনায় কিছু কিছু ক্ষেত্রে হয়ত রাজনৈতিক মদদ ছিল কিন্তু সরকারের পক্ষ থেকেও সমাধানের জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়েছিল। তাছাড়া মানবাধিকার সংস্থার পক্ষ থেকেও নিন্দা জানানোর পাশাপাশি এসব বিষয় সমাধানে সরকারকে পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, শ্রমিক নেতা আমিনুল ইসলামের মৃত্যুর ঘটনাটি বিভিন্ন সময়ে বিবৃতি বা প্রতিবেদনের মাধ্যমে রিপিট করার প্রবণতা দেখা গেছে। কিন্তু রিপিট করার মাধ্যমে এ্যামনেস্টি ঠিক কি বিষয়ে ইঙ্গিত করতে চেয়েছে তা স্পষ্ট নয়। ঘটনাটি অতীতের এবং নিঃসন্দেহে সেটা নিন্দনীয়। কিন্তু বিষয়টি বার বার ফিরিয়ে আনার মাধ্যমে এ্যামনেস্টি অন্য কোন বার্তা দিচ্ছে কি না তা বোধগম্য নয়।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টটি নিরপেক্ষ নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি সংগঠনটির প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা নিরপেক্ষতার কথা বললেও আপনাদের রিপোর্টটি নিরপেক্ষ না। কেননা রিপোর্টে পুলিশ হত্যার কথা বা জামায়াত-হেফাজতের নৈরাজ্যের কথা তুলে ধরা হয়নি।
শুক্রবার সকাল ১১টায় শাহবাগ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনÑ বিএনপি জামায়াতের দেশদ্রোহী কর্মকা- শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচারবহির্ভূত হত্যাকা-, গুম ও খুনের যে তথ্য দিয়েছে তাতে হিসাবের বিভ্রান্তি আছে। তবে এ সংখ্যা আগের বছরগুলোর তুলনায় কম। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বস্টন হত্যার আগে ম্যারাথনে বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের সময় একজনকে সে দেশের তদন্ত সংস্থার লোকজন গুলি করে মেরেছে। এটাকে কী বলা হবে? সবদিক বিবেচনা করে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে, কোনটি বিচারবহির্ভূত হত্যাকান্ড, কোনটি নয়। একটি গণতান্ত্রিক দেশে জনগণের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে। তিনি প্রশ্ন রাখেন, ডাকাতি করে গুলি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ যদি মানুষের জানমালের স্বার্থে গুলি ছোড়ে, তাহলে এটাকে কী বলা হবে? সংখ্যালঘু ব্যক্তিদের ওপর নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, রামু, নোয়াখালী, সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে। ২০০১ সালের নির্বাচনের পর খালেদা জিয়ার নেতৃত্বে যে সহিংসতা হয়েছে, তার তুলনায় এটা কম। এ দফায় হামলা চালিয়েছে মৌলবাদী জনগোষ্ঠী। মৌলবাদীদের দমনে সরকার বদ্ধপরিকর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন সাধারণ মানুষের অধিকার রক্ষায় ‘প্রযুক্ত’ হতে পারে। এ জন্য প্রতিষ্ঠানটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এ ধরনের প্রতিবেদন থেকে সরকার আরও মহৎ কিছু করতে পারে।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, গত কয়েক বছর এ সংগঠনটি সরকারের বিরুদ্ধে অপতৎপরতায় রয়েছে। কামরুল বলেন, বুধবার রাতে তেমনই একটি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা রিপোর্ট প্রকাশ করেছে তারা। এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এ রিপোর্ট সরকার প্রত্যাখ্যান করেছে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বৌদ্ধদের র্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আইন প্রতিমন্ত্রী বলেন, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে হেয় করার পাশাপাশি দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে। এটা তাদের অপতৎপরতা। তিনি প্রশ্ন রেখে বলেন, তারা রামুর নৃশংসতার কথা উল্লেখ করেছেন কিন্তু রামুতে সরকারে পুনর্বাসন এবং অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করেননি। উদ্দেশ্যপ্রণোদিত বলেই ভাল দিকগুলো উল্লেখ করা হয়নি। এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত বছর বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনা ঘটেছে ৩০টি। তার আগের বছর এর চেয়ে অনেক বেশি বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়। সে তুলনায় পরিস্থিতি আগের তুলনায় উন্নতি হয়েছে। অথচ সংস্থাটি তাদের প্রতিবেদনে তা উল্লেখ করেনি। রামুর নৃশংসতার কথা উল্লেখ করলেও সরকারে পুনর্বাসন এবং অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এছাড়া পুলিশের বিভিন্ন নির্যাতনের কথা প্রতিবেদনে রয়েছে। কিন্তু রিপোর্টে পুলিশ হত্যার কথা বা জামায়াত-হেফাজতের নৈরাজ্যের কথা তুলে ধরা হয়নি। প্রতিবেদনে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের হামলার বিষয়ের চিত্র পুরোপুরি পরিষ্কার হয়নি। শ্রমিক নেতা আমিনুল ইসলামের মৃত্যুর ঘটনাটি বার বার ফিরিয়ে আনার মাধ্যমে এ্যামনেস্টি অন্য কোন বার্তা দিচ্ছে কি না সে বিষয়ে প্রশ্ন উঠেছে।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট প্রকাশের পর জাতীয় মানবাধিকার কশিনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম প্রতিক্রিয়ায় এসব বিষয় তুলে ধরেন।
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, গুম, নারী ও সংখ্যালঘু এবং পাহাড়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বুধবার লন্ডনে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জানুয়ারিতে বলেছিলেন দেশে মানবাধিকার লঙ্ঘনের কোন ঘটনা ঘটেনি। ‘তবে গত ডিসেম্বর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং সহিংসতার ঘটনা ঘটছে। বিরোধী দলের হরতালের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।’
এর প্রতিক্রিয়ায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১২ সালের সার্বিক প্রতিবেদন তেমন গুরুত্ব বহন করে না। তিনি বলেন, আগের চেয়ে বিচারবহির্ভূত হত্যাকা- অনেক কমেছে। যা এ্যামেনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তিনি বলেন, এ্যামেনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত বছর ৩০ জন বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়। তার আগের বছর এর চেয়েও অনেক বেশি বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়েছে। যা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ২০১১ ও ১২ সালের বিচারবহির্ভূত হত্যাকা-ের তুলনা করে প্রকাশ করা হলে প্রতিবেদনটি পূর্ণাঙ্গ হতো বলে মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
বিচারবহির্ভূত হত্যা, গুম ও খুন সম্পর্কে সংগঠনটির প্রতিবেদন সম্পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এসব বিষয়ে সরকারের কাছে সুপারিশ করা ছাড়া কিই বা করার আছে। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের হামলার বিষয়ে এ্যামনেস্টি যেসব তথ্য প্রকাশ করেছে তাতে এ হামলার বিষয়গুলো পুরোপুরি পরিষ্কার হয়নি। রিপোর্ট দেখে অনেক ক্ষেত্রে মনে হতে পারে সরকারের পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে এসব ঘটনায়। আর এটা কোনভাবেই কাম্য নয়। এটা সরকারের ইমেজে নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ড. মিজান বলেন, এসব ঘটনায় কিছু কিছু ক্ষেত্রে হয়ত রাজনৈতিক মদদ ছিল কিন্তু সরকারের পক্ষ থেকেও সমাধানের জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়েছিল। তাছাড়া মানবাধিকার সংস্থার পক্ষ থেকেও নিন্দা জানানোর পাশাপাশি এসব বিষয় সমাধানে সরকারকে পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, শ্রমিক নেতা আমিনুল ইসলামের মৃত্যুর ঘটনাটি বিভিন্ন সময়ে বিবৃতি বা প্রতিবেদনের মাধ্যমে রিপিট করার প্রবণতা দেখা গেছে। কিন্তু রিপিট করার মাধ্যমে এ্যামনেস্টি ঠিক কি বিষয়ে ইঙ্গিত করতে চেয়েছে তা স্পষ্ট নয়। ঘটনাটি অতীতের এবং নিঃসন্দেহে সেটা নিন্দনীয়। কিন্তু বিষয়টি বার বার ফিরিয়ে আনার মাধ্যমে এ্যামনেস্টি অন্য কোন বার্তা দিচ্ছে কি না তা বোধগম্য নয়।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টটি নিরপেক্ষ নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি সংগঠনটির প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা নিরপেক্ষতার কথা বললেও আপনাদের রিপোর্টটি নিরপেক্ষ না। কেননা রিপোর্টে পুলিশ হত্যার কথা বা জামায়াত-হেফাজতের নৈরাজ্যের কথা তুলে ধরা হয়নি।
শুক্রবার সকাল ১১টায় শাহবাগ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনÑ বিএনপি জামায়াতের দেশদ্রোহী কর্মকা- শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচারবহির্ভূত হত্যাকা-, গুম ও খুনের যে তথ্য দিয়েছে তাতে হিসাবের বিভ্রান্তি আছে। তবে এ সংখ্যা আগের বছরগুলোর তুলনায় কম। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বস্টন হত্যার আগে ম্যারাথনে বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের সময় একজনকে সে দেশের তদন্ত সংস্থার লোকজন গুলি করে মেরেছে। এটাকে কী বলা হবে? সবদিক বিবেচনা করে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে, কোনটি বিচারবহির্ভূত হত্যাকান্ড, কোনটি নয়। একটি গণতান্ত্রিক দেশে জনগণের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে। তিনি প্রশ্ন রাখেন, ডাকাতি করে গুলি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ যদি মানুষের জানমালের স্বার্থে গুলি ছোড়ে, তাহলে এটাকে কী বলা হবে? সংখ্যালঘু ব্যক্তিদের ওপর নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, রামু, নোয়াখালী, সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে। ২০০১ সালের নির্বাচনের পর খালেদা জিয়ার নেতৃত্বে যে সহিংসতা হয়েছে, তার তুলনায় এটা কম। এ দফায় হামলা চালিয়েছে মৌলবাদী জনগোষ্ঠী। মৌলবাদীদের দমনে সরকার বদ্ধপরিকর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন সাধারণ মানুষের অধিকার রক্ষায় ‘প্রযুক্ত’ হতে পারে। এ জন্য প্রতিষ্ঠানটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এ ধরনের প্রতিবেদন থেকে সরকার আরও মহৎ কিছু করতে পারে।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, গত কয়েক বছর এ সংগঠনটি সরকারের বিরুদ্ধে অপতৎপরতায় রয়েছে। কামরুল বলেন, বুধবার রাতে তেমনই একটি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা রিপোর্ট প্রকাশ করেছে তারা। এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এ রিপোর্ট সরকার প্রত্যাখ্যান করেছে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বৌদ্ধদের র্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আইন প্রতিমন্ত্রী বলেন, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে হেয় করার পাশাপাশি দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে। এটা তাদের অপতৎপরতা। তিনি প্রশ্ন রেখে বলেন, তারা রামুর নৃশংসতার কথা উল্লেখ করেছেন কিন্তু রামুতে সরকারে পুনর্বাসন এবং অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করেননি। উদ্দেশ্যপ্রণোদিত বলেই ভাল দিকগুলো উল্লেখ করা হয়নি। এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। Click This Link
©somewhere in net ltd.