নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

হৃদয় হ্যাক হয়ে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র!!!

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

কম্পিউটার হ্যাক হতে শুনেছেন, হৃদয় হ্যাক হতে শুনেছেন কি?



সাইবারক্রিমিনালেরা এক সময়ে আক্রমণ করতো কম্পিউটার, নেটওয়ার্ক। কিন্তু এখন সাইবারক্রিমিনালদের আক্রমণ আসতে পারে আপনার জীবনের উপরেও, রীতিমতো মানুষ খুন করার কাজে যুক্ত হতে পারে সাইবার অপরাধীরা। নাহ, ফেইসবুক ব্যবহার করে উস্কানী দেয়ার কথা বলছিনা, বরং বলছি, সাম্প্রতিক কালের খুব "স্মার্ট" গোছের মেডিকেল ডিভাইস নিয়ে, যেমন পেসমেকার কিংবা ডায়াবেটিক ডিভাইস।



এক সময়ে হার্টের গতিবিধি ভালো রাখার জন্য ব্যবহৃত পেসমেকার (যা বুকের ভেতরে বসানো হয়) ছিলো dumb device। কিন্তু কোনো এক কুক্ষণে সেটাকে স্মার্ট করা হলো অনেক ফিচার যোগ করে। আর সেটার কনফিগারেশন আপডেট করার জন্য সাম্প্রতিক কালে ওয়ারলেস প্রযুক্তি যোগ করা হয়েছে। আইডিয়া হলো, ডাক্তারেরা রোগীর হার্টের পেসমেকারে লগিন করে বাইরে থেকেই সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন।



ভালো আইডিয়া - সামান্য কনফিগারেশন পাল্টাতে আর রোগীর বুক চেরা লাগছেনা, আর ডাক্তারের চেম্বারেও যাওয়া লাগছেনা। সমস্যাটা কোথায়?



খুউউব গুরুতর সমস্যা - এখনকার এসব মেডিকেল ডিভাইসে সিকিউরিটির অবস্থা যা-তা। গত বছর একজন রিসার্চার হাতেনাতে দেখিয়েছেন, ৫০ ফুট দূর হতে কারো বুকের পেসমেকারকে হ্যাক করে তার হৃদপিণ্ডে সরাসরি ৮৩০ ভোল্টের শক দিয়ে তাকে মেরে ফেলা যায়। শুধু পেসমেকার না, ডায়াবেটিক পেশেন্ট যারা বহনযোগ্য ইনসুলিন পাম্প ব্যবহার করেন, তাদের এসব পাম্পে ওয়ারলেস ইন্টারফেস থাকলে ৩০০ ফুট দূর থেকে সেটাকে হ্যাক করে রোগীকে অতিরিক্ত ইনসুলিনের ডোজ দিয়ে মেরে ফেলা সম্ভব।



কম্পিউটার আক্রান্ত হলে বড়জোর ডেটা বা টাকা পয়সা চুরি যায়, কিন্তু হৃদয়? কবিরা হৃদয়চুরি নিয়ে ভাবাবেগে ভেসে যেতে পারে, কিন্তু সাইবারক্রিমিনালেরা? হৃদয় হ্যাক হয়ে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। ডিজিটাল প্রযুক্তি ভালো অনেক কিছু দিয়েছে, কিন্তু এই হৃদয় চুরির জন্য খুলে দিয়েছে রাস্তা।



(মানুষকে ভয় দেখাই দুই দিন পরে পরে - একবার মোবাইলে গান শুনে ডেটা চুরি, আরেকবার বলি হৃদয়চুরির কথা। অভ্যাস পাল্টাতে হবে মনে হচ্ছে!)



(বিস্তারিত জানতে আগ্রহীরা এই খবরটা পড়ে দেখতে পারেন - Click This Link)) সুত্র রাগিব

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:০২

সায়েদা সোহেলী বলেছেন: হুম গভীর চিন্তার বিষয় !!
হৃদয় নিয়ে কোন রকম রিক্স নেয়া ঠিক না B:-)





তবে অভ্যাস বদলাতে হবে বইকি /:)

২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:১৭

দুরন্ত-পথিক বলেছেন: হৃদয় চুরি! ভাই আমার একটা মাত্র হ্রিদয়,কিছুতেই এটার মধ্যে কোন কিছু বসাতে দেয়া যাবেনা।

৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:২১

রাগিব বলেছেন: ভাই, আমার স্ট্যাটাসটা দাড়ি কমা সহ কপি মারলেন, নামটা উল্লেখ করতে তো পারতেন ভদ্রতা করে!!
Click This Link

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:১৬

তালপাতারসেপাই বলেছেন: তাই?

৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

বলেন কি? শেষ পর্যন্ত হৃদয় হ্যাক B:-) B:-) B:-)

৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:২৬

অভি৯১৭৫ বলেছেন: রাগিব স্যারের স্ট্যাটাস, নাম উল্লেখ করা ভদ্রতা

৬| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:২৭

রাগিব বলেছেন: অন্যের লেখা এভাবে চুরি করাটা ঠিক না। আপনি দয়া করে এই পোস্টটি সরান, অথবা অন্তত আমার লেখা এখানে কপিপেস্ট করে যোগ করেছেন, তা স্বীকার করুন।

Click This Link

৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: রাগিব ভাইয়ের ফেইসবুক স্টেটাসে তো ব্যপারটা পড়লাম ---

উনি আবার আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও NPR এ এসব নিয়েই আলাপ আলোচনাও করছেন!

সোসু্ত্র উল্লেখ করেন ভাইজান - তা না হলে পাবলিক চোর কইবো!

৮| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৮

গারো হিল বলেছেন: হাম্বার ধরা খাইছে =p~ =p~ =p~

৯| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩১

আহমদ শরীফ বলেছেন: ভাই এগুলান ঠিক না । লেখকের নামটা দেওয়া উচিত ।


Click This Link

১০| ০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রাগিব বলেছেন: অন্যের লেখা এভাবে চুরি করাটা ঠিক না। আপনি দয়া করে এই পোস্টটি সরান, অথবা অন্তত আমার লেখা এখানে কপিপেস্ট করে যোগ করেছেন, তা স্বীকার করুন।

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.