নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

দেশবাসী অপমানিত বেগম জিয়ার আচরণে

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫


বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সেই যে পাকিস্তানি ক্যান্টনমেন্টে আটকা পড়েছিলেন, মানসিকভাবে সেখান থেকে আর বের হতে পারেননি। এরপর থাকতেন তিনি বাংলাদেশের সেনা শিবিরস্থ বিশাল বিলাসবহুল বাসায়, মঈনুল রোডে। ওখানে থাকতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ক্যান্টনমেন্টের বাসা ছিল তার কাছে তার রাজনৈতিক নক্শা প্রণয়নের উপুক্ত জায়গা। ওখানে বসবাস করে যত রাজনৈতিক সাফল্য তিনি পেয়েছেন, অত সাফল্য ওখান থেকে ছিটকে পড়ার পর আর পাননি।
রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান যে প্রক্রিয়ায়ই হোক মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, ভারতেই অবস্থান করেছিলেন। সেখান থেকে বেগম জিয়ার কাছে লোক পাঠিয়েছিলেন ভারতে যাওয়ার জন্য। তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কেন করেছিলেন, তার ব্যাখ্যা আজ পর্যন্ত তিনি নিজে জাতিকে দেননি, গোপনই রেখে দিলেন। তার মুখ থেকে এর কারণ জানার অধিকার দেশবাসীর আছে। এতবড় একজন নেত্রী মুক্তিযুদ্ধের মূলধারার বিপক্ষে অবস্থান নেয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বাংলাদেশের মাটিতে কোনো ক্রমেই পাকিস্তান প্রীতির ভাবধারা প্রতিষ্ঠা পেতে দেয়া যায় না। তাকে কেন্দ্র করে পাকিস্তানি পরিত্যক্ত ভাবধারা কার্যকর আছে বাংলাদেশে, এটা মেনে নেয়া যায় না। থুথু মুূখ থেকে মাটিতে ফেলে পুনরায় তা চেটে খাওয়া যায় না। পাকিস্তানি আদর্শে রাজনীতি করা থুক ফেলে দিয়ে থুক তুলে খাওয়ার সমতুল্য।
জাতির জনক এবং তার পরিবার, জিয়া ও বেগম জিয়ার প্রতি কোনো অবিচার করেনি কখনো। জিয়াউর রহমান ক্ষেপে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান হতে না পেরে, শফিউল্লাহ সাহেবকে সেনাপ্রধান করাতে। যা হোক, বেগম জিয়াকে বঙ্গবন্ধু নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন। এক বিশেষ পরিস্থিতিতে তার সংসারে ফেরার ব্যবস্থাও করে দিয়েছিলেন। এসবের জন্য তিনি মনে মনেও বঙ্গন্ধুর প্রতি কৃতজ্ঞ হতে পারতেন। তাও হননি। বরং তুচ্ছতাচ্ছিল্যই করেছেন বঙ্গবন্ধুকে সারা জীবন। লন্ডনে বসে তারেক জিয়া বঙ্গবন্ধু সম্পর্কে যে অশ্রদ্ধা জ্ঞাপক কথাবার্তা বলেছেন, সে ব্যাপারে বেগম জিয়া তারেককে সংযত হতে বলতে পারতেন। তাতে তার লাভ হতো। বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে স্বাধীনতাকে শ্রদ্ধা করার পথ খোলা আছে বলে আমার মনে হয় না। স্বয়ং জিয়াউর রহমান একবার ক্ষমতায় থাকতে দৈনিক সংবাদের প্রতিনিধির কাছে বলেছিলেন, ‘তিনি আমাদের জাতির মহান নেতা’। পারত পক্ষে জিয়া বঙ্গবন্ধুকে কটাক্ষ করতেন না। বেগম জিয়া তার স্বামীর এই সূ² পলিসি অনুকরণ করলে ভালো করতেন। তার প্রধান প্রতিদ্ব›দ্বী শেখ হাসিনা, মনের খেদ মিটিয়ে তাকেই সমালোচনা করতে পারতেন। বঙ্গবন্ধুকে হেয় না করলেই ভালো হতো।
পাকিস্তানি একজন সামরিক অফিসার ব্রিগেডিয়ার জানজুয়ার মৃত্যুতে তিনি প্রটোকল ভঙ্গ করে শোকবার্তা পাঠিয়েছিলেন। অর্থাৎ একাত্তরের ক্যান্টনমেন্টেই আছেন তিনি তার প্রমাণ দিলেন। ব্যাপারটি যে মুক্তিযুদ্ধের পক্ষের অগণিত মানুষের মনে কষ্ট লাগার ব্যাপার, তাও ভাবেননি তিনি। তার রাজনৈতিক গতিবিধি আমাদের জানিয়ে দিচ্ছে যে, তিনি রাজনীতির ক্ষেত্রে ভালো পরামর্শদাতা পাননি। শত্রু দেশের আদর্শ দিয়ে মহৎ রাজনীতি প্রতিষ্ঠা করা যায় না।
তিনি তিনবার প্রধানন্ত্রী ছিলেন (১ বার ছিলেন স্বল্পতম সময়)। তিনি জাতির জীবনে ঘটে যাওয়া কয়েকটি স্পর্শকাতর হত্যাকাণ্ডের কোনো বিচার করা, এমন কি তদন্ত করা সম্পর্কে ন্যূনতম চিন্তা করেননি। ১৫ আগস্ট হত্যা, জেল হত্যা, ২১ আগস্ট হত্যা, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা সম্পর্কে নিশ্চুপ ছিলেন।
এত দিনে তার মধ্যে একটি উত্তরণ দেখে আমি খুশি হয়েছি যে, তিনি তার মন থেকে ভারত বিদ্বেষ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবেশির গুরুত্ব সাংঘাতিক এ কথা তিনি আরো গভীরভাবে ভাবলে মঙ্গলজনক হবে। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বিদ্বেষের মাত্রা কমিয়ে আনতে শুরু করেছেন। ‘মসজিদে উলুধ্বনি বাজবে’ বা ‘গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেবো’ গোছের বক্তৃতা তিনি আজকাল আর দেন না।
কিন্তু বিচলিত হচ্ছি যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়ার কারণে। পর পর দুবার আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান যুদ্ধাপরাধী বিচারের রায় নিয়ে আপত্তিকর অযাচিত মন্তব্য করেছে। আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। বাংলাদেশের বর্তমান সরকার তার কড়া প্রতিবাদ করেছে; কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ ব্যাপারে কোনো প্রতিবাদমূলক কিছু বলেননি। বরং নীরব থেকে পাকিস্তানকে সমর্থনই করেছেন। পাকিস্তান একাধিকবার দাবি করেছে বাংলাদেশের যুদ্ধাপরাধীরা তাদের লোক। তারা খোলাখুলি বলছে যে, পাকিস্তানকে সমর্থন করার কারণে বাংলাদেশ সরকার তাদের ফাঁসি দিচ্ছে।
এসব কথার বিরুদ্ধে প্রতিবাদ নেই কেন বেগম জিয়ার? প্রতিবাদ না করার ভেতর দিয়ে এই দায় তিনি নিচ্ছেন যে, পাকিস্তান সমর্থকরা তার দলভুক্ত ও জোটভুক্ত। কেন তিনি যুদ্ধাপরাধের পক্ষ নেবেন? একাত্তরের মানবতাবিরোধীদের প্রোটেকশন দেয়ার রাজনীতি কেন তিনি করবেন? অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, বেগম জিয়া জামায়াত ত্যাগ করলে তার দলের কোনো ক্ষতি হবে না, তবুও তিনি জামায়াত ত্যাগের কথা ভাবতেও পারেন না। ঐ যে বলেছি, মানসিকভাবে পড়ে আছেন ১৯৭১-এর পাকিস্তানি ক্যান্টনমেন্টে, সেটাই ঠিক কথা। তিনি বোধ করি রাজনৈতিক বিচক্ষণতা দিয়ে খেয়াল করেননি যে, আওয়ামী লীগ দলীয়ভাবে যুদ্ধাপরাধের বিচারের পদক্ষেপ নেয়নি। এমন ভাবনা তারা এককভাবে ভেবে ওঠার সাহস পায়নি। জামায়াতিদের আস্ফালনের কারণে অরাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে যুদ্ধাপরাধের বিচারের দাবি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। যেমন, ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচী, সেক্টর কমান্ডারস্ ফোরাম, প্রজন্ম ’৭১, গণজাগরণ মঞ্চ ইত্যাদি। বেগম জিয়া এটাও খেয়াল করেননি যে গণজাগরণ মঞ্চ নতুন করে দেশের ভেতরে মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করতে সক্ষম হয়েছে। এর ফলে জাতি জামায়াতিদের ঔদ্ধত্য, আস্ফালন হজম করতে অপারগ হয়ে উঠেছে।
এসব চিত্র সামনে রেখেও বেগম জিয়া যুদ্ধাপরাধীদের বলছেন ‘জাতীয় নেতা’, বিরোধী দলীয় নেতা’ ইত্যাদি। তার দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হলো ‘সালাউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পায়নি।’ ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার পর স্বয়ং বেগম জিয়া গেলেন সাকার পরিবারকে সান্ত¡না দেয়ার জন্য। তাই রবীন্দ্রনাথের কবিতা মনে পড়লো, ‘হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান।’ (গীতাঞ্জলি, অপমানিত)। এবং সমানভাবেই অপমানিত বোধ করছে সমগ্র দেশবাসী বেগম জিয়ার এই আচরণে। এতে প্রমাণিত হলো সাকাকে অশ্লীল আচরণ করার সাহস যোগান দিয়েছিলেন বেগম জিয়া স্বয়ং। শেখ হাসিনাকে কুরুচিপূর্ণ কথা বলার, বঙ্গবন্ধুকে উপহাস করার, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যঙ্গ করার স্পর্ধা সাকা পেয়েছিলেন বেগম জিয়ার সমর্থন থেকে। এও লক্ষ্য করার বিষয় যে, বঙ্গবন্ধু হত্যা এবং মানবতাবিরোধী অপরাধীদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন বেগম জিয়ার উকিলরা। এত বড় জঘন্য অপরাধীদের তারা নির্দোষ প্রমাণের চেষ্টা চালিয়েছেন। জনগণের পক্ষ থেকে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এমন একটি জল্লাদী দল নিয়ে বেগম জিয়া হেঁটে চলেছেন রাজনীতিতে। তার শুভবুদ্ধির উদয় হোক, এটা আমাদের নতুন বছরের কামনা। সুত্র

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫২

চাঁদগাজী বলেছেন:

চুরির বিচার করলে পাকী ম্যাডাম জেলে চলে যাবে।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

কারাবন্দি বলেছেন: মুক্তিযুদ্ধে শহীদরা নিছক কোন সংখ্যা নয়, কোন ক্রিকেটের স্কোর না যে বাড়িয়ে বললেই তাদের সম্মান বৃদ্ধি পাবে। বরং এখনো উদ্যোগ নিয়ে শহীদদের তালিকা তৈরী করাটাই তাদের প্রতি সম্মান জানানোর সর্বোত্তম উপায়।

প্রতিবছর হাতে গোনা বিশ -পচিশটা শহীদ পরিবার কেবল সাহায্য ও সম্মান পায়। ঘুইরা ঘুইরা ওই ওরাই। বাকি উনতিরিশ লাখ নিরাইনব্বই হাজার নয়শ পয়ষট্টি ফ্যামিলি তাইলে ঢেউটিন? যাদের পরিবারের কেউ না কেউ মারা পড়ছে, গুইনা গুইনা তাদের সবাইরে সম্মান ও ক্ষতিপূরণ দিতে হবে। খালি গলার রগ ফুলাইনা গায়েবি আওয়াজ করলে হবে না।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২

লালূ বলেছেন: মুক্তি যুদধে কত লোক মারা গেছে সে বিতর্কে আমি যাব না তবে আমি মনে করি
দুটি কারনে মুক্তিযুদ্ধে নীহতের তালিকা দরকার ১) সরকার সীদধানত নিয়েছে শহীদ পরিবারকে মাসে ২২ হাজার করে টাকা ভাতা দিবে ! ! শহীদ পরিবারকে ভাতা দেয়ার জন্যেই শহীদের সঠিক তালিকা দরকার কেউ যাতে বাদ না পড়ে আর ভুয়া কেউ যাতেভাতা না পেতে পারে ! ২) বাংলাদেশের গ্রামের যে সব মানুষ একাওরে শহীদ হয়েছেন ইউনিয়ন পরিষদ অফিসের সামনে সমৃতি ফলক তৈরি করে তাদের নামের তালিকা খোদ:াই করে রাখা হোক । প্রজনম থেকে প্রজনম শ হীদের তালিকা দেখে তাদের সমমান জানাবে !

! মুকতিযোদধার পরিসংখনের চেয়ে মুকতিযুদধে শহীদের সংখা নির্নয়ন অধিকরও সহজ ! জীবিত লোকেদের লোভ লালাসা কাজ করে ! মুকতিযোদধার তালিকা করতে হবে জীবিত লোকেদের উপর আর সে তালিকা তৈরি করতে লোভ লালসায় অসমভব হয়ে উঠবে ঐ কাজ বিধায় কাজটি দুরুহ । তার চেয়ে বরং স হ জ কাজ হবে একাওরে কত লোক নীহত হয়েছে । মৃত লোকের তালিকা তাই লোভ লালসার কোন বালাই নাই এখানে । নির্ভেজাল তালিকা করা যেতে পারে স হজেই !

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

বাংলার জামিনদার বলেছেন: জামাতকে দায়িত্ব দেওয়া হোক, কামডা তো আসলে তারাই করছে।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

অন্য কথা বলেছেন: মুক্তিযোদ্ধার লিস্ট না করে মুসলিম লীগ-জামাত-রাজাকারের লিস্ট করা হোক। আর তৎকালীন ইন্ডিয়ায় অবস্থানরত জনগনের/শরণার্থী লিস্ট তো আছেই । অতএব, মুক্তিযোদ্ধা = ৭১ এর টোটাল জনগন- (মুসলিম লীগ-জামাত-রাজাকার)- ইন্ডিয়ায় অবস্থানরত জনগন/শরণার্থী।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

জিসান সালীম বলেছেন: ৭১এর শহীদের তালিকা প্রকাশ করে দেখান ? না ​হয় এই মিথ্যা ছাড়েন। ৩০ লক্ষের বেশি হলে তাদের কি জবাব দিবেন ?? এবার তালিকা তৈরী করবেই। ​

থাক,
শহীদের তালিকা লাগবে না, অন্তত কোন গ্রামে কতজন শহীদ হয়েছে সে তালিকা প্রকাশ কর?

থাক,
গ্রামের তালিকাও লাগবে না, কোন ইউনিয়ন-এ কতজন শহীদ হয়েছে সে তালিকা প্রকাশ কর?

থাক,
ইউনিয়নও লাগবে না, কোন উপজেলায় কতজন শহীদ হয়েছে সে তালিকা প্রকাশ কর?

থাক,
সব পানিতে ফেলাই দে, কোন জেলায় কতজন শহীদ হয়েছে সে তালিকা অন্তত প্রকাশ কর?

এটাও বুঝি পারবি না? পারবি পারবি, সবই পারবি, কিন্তু করবি না। করলে যে থলের বিড়াল বেরিয়ে যাবে। মুজিব বাবা হয়ে যাবে ইতিহাসের সেরা খলনায়ক। ব্যবসাও লাটে উঠবে।
থাক
৩০ লাখ-ই তো তোদের পুঁজি, বাপে দিয়া গেছে যখন এটা বেইচ্যা নাহয় জীবন চালিয়ে যা।
http://www.somewhereinblog.net/blog/zishansaleem/30096109


৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

জিসান সালীম বলেছেন: Click This Link

৮| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৫

পঁা ভাংঙ্গা জবাব বলেছেন: দারুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.