নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

স্মার্টকার্ড উদ্বোধন আজ, বিতরণ কাল থেকে

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৫

জাতীয় পরিচয়পত্রের লেমিনেটেড কার্ডের পরিবর্তে উন্নত মানের স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন আজ রবিবার। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন।

আগামীকাল ৩ অক্টোবর রাজধানীর রমনা ও উত্তরা থানা এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় আনুষ্ঠানিভাবে কার্ড বিতরণ শুরু হবে। এদিকে নাগরিকদের হাতে কার্ড তুলে দেওয়ার একদিন বাকি থাকলেও প্রস্তুতিমূলক কাজগুলো পুরোপুুরি শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। এতে কার্ড সংগ্রহে নাগরিকদের ভোগান্তির আশঙ্কা করছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম স্মার্টকার্ডটি পাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। উদ্বোধনী মঞ্চে রাষ্ট্রপতির স্মার্টকার্ডটি প্রধানমন্ত্রী প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) হাতে তুলে দিবেন। এরপর সিইসি দিবেন প্রধানমন্ত্রীর কার্ড। এরপর জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কাছে কার্ড হস্তান্তর করা হবে। পর্যায়ক্রমে সকল সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে এ কার্ড বিতরণ করা হবে। মেশিন রিডেবল এই স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্রে জালিয়াতি রোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। আট বছর আগে ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ নাগরিকের মধ্যে প্রথম জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল। কিন্তু কিছু অসাধু লোক ওই পরিচয়পত্র নকল করেছিলো। মেশিন রিডেবল স্মার্টকার্ড এ ধরনের জালিয়াতি প্রতিরোধ করবে। স্মার্টকার্ডের নিরাপত্তা বজায় রাখার জন্য ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে।

সংশ্লি­ষ্ট কর্মকর্তারা জানান, ভুয়া পরিচয়পত্র প্রতিরোধে কার্যকরি স্মার্টকার্ড। এই স্মার্টকার্ড ব্যবহারে চাকরির আবেদন, ভোটার শনাক্তকরণ, ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট তৈরি, ই-গভর্নেন্স, ই-পাসপোর্ট সেবাসহ ২৫ ধরনের সেবা গ্রহণ করা যাবে। এর বিশেষত্ব হলো, স্মার্টকার্ডটি অনলাইনে ও অফলাইনে দু’ভাবেই ভেরিফিকেশন করা যাবে। এতে নাগরিকের সব তথ্য সংবলিত মাইক্রোচিপস থাকবে।
সূত্র

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫০

আনন্দ ধারা বলেছেন: আমরা যারা পুরনো লেমিনেটিং করা কার্ডের অধিকারী তাদের জন্য কি ব্যবস্থা আছে? জানালে সুবিধা হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.