নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
আমরা মোবাইল অপারেটরদের সেবার মান নিয়ে বিভিন্ন মিডিয়ায় গলা ফাটাই।
কিন্তু তা কি কাজে আসে?
এবার দেশের মোবাইল অপারেটরদের সেবার মান সম্পর্কে জনগণের মতামত জানতে গণশুনানি করতে যাচ্ছে বিটিআরসি।
প্রথমবারের মতো ২২ নভেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এ গণশুনানি হবে। রোববার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কল ড্রপ, ভয়েস কল ও ইন্টারনেটের বিভিন্ন বান্ডেল প্যাকেজ এবং মূল্য সম্পর্কে সরাসরি জনগণের অভিমত জানতে এ গণশুনানির আয়োজন করা হয়েছে।
শুনানিতে অংশগ্রহণে আগ্রহীদের বিটিআরসির কলসেন্টারে ফোন করে (শর্ট কোড ২৮৭২) অথবা
বিটিআরসির ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে। ফিরতি এসএমএস বা ইমেইল অথবা ফোন করে শুনানিতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে।
নিবন্ধন করা যাবে ১৭ নভেম্বরের পর্যন্ত। যে কোনো ব্যক্তি এতে অংশ নিতে পারবেন।
বিটিআরসি বলছে, গণশুনানিতে মোবাইল ফোন অপারেটরদের কলড্রপ ও বিভিন্ন প্যাকেজ এবং এর মূল্য সম্পর্কে বলা যাবে। এছাড়া বায়োমেট্রিক সিম নিবন্ধন, সাইবার অপরাধ, ফেসবুক ব্যবহারে নিরাপত্তা, মোবাইল ফোনে হুমকি, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, মোবাইল অপারেটরদের কলসেন্টারের মাধ্যমে সেবা সংক্রান্ত অভিযোগের বিষয়েও বলা যাবে।
সুত্র
১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪
তালপাতারসেপাই বলেছেন: এর আগে যথাযথ ভাবে অভিযোগ করেছেন কক্ষনো?
২| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪
ভ্রান্ত_পথিক বলেছেন: কে যাবে অফিস বাদ দিয়ে শুনানিতে অংশ নিতে? আর এসব শুনানি তো নাটক ছাড়া আর কিছু নয়। গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে তো এরকম একটা শুনানি মহা সমারোহে আয়োজন করা হয়েছিল। প্রত্যেকেই তো দাম বাড়ানোর বিপক্ষেই তাদের যুক্তি তুলে ধরেছিল। তাতে কোন কাজ কি হয়েছে? দাম তো ঠিকই বাড়ানো হয়েছে।
সরকার বা বিটিআরসি যদি আন্তরিক হত, তাহলে ফেসবুকেই মতামত নিতে পারে। অথবা মোবাইল হট লাইন চালু করতে পারে। অথবা কোন ওয়েবসাইট খুলে তাতে মতামত সংগ্রহ করতে পারে। সরকার তো আন্তরিকই নয়।
১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫
তালপাতারসেপাই বলেছেন: অফিস বাদ দিয়ে কমেন্ট করেন আর গিয়ে কমেন্ট করতে আপত্তি কেন?
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিচ্ছু হবে না। কোন অভিযোগেরই কোন সুরাহা হবে না। নাই কাজ তো খই ভাজ।