নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
দেশে বিহারি ক্যাম্পগুলোতে বিদ্যুতের ব্যবহার প্রতিনিয়ত বাড়লেও বিল পরিশোধ করছে না এসব ক্যাম্পের বাসিন্দারা। ১৯৯২ সালের জরিপ মোতাবেক দেশের ১৭টি জেলায় ৭০টি বিহারি ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পের মধ্যে দুটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন ৮টি বিহারি ক্যাম্পেই বিল বকেয়া পড়েছে ৭৬ কোটি টাকার বেশি। সম্প্রতি এই ৮ ক্যাম্পের বকেয়া বিলের টাকা পরিশোধের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) আওতাধীন ৮টি বিহারি ক্যাম্পে ৭৬ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। এর মধ্যে পিডিবির আওতাধীন ক্যাম্পে গত সেপ্টেম্বর পর্যন্ত ৩৬ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা বকেয়া পড়েছে। এ ছাড়া ডেসকোর আওতাধীন ক্যাম্পে গত অক্টোবর পর্যন্ত বকেয়া পড়েছে ৩৯ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার টাকা। বিশাল অঙ্কের এই বকেয়া পরিশোধের জন্য বিদ্যুৎ বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বিহারি ক্যাম্পের বাসিন্দারা এদেশে সব ধরনের নাগরিক সুবিধাই গ্রহণ করছে। নিয়ম অনুযায়ী সাধারণ নাগরিকের মতোই রাষ্ট্রের সব ধরনের সেবামূল্য তাদের পরিশোধ করা উচিত। কিন্তু তারা তা করছে না।
বিদ্যুৎ বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জেনেভা কনভেনশন অনুযায়ী এদেশে আটকে পড়া উর্দুভাষী অবাঙালিদের (বিহারি) সকল প্রকার বিল দেওয়ার দায়িত্ব সরকারের। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব বিল পরিশোধ করে। কিন্তু যখন আটকে পড়া এসব অবাঙালিরা বাংলাদেশের নাগরিক হয়েছেন তখন কনভেনশনের শর্ত মানা সরকারের জন্য বাধ্যতামূলক নয়।
বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা বলেন, এখন সরকারের উচিত তাদের সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া। এদের কেউই বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। দীর্ঘদিনের এই বকেয়া বিল পেতে বিদ্যুৎ বিভাগ এখন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে দেনদরবার করলেও সিদ্ধান্তহীনতার কারণে তা আদায় করা যাচ্ছে না।
পরিসংখ্যান অনুযায়ী দেশে পাঁচ লাখ বিহারি রয়েছেন। এদের মধ্যে দেড় লাখেরও বেশি ভোটাধিকার প্রয়োগ করেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় উচ্চ আদালতের এক রায়ে বলা হয়েছে, যাদের জন্মস্থান বাংলাদেশে তাদের নাগরিকত্ব দিতে হবে। আদালতের এই আদেশের পর অর্ধেকেরও বেশি বিহারি বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে। কিন্তু ক্যাম্পে বসবাস করায় তাদেরও আটকে পড়া পাকিস্তানি হিসেবে বিবেচনা করা হচ্ছে। অথচ তারা সব ধরনের ব্যবসা-বাণিজ্য ও নাগরিক সুবিধা ভোগ করছেন।
প্রসঙ্গত, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান আলাদা হয়ে যায়। তৎকালীন সময়ে ভারতের বিভিন্ন রাজ্যের মুসলমানরা মুসলিম দেশে বাস করতে আগ্রহ দেখায়। ওই সময় পাকিস্তান সরকার কৌশলে তাদের তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে থাকার ব্যবস্থা করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অবাঙালি উর্দুভাষীরা পাকিস্তানের পক্ষ নেয়। পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক রেডক্রস বাংলাদেশের বিভিন্ন জেলায় উর্দুভাষী অবাঙালিদের বসবাসের জন্য ক্যাম্প স্থাপন করে। যা জেনেভা ক্যাম্প হিসেবে পরিচিত।
পরবর্তীতে ১৯৯২ সালে মক্কাভিত্তিক এনজিও রাবেতা আল ইসলাম বাংলাদেশে বসবাসকারী উর্দুভাষী অবাঙালিদের ওপর জরিপ করে। সেই জরিপ মোতাবেক দেশের ১৭টি জেলায় ৭০টি ক্যাম্প রয়েছে। এর মধ্যে ঢাকার মোহাম্মদপুরে ৬টি ও মিরপুরে ২৫টি। বাকি ৩৯টির মধ্যে বগুড়া, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, দিনাজপুর, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, জামালপুর ও নীলফামারীতে একটি করে, নারায়ণগঞ্জে ৩টি, যশোরে ৯টি, রংপুরে ২টি, রাজশাহীতে ২টি, চট্টগ্রামে ৫টি, ঈশ্বরদীতে ৪টি ও খুলনায় ৫টি ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পের বসবাসকারীরা নাগরিক সুবিধা নিলেও এর বিপরীতে সেবামূল্য পরিশোধ করছে না।
সূত্র
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
এই মানুষগুলোর প্রতি অমানবিকতা দেখায়েছে পাকিস্তান; একই কাজ করছে বাংলাদেশ। এদেরকে সাহায্য করার দরকার যাতে কারাচী চলে যেতে পারে, তাদের নিজের মানুষের কাছে যেন ফিরে যেতে পারে।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৭
তালপাতারসেপাই বলেছেন: নিলেতো!
ওরা অভিশপ্ত
ওদের দেশ ইন্ডিয়া
ভালবাসে পাকিস্তান
থাকে বাংলাদেশে
সাহায্য করার দরকার ?
অতিরিক্ত ১০% বিহারি কর দেন সাথে ৫% বিহারি ভ্যাট
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটা কোন সমস্যা না!
বাংলাদেশে এর চেয়ে বেশি সম্পদ পাকিস্তানের আছে!
নিজামী, মুজাহিদ, কামরুল গং দের সম্পদ সরকার বাজেয়াপ্ত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) আওতাধীন ৮টি বিহারি ক্যাম্পের ৭৬ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া পরিশোধ করতে পারে! আর, সরকার পাকিস্তানের অচল সম্পদ (যে সকল রাজাকার এখনও বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে) তাদের কে পাকিস্তানে ফেরত পাঠাতে পারে।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৪
লেখা পাগলা বলেছেন: এদের ঋৃন মুক্ত করে নিজ জন্মভূমিতে পাঠানোর ব্যবস্থা করতে হবে ।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৯
তালপাতারসেপাই বলেছেন: নিলেতো!
ওরা অভিশপ্ত
ওদের দেশ ইন্ডিয়া
ভালবাসে পাকিস্তান
থাকে বাংলাদেশে
সাহায্য করার দরকার ?
অতিরিক্ত ১০% বিহারি কর দেন সাথে ৫% বিহারি ভ্যাট
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক কিছুই বলাে ছিলো। আশাকরি যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন। ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৯
তালপাতারসেপাই বলেছেন: নিলেতো!
ওরা অভিশপ্ত
ওদের দেশ ইন্ডিয়া
ভালবাসে পাকিস্তান
থাকে বাংলাদেশে
সাহায্য করার দরকার ?
অতিরিক্ত ১০% বিহারি কর দেন সাথে ৫% বিহারি ভ্যাট
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩২
মামুন ইসলাম বলেছেন:
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমাদের ৩মাসের বিল বকেয়া থাকলেই লাইন কেটে দিয়ে যায়। ৭৬ কোটি টাকা কেমনে কি?
আমাদের চেয়ে তাদের সুবিধাই বেশি :p
ওদেরকে পাকিস্তানে পাঠানো উচিত। ওদের ভিতর বাংলাদেশ নিয়ে কোন মায়া নাই। বরং ওরা এক সময় বাংলাদেশ কে পেকিস্তানের মত করে ফেলবে। যতসব বাজে কাজকারবার আছে সব বিহারি কেম্প গুলোতেই হয়, তার মধ্যে মাদক অন্যতম।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২
জীবন সাগর বলেছেন: অতি তারাতারি সরকারিভাবে এইসব বিহারিদের ব্যাপারে ব্যবস্থা নেয়া দরকার। আমাদের দেশের টাকার এভাবে আটকে পরে থাকতে দেওয়া উচিৎ নয়।
ভালো একখান পোষ্ট। ভাল লাগলো পড়ে জানতে পেরে।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: জানলাম।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের পাকিস্তান সরকার নিয়ে যায় না কেন? আবার এটাও সত্য বাংলাদেশী যারা ওখানে থেকে গিয়েছেন তারা এখন পাকিস্তানী হয়েই থাকছেন সেখানে। ক্যাম্পে যে অমানবিক ভাবে এরা থাকছে তার চাইতে এদের পাঠিয়ে দেয়াও ভালো...
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫০
তালপাতারসেপাই বলেছেন: নিলেতো!
ওরা অভিশপ্ত
ওদের দেশ ইন্ডিয়া
ভালবাসে পাকিস্তান
থাকে বাংলাদেশে
সাহায্য করার দরকার ?
অতিরিক্ত ১০% বিহারি কর দেন সাথে ৫% বিহারি ভ্যাট
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটা কোন সমস্যা না!
বাংলাদেশে এর চেয়ে বেশি সম্পদ পাকিস্তানের আছে!
নিজামী, মুজাহিদ, কামরুল গং দের সম্পদ সরকার বাজেয়াপ্ত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) আওতাধীন ৮টি বিহারি ক্যাম্পের ৭৬ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া পরিশোধ করতে পারে! আর, সরকার পাকিস্তানের অচল সম্পদ (যে সকল রাজাকার এখনও বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে) তাদের কে পাকিস্তানে ফেরত পাঠাতে পারে।