নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
‘তুমি যাবে ভাই,
যাবে মোর সাথে,
আমাদের ছোট গাঁয়।
গাছের ছায়ায়
লতায়-পাতায়
উদাসি বনের বায়’।
পল্লী কবি জসীমউদ্দিনের (জানুয়ারি ১, ১৯০৩ – মার্চ ১৩, ১৯৭৬) এই কবিতার পংক্তিগুলো মনে করিয়ে দেয় মাটি ও মানুষের সাথে কবির নিবিড় সম্পকের গভীরতা। আবহমান গ্রাম বাংলার কবি, পল্লী কবি খ্যাত জসীমউদ্দিনের আজ ১১৩তম জন্মবার্ষিকী আজ। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর শহরতলির তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি।
তার বাবার বাড়ি ছিলো একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট। জসীম উদ্ দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল, ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ন হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. এবং এম. এ. শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সনে। ১৯৩৩ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড. দীনেশ চন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগ দেন। এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন।
১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন। তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তাকে তাঁর নিজ গ্রাম গোবিন্দপুরে দাফন করা হয়।
কাব্যগ্রন্থঃ
রাখালী (১৯২৭)
নকশী কাঁথার মাঠ (১৯২৯)
বালু চর (১৯৩০)
ধানখেত (১৯৩৩)
সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)
হাসু (১৯৩৮)
রঙিলা নায়ের মাঝি(১৯৩৫)
রুপবতি (১৯৪৬)
মাটির কান্না (১৯৫১)
এক পয়সার বাঁশী (১৯৫৬)
সকিনা (১৯৫৯)
সুচয়নী (১৯৬১)
ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২)
মা যে জননী কান্দে (১৯৬৩)
হলুদ বরণী (১৯৬৬)
জলে লেখন (১৯৬৯)
কাফনের মিছিল ((১৯৮৮)
নাটকঃ
পদ্মাপার (১৯৫০)
বেদের মেয়ে (১৯৫১)
মধুমালা (১৯৫১)
পল্লীবধূ (১৯৫৬)
গ্রামের মেয়ে (১৯৫৯)
ওগো পুস্পধনু (১৯৬৮)
আসমান সিংহ (১৯৮৬)
আত্মকথা
যাদের দেখেছি ((১৯৫১)
ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১)
জীবন কথা ( ১৯৬৪)
স্মৃতিপট (১৯৬৪)
উপন্যাসঃ
বোবা কাহিনী (১৯৬৪)
ভ্রমণ কাহিনী
চলে মুসাফির (১৯৫২)
হলদে পরির দেশে ( ১৯৬৭)
যে দেশে মানুষ বড় (১৯৬৮)
জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫)
সঙ্গীতঃ
জারি গান (১৯৬৮)
মুর্শিদী গান (১৯৭৭)
অন্যান্যঃ
বাঙালির হাসির গল্প
ডালিমকুমার (১৯৮৬)
পুরস্কারঃ
প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স ১৯৫৮
একুশে পদক ১৯৭৬
স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৭৮ (মরণোত্তর)
১৯৭৪ সনে তিনি বাংলা একাডেমী পুরস্কার প্রত্যাখ্যান করেন।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি (১৯৬৯)
জসীমউদ্দীনের লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান।
নকশী কাঁথার মাঠ কবির শ্রেষ্ঠ রচনা যা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
দেখবেন নাকি সেই নকশী কাঁথার মাঠ?
২| ০১ লা জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন
৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২০
আলপনা তালুকদার বলেছেন:
পরম শ্রদ্ধাভরে স্মরন করছি প্রিয় কবিকে। লেখার জন্য ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা।
ফুলটা লিলি কি? মনে তো হচ্ছে কৃষ্নচূড়া...
৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই সময়ে পল্লী কবি জসীমউদ্দিনের মত আরেকজন শক্তিমান পল্লী কবির দরকার ছিল, যিনি ডিজিটাল বাংলাদের কে ছাপিয়ে গ্রাম বাংলার আবহমান মানুষদের দু:খের কথা তুলে ধরতেন কবিতার মাধ্যম্যে।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
@alpona talukder এই হলো কৃষ্ণচুড়া
কৃষ্ণচুড়ায় পাপড়ির নীচে একটা ছোট বোটা থাকে , সুক্ষভাবে নজর দিলে ধরা পড়ে ।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি এবং আপনার জন্য অনেক ভালোবাসায়-
কবি এবং আপনার জন্য অনেক ভালোবাসায়-
৭| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ২:৩২
সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টের জন্য।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৪
মোহাম্মদ বাসার বলেছেন: এই হলো কৃষ্ণচূড়া কারো কনফিউশন থাকলে দেখে নিন।
https://upload.wikimedia.org/wikipedia/commons/3/33/Flowers_delhi.jp
https://upload.wikimedia.org/wikipedia/commons/f/f7/RoyalPoincianaFlower.jpg
৯| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ২:৫৯
মোহাম্মদ বাসার বলেছেন:
১০| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৩:০২
মোহাম্মদ বাসার বলেছেন: উপরের ছবিগুলো কৃষ্ণচূড়া।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮
আলপনা তালুকদার বলেছেন: সবগুলো কৃষ্ণচূড়া নয়, ৪ টা ছবি রাধাচূড়ার। যেগুলোর রং একটু বেশী হলুদ এবং পাপড়িগুলো বেশী ছড়ানো ও আকারে ছোট....
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৯
ডঃ এম এ আলী বলেছেন:
আমার প্রিয় কবিকে নিয়ে লিখা
শ্রদ্ধা জানাই তার পরে ।
ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।