নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধাসিধে চিন্তাগুলি...

তামীম বলছি

সাধারন স্বপ্ন নিয়ে বেচে থাকা অতি সাধারন মানুষ। আজীবন সুখী থাকতে চাই।

তামীম বলছি › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ চত্বর এবং আমার ব্যর্থতা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

আমার ব্যাপক আগ্রহ ছিল শাহবাগে যাবার। অংশ নেবার ইচ্ছে ছিল শাহবাগ চত্বর কেন্দ্রীক গণ-আন্দোলনে। কিন্তু সেই আন্দোলনে বামদের একছত্র অধিকার মনে হচ্ছিল কার্যকলাপ দেখে। সাধারণ জনগণের সংখ্যা অনেক অনেক বেশী। আমার অনেক বন্ধুরাই গিয়েছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল- আন্দোলনের গতিপথ নিয়ন্ত্রণ করছে বামরাই। তাই অনেক অনেক ইচ্ছা এবং দাবীর সাথে ১০০% সমর্থন থাকলেও যাওয়া হল না।



কারণ বামদের সাথে একসাথে বসে আন্দোলন করলেও পরবর্তীতে ওরাই ইসলামের বিরুদ্ধে দাড়াবে।



আমাদের সমস্যা জামাতি ইসলাম নিয়ে, আর বামদের সমস্যা পুরো ইসলাম নিয়েই। তাই যারা সুযোগ পেলেই ইসলামের গলায় ছুরি চালাতে দ্বিধা করবে না, তাদের সাথে এক কাতারে দাড়াতে পারলাম না।



বলতে পারলাম না- বিপ্লব দীর্ঘজীবী হোক- বরং মনে আসছে- জামাতি ইসলামিসহ সকল ভন্ড দল নির্মূল হোক। আর আমরা সবাই ঈমানের সাথে মৃত্যু বরণ করে যেন জান্নাতবাসী হই।



তবে শাহবাগে না গেলেও- বর্তমান দাবীকে পুরোপুরি সমর্থন করি। জনগণের এই গণজাগরনের জোয়ারে ভেসে যাক জামাতি ইসলামির সকল ভন্ডামী। শাহবাগের এই আন্দোলন সফল হোক।



----------------------------------------------------

আমার এই ক্ষুদ্র মানসিকতার জন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু আমার এই ক্ষুদ্রতটাকে আমি অস্বীকার করতে পারলাম না শেষ পর্যন্ত।



===================================



আপডেট -



কিছু কথাঃ



বিদ্রঃ পোষ্টটা ড্রাফটে নিয়েছিলাম। ভেবেছিলাম এই পোষ্টটা করা ঠিক হয়নি। কিন্তু আজকে খবরের কাগজে দেখলামঃ

জামায়াত-শিবিরসহ ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ এবং গৃহযুদ্ধের হুমকিদাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে; সূত্র - এখানে



জামাতকে নিষিদ্ধ করা হোক সেটা আমিও চাই। কিন্তু এইখানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা বলে সকল ধর্মীয় দলকে নিষিদ্ধ করার পায়তারা চলছে।



আমার প্রশ্ন একটাইঃ সকল ইসলামি দলই কি জামাতে ইসলামি নাকি? ইসলাম মানেই কি জামাত শিবির? তবে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা কেন বলা হল? শাহবাগের আসল দাবী ছিল একটাই - "রাজাকারের ফাসী চাই" সাথে ছিল - "জামাত শিবিরকে নিষিদ্ধ করা"। এই দাবীর প্রতি সহমত জানিয়ে আমিও ফেসবুক/ব্লগে অনেক সময়/শ্রম দিয়েছি।



কিন্তু এই ফাক গলে বামপন্থী নাস্তিক আর আওয়ামীলীগ সেটাতে সংযুক্ত করল - ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা!



এটা কি বামপন্থীদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠবে নাকি!

==============================

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

কলাবাগান১ বলেছেন: জনগণের এই গণজাগরনের জোয়ারে ভেসে যাক জামাতি ইসলামির সকল ভন্ডামী।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

তামীম বলছি বলেছেন: যাক ভেসে ভন্ডামী...
এই আশাতেই বেঁচে আছি আমি...

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

সেজুতি_শিপু বলেছেন: Azob !
katorakam hinomonyota je manuser thakte pare!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

তামীম বলছি বলেছেন: হুম। সেটাই। আমি এতটাই হীনমন্য। কি করব বলুন!

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

সরলপাঠ বলেছেন: শাহবাগ নিয়ে আমার বিশ্লেষন পড়ুন এখানে - Click This Link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

তামীম বলছি বলেছেন: এত বিশ্লেষণের দরকার নাই। এই দাবীটি একটি গণদাবী। আর বামদের চরিত্র নিয়ে নতুন করে কিছু বলার নাই। বামরা এখন আওয়ামীলীগে পরজীবী হিসেবে আবির্ভুত হচ্ছে।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

সেজুতি_শিপু বলেছেন:
কি আর করবেন - একজন মহামানব মহান উদ্দেশ্যে ক্ষুদ্র ত্যাগ করল এরকম ভাব নিয়ে ঘোরাঘুরি করুন ।

আর মাঝেমাঝে নিজের তীক্ষ্ণ বুদ্ধির জন্যে মুগ্ধ হয়ে পিঠ চাপড়ান ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

তামীম বলছি বলেছেন: নিজেকে অতি ক্ষুদ্রই ভেবেছি সবসময়। আমার মত এত নগন্য কেউ না গেলে আন্দোলনের কোন ক্ষতি বৃদ্ধি হবে না। সাগরে এক ফোটা জলের অভাব বোধ হয় না। আপনারা এগিয়ে যান। আমি স্বশরীরে না গেলেও অনলাইনে জামাতি ইসলামির বিরুদ্ধের যুদ্ধে সহযোদ্ধা হয়েই থাকব।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

তামীম বলছি বলেছেন: @ সেজুতি_শিপু,

আমার পোষ্টের নিচের দিকে সংযুক্ত করা কথাগুলি পড়ে নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.