![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে ইচ্ছে হয় দেশটাকে আবার স্বাধীন করি।
একটি ফ্রিজ কিনতে চাই।
বাজেট ৩৫,০০০-৪০,০০০টাকা।
কোনটি কিনব।
সুবিধা সহ বলিলে কৃথার্ত হবো।
অভিজ্ঞরা হেল্পান প্লিজ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩
তামীল০০৯৬ বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
ডিজিটাল ভাই বলেছেন: Walton দেশী পণ্য বদনাম করি কেমনে ? তবে Walton এর একটা সমস্যা না বললেই নয় - সেটি হলো যদি ১ ঘন্টা বিদ্যুৎ না থাকে তবে ফ্রিজের বডি ঘেমে উঠে । যদি আপনার বাজেট ৪০,০০০ হাজার হয়ে থাকে, তবে এর সাথে আরও ৫০০০ হাজার টাকা যোগ করে Mitsubishi / Toshiba / Sharp এর সাড়ে ৯ সেফটি কিনতে পারেন । আর Walton কিনলে ৩৫,০০০ হাজারের মধ্যে সাড়ে ১২ সেফটি কিনতে পারবেন । বাংলাদেশে বর্তমানে যত কোম্পানির ফ্রিজ রয়েছে এর মধ্যে Sharp এর ফ্রিজ সবচেয়ে ভাল, তবে দামটা একটু বেশি । আর Walton ই যদি কিনেন তবে অবশ্যই Frost ফ্রিজ কিনবেন, Walton এর Non-Frost কিনবেন না কারণ Non-Frost এ বেশ Complain রয়েছে এবং আপনাকে বেশ ঝামেলা পোহাতে হবে ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
তামীল০০৯৬ বলেছেন: ধন্যবাদ ভাই মূল্যবান পরামর্শের জন্য।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪
পাকাচুল বলেছেন: হিটাচি কিনতে পারেন, যদি অরিজিনাল জাপানীটা পান।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
ডিজিটাল ভাই বলেছেন: আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভূলে গেছি - ফ্রিজের ডীপ অংশের ভিতরে যদি ড্রয়ার থাকে তবে ভূল করেও সে ফ্রিজ কোনদিন কিনবেন না । কারণ প্রতিদিন আপনাকে গরম পানি ঢেলে অথবা বাটালি দিয়ে ডীপের ড্রয়ার খুলতে হবে ।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
পাকাচুল বলেছেন: আমার বাসায় ডিপ অংশটুকুতে ড্রয়ার আছে। নোফ্রস্ট ফ্রীজগুলোতে বরফ জমে ড্রয়ার বন্ধ হয় না কখনো।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুজা অয়ালটন