নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে যদি পালাই ছুটে …

মোঃ তামিম হাসান

বিশ্ব যখন এগিয়ে চলে আকাশ জয়ের পথে , আমরা তখন নিকাতলায় ফতোয়া খুঁজি পুখি পুস্তুক চুষে ।

মোঃ তামিম হাসান › বিস্তারিত পোস্টঃ

সম্পদ পাওয়ার চেয়ে রক্ষা করাই কঠিন

২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

আমরা আমাদের সমুদ্রসীমা আইনী প্রক্রিয়ার মাধ্যমে পেয়েছি । এটা বিজয়ের না বলে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলাটাই সমীচীন হবে ।এখন আমরা আমাদের নিজেস্ব সমুদ্রসীমা বুঝে পেয়েছি যা আমরা আগে দাবি করেছিলাম কিন্তু সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত ছিল না । সেটা পাবার জন্য আমাদের আইনী প্রক্রিয়ার মধ্যে যেতে হয়েছে ।

এই বিশাল ও বিস্তৃত সমুদ্রসীমায় আছে বিপুল সম্পদ ।গ্যাস ,তেল ,হাইড্রেট ,জিরকন,ইলেমেনাইট ,ম্যাগনেটাইট খনিজ সম্পদের মধ্যে অন্যতম । স্থলভাগে আমাদের যে পরিমান গ্যাস আছে তা ২৫-৩০ বছর পর ফুরিয়ে যাবে । যে বিপুল পরিমান তেল গ্যাস সমুদ্রের তলে আছে সগুলো ,আন্তর্জাতিক দরপএ আহ্বান করে বিদেশী কম্পানিকে শতকরা ৪০ থেকে ৫০ ভাগ সম্পদ শেয়ারের চুক্তিতে দেয়া হচ্ছে । এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতও্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমামের কাছে জানতে চাইলে ,তিনি বলেন ,সমুদ্রতলদেশ থেকে তেল গ্যাস উওলোন নিয়ে বাংলাদেশ কাজ করতে পারবে উদাহরণ হিসেবে পেট্রোবাংলার কথা বলেন । তার মতে বাইরের কম্পানিকে কাজগুলো না দিয়ে ,নিজেদের কাজ নিজেদেরই করা ভাল ।

সমুদ্রিক সম্পদ আরহন ও ব্যবহারে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ ।২০১২-১৩ অর্থবছরে ৭৩ হাজার ম্রেট্রিক টন সম্পদ সমুদ্র থেকে আহরণ করা হয়েছে । পাশ্ববর্তী দেশগুলো সমুদ্রিক সম্পদ আরহনে যথেষ্ট কাজ করছে ।সমুদ্রিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা হলে, বর্তমানে যে সমুদ্রসীমা আছে তা থেকে পূর্বের চেয়ে ৬-৭ গুন বেশী সম্পদ আহরন করা সম্ভব ।

আমাদের দেশে সমুদ্র নিয়ে জ্ঞান অর্জনের সুযোগ খুবই কম । ঢাকা বিশ্ববিদ্যালয় (সমুদ্রবিজ্ঞান বিভাগ) আর চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামান্য কিছু ছাএ সমুদ্রবিজ্ঞানে পরাশোনা করার সুযোগ পায় । সমুদ্রবিষয়ক পরাশোনা করার সুযোগ প্রসারিত ও এ বিষয়ে নতুন মন্ত্রণালয় করা যেতে পারে । সমুদ্রিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ,সরকারকে আরো অনেক বেশী মনোযোগী হতে হবে ।আর তা না হলে ,সমুদ্রিক সম্পদের সুষ্ঠ ব্যবহারে পিছিয়ে থাকবে বাংলাদেশ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.